Programmer Shakil

Programmer Shakil I develop Custom Business Website for your business. Let's discuss abou your Project.

ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন?আজকের ডিজিটাল যুগে ব্যবসার সাফল্যের জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি...
01/01/2025

ব্যবসার জন্য ওয়েবসাইট কেন প্রয়োজন?

আজকের ডিজিটাল যুগে ব্যবসার সাফল্যের জন্য একটি ওয়েবসাইট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনার ব্যবসার পরিচয়কে অনলাইনে তুলে ধরে এবং বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে।

ওয়েবসাইট কেন গুরুত্বপূর্ণ:

১. অনলাইন উপস্থিতি:
একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্যবসা ২৪ ঘণ্টা খোলা থাকে। গ্রাহকরা যেকোনো সময় পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারেন।

২. ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি:
একটি প্রফেশনাল ওয়েবসাইট আপনার ব্যবসার প্রতি গ্রাহকদের আস্থা বাড়ায়। এটি আপনার ব্র্যান্ডকে আরও প্রোফেশনাল করে তোলে।

৩. বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছানো:
ওয়েবসাইটের মাধ্যমে আপনি শুধুমাত্র স্থানীয় নয়, বরং আন্তর্জাতিক গ্রাহকদের কাছেও পৌঁছাতে পারবেন।

৪. বাজারজাতকরণ সহজ হয়:
ডিজিটাল মার্কেটিং, SEO, এবং Google Ads-এর মাধ্যমে ওয়েবসাইটের ভিজিটর বাড়িয়ে বিক্রির সুযোগ বৃদ্ধি করা সম্ভব।

৫. পণ্য ও সেবা প্রদর্শন:
আপনার পণ্য ও সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য, ছবি ও ভিডিও দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করা সহজ হয়।

৬. খরচ সাশ্রয়ী:
ওয়েবসাইট তৈরি করা একবারের বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে বিজ্ঞাপনের খরচ কমিয়ে আনে।

এখনই আপনার ব্যবসার জন্য একটি ওয়েবসাইট তৈরি করুন এবং ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসাকে নিয়ে যান আরও এক ধাপ এগিয়ে।

আপনার ব্যবসার ওয়েবসাইট তৈরিতে সাহায্য দরকার? যোগাযোগ করুন: 📞 wa.me/+8801770345518

  🙂
26/08/2022

🙂

কম্পিউটার কেনা থেকে জব পাওয়া পর্যন্ত ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বানাবো, ইনশাআল্লাহ।
17/08/2022

কম্পিউটার কেনা থেকে জব পাওয়া পর্যন্ত ফুলস্টাক ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজ বানাবো, ইনশাআল্লাহ।

অফিসে কাজের চাপ একটু কম আজকে, মিঃ রে, মনে হয় স্যালারি শিট নিয়ে ব্যস্ত আছে , স্প্রিন্ট এ কোনো কাজ নাই আপাতত । যদিও আমার অ...
31/07/2022

অফিসে কাজের চাপ একটু কম আজকে, মিঃ রে, মনে হয় স্যালারি শিট নিয়ে ব্যস্ত আছে , স্প্রিন্ট এ কোনো কাজ নাই আপাতত । যদিও আমার অন্য অনেক কাজ থাকে। যাইহোক একটা কথা বলার জন্য পোস্ট করতে আসলাম । যখন আমি লারনিং স্টেজে ছিলাম কেউ ছিলনা একটা জব দিয়ে দেয়ার মতো। আর যারা ছিলো থাক আর নাই বলি। আল্লাহ তা'আলার রহমতে ব্যবস্থা হয়েছে তাও খুব ভালো ভাবে। চেষ্টার কোনো ত্রুটি ছিলনা আমার।

তবে এখন ভালো লাগে, কিছুদিন আগে আমার কয়েকটা স্টুডেন্ট জব পেয়েছে। আর সব থেকে বড় ভালো লাগে যখন আমি কাউকে জব এর জন্য রেফার করলেই তার জবটা হয়ে যায়। তবে যাদের রেফার করি একদম আমার মনের মতো। আর যাদের কাছে রেফার করি তারাও আমার মনের মতো।

সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে এইভাবে সবার পাশে থাকতে পারি। আমি যত সাহায্য করেছি তার থেকে কয়েক হাজার গুন বেশি সাহায্য পেয়েছি। আলহামদুলিল্লাহ। আর যারা সাহায্য করেছে বেশির ভাগকে উপকার করার সৌভাগ্য হয়নি।

আরকেটা কথা ছবিটা ফ্লিপ হয়েছে , আমি ডান হাত দিয়েই মাউস চালাই 😀

 ি_যে_লার্নিং_ট্র্যাক_এ_কোড_শিখেছি 👇✅ HTML, CSS, HTML+ CSS Projects✅ Bootstrap/Tailwind Fundamental✅ Bootstrap Projects✅...
27/07/2022

