
19/09/2023
ব্যাস্ত রাস্তায় মাঝে দাঁড়িয়ে নিজেকে খুব অসহায় লাগছিল আরিফের, গলাটা ধরে আসছে মুখ দিয়ে কথা বলার শক্তিটুকু হারিয়ে যাচ্ছে। আষাড় মাসের বজ্রপাতের মত বিনা পূর্বাভাস ছাড়াই চোখ দিয়ে অঝোরে পানি পড়ছে। চারদিকে সবকিছু অন্ধকার আবছা লাগছে। এমন অসহায় মুহুর্ত কমই এসেছে আরিফের জীবনে। আরিফ রাস্তার দিকে তাকিয়ে কেঁদেই চলেছে, আশে পাশের গাড়ির শব্দ মানুষের কোলাহল কোন কিছুই কানে আসছে না। মানুষটাকে কেমন অপরিচিত লাগছে, আর নিজেকে ছোটলোক মনে হচ্ছে। মানুষটা আমার শহরে এসেছে ৫ হাজার দুইশো ৫৬ ঘন্টা প্রায় হতে চললো, এতো দিন অপেক্ষা করলাম শুধুমাত্র তার কথার উপরে। আমার যেদিন সময় হবে আমি নিজে থেকে দেখা করব। এতো সময় অতিক্রম হইলো কিন্তু তার সময় হইলো না। নিজের লাজ লজ্জার বিসর্জন দিয়ে তার থেকে থেকে মাত্র ২-৪ মিনিট সময় চাইলাম একটু দেখা করার জন্য, একটু কথা বলার জন্য, না করে দিলো। অনেক অনুরোধ করলাম। তার থেকে আমার দূরত্ব হয়তো কয়েকশো মিটারের। বের হয়ে একটু দেখা করবে এই সময়টুকু নেই। নিজের জায়গা থেকে আরিফ একটু একটু করে পিছন ফিরে হাটছে আর বিশাল আকাশের দিকে তাকিয়ে আছে নিজেকে শুন্য মনে হচ্ছে এই বিশাল আকাশের নিচে, মনে হচ্ছে তার থেকে আমার দূরত্ব এই আকাশ সমান।
#ছোট_গল্প #০৯