MD.Shakib Hasan

MD.Shakib Hasan তুমি যতই তাল-বাহানা কর না কেন _মৃত্যু তোমার পিছনে ধাওয়া করছে..... ✨😊

15/10/2025

I gained 60 followers, created 7 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

শ্রমিকদের দ্বিগুণ মাইনে করার পিছনে হেনরি ফোর্ডের মনে কোনো দয়া কাজ করেনি, করেছিল তুখোড় ব্যবসায়িক বুদ্ধি। ডেট্রয়েট, ১৯...
18/09/2025

শ্রমিকদের দ্বিগুণ মাইনে করার পিছনে হেনরি ফোর্ডের মনে কোনো দয়া কাজ করেনি, করেছিল তুখোড় ব্যবসায়িক বুদ্ধি।

ডেট্রয়েট, ১৯১৪। শীতের সকালে ফোর্ড মোটর কোম্পানির কারখানার বাইরে হঠাৎ অস্বাভাবিক ভিড় জমে গেল। হাতে কাগজ, চোখে অবিশ্বাস—সবাই খবরটা যাচাই করে নিতে চাইছে। হেনরি ফোর্ড নাকি ঘোষণা দিয়েছেন, প্রতিদিনের মজুরি হবে আগের তুলনায় দ্বিগুণ অর্থাৎ পাঁচ ডলার!

সেই সময়ে একজন সাধারণ শ্রমিক আড়াই ডলার পেলেই খুশি। অথচ ফোর্ড এক ঝটকায় মজুরি দ্বিগুণ করে দিলেন। শহরজুড়ে গুজব রটে গেল—“ফোর্ড বোধহয় খেয়ালি হয়ে গেছেন” বা “এমন টাকা দিলে তো কোম্পানি একদিনেই দেউলিয়া হয়ে যাবে।” সংবাদপত্রে কেউ লিখল, এ এক নজিরবিহীন দানশীলতা। কিন্তু ফোর্ড নিজে জানতেন, এর পেছনে আছে একেবারে খাঁটি হিসেব-নিকেশ।

তাঁর অ্যাসেম্বলি লাইন তখন শিল্পবিপ্লবের প্রতীক। গাড়ি তৈরি হচ্ছিল অদ্ভুত দ্রুততায়, অথচ এই যন্ত্রনির্ভর ব্যবস্থার মধ্যে কাজ করতে করতে মানুষ হারাচ্ছিল ধৈর্য আর শক্তি। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে একই স্ক্রু আঁটা বা একই লিভার টানার মতন বিরক্তিকর ও বিপজ্জনক পরিবেশে শ্রমিকরা টিকে থাকতে পারছিল না। একে একে সবাই চাকরি ছেড়ে দিচ্ছিল।

তখন ফোর্ড বুঝলেন, শুধু যন্ত্রের জোরে কাজ চলবে না, মানুষকেও ধরে রাখতে হবে। তাই পাঁচ ডলারের ঘোষণায় বদলে গেল সব হিসেব। শ্রমিকদের চাকরি ছাড়া তো দূরের কথা, উল্টে যারা চলে গিয়েছিল তারাও আবার ফিরে এল।

উৎপাদনের গতি হঠাৎ বেড়ে গেল, নির্মাণের সময় ও যোগান পর্যাপ্ত হওয়ার দরুণ গাড়ির মূল্যও হ্রাস পেলো। ফোর্ডের সস্তা অথচ টেকসই “মডেল টি” রাস্তায় নামল একেবারে সাধারণ মানুষের নাগালের দামে আর ধীরে ধীরে পৌঁছে গেল আমেরিকার প্রায় প্রতিটি ঘরে ।

এই এক সিদ্ধান্ত তৎকালীন গোটা শিল্পজগৎকে নাড়িয়ে দিয়েছিল। অন্য মালিকরাও বাধ্য হলেন মজুরি বাড়াতে। আলোচনায় এলো এক নতুন ধারণা — শ্রমিকদের ভালো মজুরি দেওয়া মানেই ব্যবসায় ক্ষতি নয়, বরং তাতেই লাভ বাড়তে পারে।

