Konabari Blood Life

Konabari Blood Life The daily ittefag"-known as one of the historic & eminent newspapers of all time!

শুভ সকাল সবাইকে
28/10/2024

শুভ সকাল সবাইকে

10/10/2024
সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাদের সংসারে এসেছে কন্যা সন্তান। এখন তাকে নিয়েই সময় কাটছে এই তারকা দম্পতির। এরই মধ্য...
10/10/2024

সদ্যই মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাদের সংসারে এসেছে কন্যা সন্তান। এখন তাকে নিয়েই সময় কাটছে এই তারকা দম্পতির। এরই মধ্যে নতুন মা হিসেবে কোন কোন সমস্যার মুখে পড়তে হচ্ছে, তা জানালেন অভিনেত্রী।
দীপিকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখে আঁচ করাই যায়, নবজাতক আসার পরেই ঘুম উড়ে গেছে নতুন মা-বাবার। কন্যাকে খাওয়ানো, ঘুম পাড়ানো এবং আবার সেটারই পুনরাবৃত্তি! ইনস্টাগ্রাম বায়োতে লিখে পরিবর্তিত জীবনের কথা জানালেন দীপিকা। বোঝাই যাচ্ছে, এখন অভিনেত্রীর সবটা জুড়ে তার একরত্তি শিশু

05/10/2024

With Angry Birds – I just got recognized as one of their top fans!

05/10/2024

With শিক্ষা বার্তা – I just got recognized as one of their top fans!

বাংলাদেশের  ১৫টি ভৌতিক স্থান⚠️🇧🇩ভূত বলে কিছু না থাকলেও এ বিষয়ে মানুষের কৌতূহলের কমতি নেই! বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি ...
29/09/2024

বাংলাদেশের ১৫টি ভৌতিক স্থান⚠️🇧🇩

ভূত বলে কিছু না থাকলেও এ বিষয়ে মানুষের কৌতূহলের কমতি নেই! বিজ্ঞান যেখানে ভূতের উপস্থিতি অস্বীকার করছে সেখানে মানুষের ভূত-প্রেতের উপর আগ্রহ বাড়ছে। অনেকের জীবনেই ভৌতিক কোন না কোন ঘটনার অভিজ্ঞতা রয়েছে! পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে রয়েছে ভূতুরে স্থান। আর ভূতুড়ে জায়গা বলতে 'ক্লাব ৯৯' বা 'কিউবান হাউজ' এর কথাই সবারই মনে পরে। কিন্তু আমাদের দেশের বেশ কিছু স্থান রয়েছে যেগুলো লোকমুখে ভৌতিক স্থানের তকমা পেয়েছে। যেসব স্থান সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। নিচে এমনই কিছু স্থানের কথা উল্লেখ করা হল-

১. ঝালকাঠির জমিদার বাড়ি:
বরিশালের ঝালকাঠি জেলার কৃত্তিপাশা নামক স্থানে একটি ঐতিহাসিক জমিদার বাড়ি রয়েছে। এর সঠিক সময়কাল সম্পর্কে কেউ অবগত নয়। শত বছরের পুরানো এ রাজবাড়িতে দিনের বেলাও গা ছমছমে। এ জমিদার বাড়ি নিয়ে অনেক রটনা রয়েছে। বিশেষ করে এর "বায়জি কক্ষ" নিয়ে। রাতে রাজবাড়ি থেকে নাচের শব্দ শোনার দাবি করেন অনেকে। বলা হয়ে থাকে তৎকালীন জমিদার জোর করে মেয়েদেরকে ধরে অত্যাচার করত। অতিরিক্ত অত্যাচারের ফলে তারা মারাও যেত।

২. নো ম্যানস ল্যান্ডের রহস্য:
বাংরাও নামের গ্রামটি আমাদের কাছে একেবারেই অজানা। গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। এখানে কিছু অদ্ভুত ঘটনা রয়েছে যার কোনো ব্যাখা পাওয়া যায়নি। দিনের বেলাতে বার্কিং ডিয়ার আর ভাল্লুকের ডাকের শব্দ ভেসে আসে। কাছের মুরং গ্রামের আদিবাসীদের মতে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাৎ করে বনের ভিতর রহস্যময় কিছু শব্দ শুনতে পায় তারা। শিকারী এবং কাঠুরীরা আওয়াজটা শুনলেই সবাই যে যার মত দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায় বা যে সব কাঠুরে একা থাকে তারা বের হতে পারে না। যারা পিছনে পড়ে বা দলবদ্ধভাবে থাকতে না পারে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ। এ রহস্যময় মৃত্যুর কোন ব্যাখা মেলেনি।

৩. আলিয়াপুর:
চুয়াডাঙ্গার আলিয়াপুর নামক গ্রামে নাকি প্রতি আমাবস্যায় রাত ১২-৩টা পর্যন্ত একদল কুকুর দলবেঁধে গ্রামটি ঘিরে চক্কর দেয়। অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। আশ্চর্যের বিষয় হলো, তারা শুধুমাত্র প্রতি অমাবস্যার রাতেই উপস্থিত হয়। কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। তাদের মাঝে

লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে!
29/09/2024

লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে!

29/09/2024

With Jamuna Sports – I just got recognized as one of their top fans!

Address

Hatimara Road, Kasimpur
Gazipur
TRAFFICJAM

Alerts

Be the first to know and let us send you an email when Konabari Blood Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Konabari Blood Life:

Share