ি_যে_লার্নিং_ট্র্যাক_এ_কোড_শিখেছি 👇

✅ HTML, CSS, HTML+ CSS Projects

✅ Bootstrap/Tailwind Fundamental

✅ Bootstrap Projects

✅ Javascript Fundamental

✅ HTML + Bootstrap + Javascript Projects

✅ HTML + Tailwind + Javascript Projects

✅ Vue Fundamental

✅ Vue Projects, NUXT JS

✅ PHP/Fundamental

✅ MYSQL Fundamental

✅ PHP Projects

✅ Laravel Fundamental

✅ Laravel Small Projects

✅ Laravel Mid Level, Advanced Projects

✅ Laravel+Vue MIX Projects

✅ Laravel API + Vue Projects

Hi Programmers,  How about you? 🙂What's your next Plan? 🤔
26/07/2022

Hi Programmers, How about you? 🙂
What's your next Plan? 🤔

25/07/2022

:
“অন্য কোনও দিকে কোনওরকম মনোযোগ দেয়া ছাড়া পূর্ণ মনোযোগে এক সময়ে একটি মাত্র কাজ করা। এভাবে কাজ করাটা আপনার মানসিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে। এতে প্রায়ই নতুন কিছু সৃষ্টি হয় যা মানুষের কাজে লাগে। সেই সাথে এই ধরনের কাজে আপনার দক্ষতা বাড়বে, এবং এটা রপ্ত করা আসলেই কঠিন”।

:
এই ধরনের কাজে খুব বেশি জ্ঞান বা বুদ্ধির দরকার হয় না। সেইসাথে এই কাজগুলো করতে বেশিরভাগ সময়েই যন্ত্রপাতির সাহায্য লাগে, কিন্তু খুব বেশি মনোযোগ দিতে হয় না। এই ধরনের কাজ গুলো পৃথিবীকে নতুন ও কার্যকর কিছু দিতে পারে না, আর এগুলো রপ্ত করাও খুব বেশি কঠিন কিছু নয়।

24/07/2022

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আকরে ধরে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি, ভালোবেসেছি, তারা কেউই পুরোপুরি আমাদের নয়।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

মনে রাখা জরুরীঃ আমাদের কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।

 #আমি_যেভাবে_সিভি_বানানো_শিখেছিপ্রথম দিকে সিভি বানাতে একদম ই জানতাম না। যখন দেখলাম কোথাও এপ্লাই করতে গেলে সিভি লাগে,  তখ...
24/07/2022

#আমি_যেভাবে_সিভি_বানানো_শিখেছি

প্রথম দিকে সিভি বানাতে একদম ই জানতাম না।

যখন দেখলাম কোথাও এপ্লাই করতে গেলে সিভি লাগে, তখন কোনোমতেই একটা বানালাম ক্যানভা দিয়ে। আগে তো রেডিমেড কিনে নিতাম 😀।

যা হওয়ার তাই হতো কোন জব পেতাম না 😊
তারপর ভাবলাম আরো ভালো করে সিভি বানাতে হবে
তখন ক্যানভা থেকে আর একটু খোঁজাখুঁজি করে দেখলাম কিছু টেমপ্লেট আছে ওয়েব ডেভেলপমেন্ট এর
তারপর খোজা খুজি করে একটা সিভি বানাইলাম মোটামুটি ভাল হইলো। মনে হল এইটাই আমার বেস্ট সিভি। কিন্তু আসলে ওটা অতটাও ভালো ছিল না 😊।

তারপর খেয়াল করে দেখলাম সব সময় আমি শুধু সিভির ইউ আই এর দিকে ফোকাস করি। আসল কাজটা আসলে বাদ ই থাকে।

প্রথম কথা হল আলাদা আলাদা রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা সিভি বানিয়ে রাখা। যেমনঃ কেউ বলে পড়াশোনা রানিং থাকলে জব হবেনা কেউ বলে পড়াশোনা রানিং থাকলেও জব হবে।

এইখানেই আমি দুইরকম করে দুইটা বানাইলাম। মানে হলো আলাদা আলাদা ভার্শন। স্কিল এর ক্ষেত্রেও আলাদা আলাদা ভার্সনের তিনটা সিভি বানাইলাম। টোটাল হইল পাঁচটা সিভি। তাছাড়া ১/২ মাস পরপর টা আপডেট করি তখন আমার স্কিল বাড়ে তখন আপডেট করি 😀।

আর আসল কাজটা হলো প্রজেক্ট এর লিংক গুলা সুন্দর করে গুছিয়ে একজায়গায় করে দিয়ে দেওয়া।
যেমন লাইভ প্রজেক্ট থাকলে লাইভ প্রজেক্ট এর লিংক এবং গিটহাব লিংক। এবং গিটহাবে রাখা প্রজেক্ট গুলোর লিংক আলাদা করে দিতে পারেন । আর পোর্টফলিও লিংক তো অবশ্যই। যদি আপনার কোন ব্লগ সাইট থাকে তার লিঙ্কও দিয়ে দিতে পারেন।

