28/08/2023
বাবা, মা
সন্তানের সবচেয়ে আস্থা, ভালোবাসা, শক্তির নাম...
সন্তানের জন্য বাবা মা করতে পারেন না এমন কিছু নেই। হাসিমুখে ভয়ংকর সব কষ্টগুলো সহ্য করে ভালোবাসা, শান্তি ,নিরাপত্তা নিংড়ে দেন আমাদেরকে আমাদের বাবা মায়েরা...
তাই বাবা মা কষ্ট পায় এমন কাজ কেউ কখনো করো না।বাবা মা কে দুঃখ দিয়ে এই পৃথিবীতে কেউ কখনো সুখী হতে পারে নি কেও পারবেও না......
কিন্তু...
সন্তান হিসেবে বাবা মা জন্য কি করা উচিত তা আমরা যেনেও না জানার ভাব করি। প্রতিটি সন্তানের উচিত বাবা মা কে শান্তিতে রাখা, ভালোবাসায় জীবন রঙ্গিয়ে দেওয়া। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কাছে একটি বার পরামর্শ নেওয়া। হতে পারে কিছু বাবা মা শিক্ষার দিক থেকে মূর্খ তাই বলে তুমি তার থেকে পৃথিবীটা বেশি চিনো না । জীবনে যেই পরিস্থিতিতে পরো না কেন যেকোনো মূল্য সেখান থেকে উদ্ধার করে আনতে পারে বাবা মা । তাই জীবনে ভুল করার আগে একটি বার বাবা মা কথা চিন্তা করো দেখবে সেই ভুলে তুমি পা বাড়াতে পারবে না যদি তুমি আদর্শ সন্তান হয়ে থাকো।
বাবা মা কে তুচ্ছ মনে করো না...তাহলে জীবনে কিছুই করতে পারবে না...
বাবা মা তোমাকে এই সুন্দর পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে । কিসে তোমার ভালো কিসে তোমার মন্দ তাদের থেকে ভালো কেও জানবে না। সন্তানের জন্য জীবন দিয়ে দেয়,সেই বাবা মার কথা চিন্তা করে দেখো দুনিয়ার সবাই তোমার বিপক্ষে থাকলেও বাবা মা তোমার পাশেই থাকবে।
কিছু কিছু সন্তান আছে যারা বৃদ্ধ বয়সে একটু দেখাশোনা করলেই বলে এই করেছি সেই করেছি। হে মূর্খ সন্তান একটিবার চিন্তা করো তোমার জন্য তারা কী করেছে তাহলে বুঝতে পারবে তুমি সেই তুলনায় কিছুই করোনি। বরং আফসোস করা উচিত যে আমি বাবা মা কে সর্বোচ্চ সুখ দিতে পারি নি....যতটুকু সুখ না তারা আমায় দিয়েছে.....🥲✍️✍️✍️
-----মৌ সাহা 👨👩👧👨👩👧👨👩👧
#বাবা-মা