আজ ইতিহাস বলছে, ফোর্ডের সেই পাঁচ ডলারের সিদ্ধান্ত শুধু একটা কোম্পানির সমস্যা মেটায়নি, বদলে দিয়েছিল আমেরিকার শ্রমজীবী মানুষের জীবনধারা। ব্যবসার প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হলেও, তার ঢেউ ছড়িয়ে পড়েছিল সবার জীবনে। যা হয়ে উঠেছিল আমেরিকার শ্রম-সংস্কৃতির এক বড় বাঁক বদলের মুহূর্ত।

লেখা: সৈকত বিশ্বাস
ছবি: সংগৃহীত

© সৈকত বিশ্বাস, বংDoze

কাতারের দোহায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের দাফন সম্পন্ন হচ্ছে।  নিহতরা ছিলেন ফিলিস্তিনি জনগণের অধিকার র...
12/09/2025

কাতারের দোহায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের দাফন সম্পন্ন হচ্ছে।
নিহতরা ছিলেন ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার সংগ্রামের অংশীদার।

আজ তাদের লাশ দাফনের মাটি আলিঙ্গন করেছে দোহায়।
মানবতার এই ক্ষতি শুধু পরিবার-পরিজন নয়, গোটা মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে।

আসুন আমরা সবাই শহীদদের জন্য দোয়া করি এবং এ ধরনের নিরীহ প্রাণহানির ঘটনার প্রতিবাদে সচেতন হই।

#দোহা #কাতারসংবাদ #ফিলিস্তিন #মুসলিমবিশ্ব #আন্তর্জাতিকখবর

বাংলাদেশের টেকসই অর্থনীতির রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যা...
05/09/2025

বাংলাদেশের টেকসই অর্থনীতির রূপকার সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান।সরকারের রাজস্ব আয় বাড়াতে চালু করেন ভ্যাট আইন। সব মিলিয়ে তিনিই প্রথম অর্থনীতির সংস্কার করেন।
বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী ছিলেন। তিনি ১৯৭৩ ও ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় বেতন কমিশনের সদস্যও ছিলেন।
তিনি ১৯৯৪ সালে স্পেনের মাদ্রিদে বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুবর্ণ জয়ন্তী সম্মেলনের গভর্নর নির্বাচিত হন। ১৯৮০ - ১৯৮২ মেয়াদে তিনি বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, আইএফএডিতেও বাংলাদেশের গভর্নর ছিলেন। ১৯৯৪ থেকে ১৯৯৫ পর্যন্ত তিনি এশিয়ান উন্নয়ন ব্যাংকের ভাইস চেয়ারম্যানও ছিলেন। তাঁর ঐকান্তিক ইচ্ছায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে।
ভাষা আন্দোলনে তার অবদানের জন্য ২০০৫ সালে একুশে পদকও লাভ করেন। এছাড়াও সেনেগালের সর্বোচ্চ জাতীয় সম্মাননা অর্ডার অব নেশন্যাল লাভ করেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়য়ায় এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন।আজ তাঁর ১৬তম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করা হচ্ছে।

আজ তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী  নুরুল আমীনের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার পর নুরুল আমিন পাকিস্তানে ব...
26/08/2025

আজ তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমীনের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতার পর নুরুল আমিন পাকিস্তানে বসবাস করতে থাকেন। ১৯৭৪ সালের ২ অক্টোবর তিনি রাওলাপিন্ডি শহরে ইন্তেকাল করেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি ময়মনসিংহের নান্দাইলে জন্মগ্রহণ করেছিলেন ।

আধুনিক ঢাকার তিনি ছিলেন অন্যতম রূপকার । নিউমার্কেট,ধানমন্ডি আবাসিক এলাকা,আজিমপুর কলোনি,মতিঝিল বানিজ্যিক এলাকা,শাহবাগ হোটেল যা আজকের পিজি হাসপাতাল তারই একক অবদান ।