সুন্দর একটা প্রফেশনাল ছবি দিবেন।

সিভির ইউ আই এর একটা কালার কম্বিনেশন থাকা উচিত এবং সিম্পল হওয়া উচিত।

আর আপনার মেইল এবং আপনার কন্টাক্ট নাম্বার জন্মতারিখ আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং স্থান আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিবেন।

মোটামুটি এতোটুকু করলেই হবে তবে আমি এখানে লিখে দিয়েছি পরবর্তীতে আমি একটা ভিডিও করে দিয়ে দিব তাহলে আপনার বুঝতে আরও সুবিধা হবে 😀।

সবশেষে একটা কথাঃ আপনার ফেসবুক প্রোফাইল এবং পেজটাও আপনাকে রিপ্রেজেন্ট করে। আপনি একজন প্রোগ্রামার আপনার প্রোফাইলটা কেমন হওয়া উচিত সেটা আপনার জানা লাগবে।

 ্থাৎ_Elearning_Platform_বানাচ্ছি।ইনশাল্লাহ আপনাদের সবার কাজে আসবে। ফ্রি,  পেইড দুটো সার্ভিস ই থাকবে। ফিচার গুলো আশা করি...
23/07/2022

্থাৎ_Elearning_Platform_বানাচ্ছি।

ইনশাল্লাহ আপনাদের সবার কাজে আসবে। ফ্রি, পেইড দুটো সার্ভিস ই থাকবে। ফিচার গুলো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের একটিভ ও রাখবে শেখার ক্ষেত্রে। গেমিফিকেশন সিস্টেম রাখবো চিন্তা আছে। আরো অনেক ফিচার রাখবো আস্তে আস্তে রিভিল করবো। আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় শিখতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি সেগুলোর সমাধান রাখার চেস্টা করবো। তবে আমাকে সময় দিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপাতত আমার এই পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।

প্রোগ্রামিং ল্যাংগুয়েজঃ অন্তত দুটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে স্কিল ডেভেলপ করতে হবে। একটি হার্ড কোডেড লাইক Java, C/C++, C #...
16/05/2022

প্রোগ্রামিং ল্যাংগুয়েজঃ অন্তত দুটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজে স্কিল ডেভেলপ করতে হবে। একটি হার্ড কোডেড লাইক Java, C/C++, C # ইত্যাদি এবং আরেকটি স্ক্রিপটিং লাইক Python, PHP, JavaScript ইত্যাদি।

সার্ভারঃ পৃথকভাবে Apache এবং Nginx এই দুটি সার্ভার নিয়ে কাজ করার দক্ষতা থাকতে হবে একজন ডেভেলপার হিসেবে। এগুলোর পাশাপাশি MySQL server, Windows Server ইত্যাদিতেও স্কিল থাকা জরুরী।

স্টোরেজঃ লোকাল স্টোরেজ সম্পর্কে ধারণা থাকার পাশাপাশি কয়েকটি ক্লাউড স্টোরেজে কাজ করার স্কিল থাকা জরুরী। যেমন, AWS S3 bucket, Vimeo ইত্যাদি।

ডাটাবেউজঃ পৃথকভাবে SQL এবং NoSQL ডাটাবেইজ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যেমনঃ postgresql, mysql, oracle, sqlite3, mongodb ইত্যাদি।

ফ্রেমওয়ার্কঃ নিজের পছন্দ এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রুল হিসেবে অন্তত একটি ফ্রেমওয়ার্ক/লাইব্রেরিতে স্কিল থাকতে হবে। যেমন, Asp.net, Laravel, Django, React, Vue, React Native, Angular ইত্যাদি। ফুলস্ট্যাক ডেভেলপার এর ক্ষেত্রে পৃথক ভাবে ফ্রন্টেন্ট এবং বেকেন্ড এর জন্য ফ্রেমওয়ার্ক গুলোতে স্কিল ডেভেলপ করতে হবে।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টুলসঃ Git, github/gitbucket, shell, bash shell, power shell, Code editor, IDE.

কমন টেকনোলজিঃ যেকোনো সফটওয়্যার ডেভেলপারের জন্য কিছু কমন টেকনোলজি যেমন HTML, CSS, SaaS, Bootstrap, Tailwind, Json Data, Xml ইত্যাদি জানা আবশ্যক।

ক্লাউড ইঞ্জিনিয়ারিংঃ অন্তত দুই একটা ক্লাউডে অ্যাপ ডেল্পয়মেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে। CI/CD পাইপ লাইন এবং কন্টেইনার নিয়ে কাজ জানা থাকতে হবে।

13/05/2022

Address

Gazipur
9100

Telephone

+8801770345518

Website

Alerts

Be the first to know and let us send you an email when Programmer Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Programmer Shakil:

Share