একসময় নুরুল আমীনের এই উন্নয়ন কর্মকান্ডের সমালোচনা শুরু করেন বিরোধীরা । শাহবাগ হোটেলকে তারা বলতো"শাদ্দাতের বেহেশত"। আন্তর্জাতিক একটি হোটেলের সুযোগ-সুবিধার কথা বিকৃতভাবে জনগণের কাছে প্রচার করে তারা রাজনৈতিক সুবিধা হাসিলের চেষ্টা করেছিল । তারা বলতে লাগলো দেশের মানুষকে দরিদ্র রেখে নুরুল আমীন বিলাস-ব্যসনে গা ঢেলে দিয়েছেন ।

নুরুল আমীন পূর্ব বাংলায় কায়েদে আজম মুহাম্মদ আলি জিন্নাহর বিশ্বস্ত সহকারী ছিলেন । তিনি ব্রিটিশ ভারতে বাংলার মুসলমানদের অধিকারের পক্ষে লড়াই করেন।পাকিস্তান আন্দোলনে নুরুল আমিন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এসময় তিনি বাংলার মুসলিমদের সংগঠিত করেন এবং মুসলিম লীগকে শক্তিশালী করার কাজ চালিয়েছিলেন ।

পাকিস্তান প্রতিষ্ঠার পর বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের ফলে মুসলিম লীগ পূর্ব পাকিস্তানে জনপ্রিয়তা হারায়। খাজা নাজিমুদ্দিন ও নুরুল আমিন উভয়েই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। নুরুল আমিন কমিউনিস্ট পার্টিকে এর জন্য দায়ী করেন এবং ভাষা আন্দোলনে উস্কানির জন্য তাদের দোষারোপ করেন।

এবনে গোলাম সামাদ লিখেছেন:বাংলার মুসলীম লীগের দুজন বিখ্যাত নেতা ছিলেন । এদের মধ্যে একজন হলেন খাজা নাজিমুদ্দিন আর একজন হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী । এদের দুজনারই পারিবারিক ভাষা ছিল উর্দু । নুরুল আমীন উর্দুভাষী ছিলেন না কিন্তু নুরুল আমীন চিন্হিত হয়েছিলেন বাংলা ভাষার এক নম্বর শত্রু হিসেবে । যেটা হওয়া উচিত ছিল না । ১৯৫১ সালের ২৪ জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয়েছিল পাকিস্তান জিন্নাহ আওয়ামী লীগ ।১৯৫২ সালের ২১ফেব্রুয়ারি চলেছিল ছাত্র মিছিলে গুলি ।১৯৫২,২৪ ফেব্রুয়ারি সিন্ধুর হায়দ্রাবাদ শহরে জিন্নাহ আওয়ামী লীগ কর্তৃক আহুত এক সভায়,হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ।

22/08/2025

খুব ভাল করে খেয়াল করে দেখুন। আবার বলছি, খুব ভাল করে। আপনি কারো উপর জুলুম করছেন কিনা বা আপনার অজান্তেই জুলুম হয়ে যাচ্ছে কিনা। এর শাস্তি আল্লাহপাকের তরফ থেকে আপনার বা আপনার পরিবার, সন্তানের উপর আসতেই পারে। সর্বদা আল্লাহর শাস্তির ভয়ে থাকুন। প্রতিটি কাজ তার সন্তুষ্টির জন্য করুন।

বিনা কারণে কাউকে পরীক্ষা করার অধিকার বা ক্ষমতা একমাত্র আল্লাহর। আপনার আমার নয়। খুব সাবধান।

সন্তানের প্রতিটি অকাল মৃত্যু বা অপঘাতে মৃত্যু আমাকে অসাড় এবং অবশ করে দেয়।

হে আমার রব! আমাদের পরিপূর্ণ হেদায়েত দান করুন এবং ক্ষমা করুন।

Collected.

22/08/2025

এগুলো নিয়ে চিন্তা এই আরকি.....😑

22/08/2024

আল্লাহ্ আপনি সহায়ক হোন🤲🥲

🤧🤣
02/10/2022

🤧🤣

শুভ জন্মদিন 🎁🎉❤️
02/10/2022

শুভ জন্মদিন 🎁🎉❤️

Happy Birthday James Bhai ❤️

Address

Tongi
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when MD.Shakib Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD.Shakib Hasan:

Share