S M News TV

S M News TV S M Media Group Under News Agency

19/03/2025

মেয়ের প্রতি অতুলনীয় ১০ উপদেশ পিতার

হজরত উম্মে ইয়াস। হজরত উমামা বিনতে হারেছ রাদিয়াল্লাহু আনহার মেয়ে। বিয়ের পর স্বামী বাড়ি যাওয়ার আগে মেয়ের প্রতি অতুলনীয় ১০ উপদেশ দিয়েছেন।

যা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। বাস্তব জীবনের সব নারীর জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা।

মেয়ে উম্মে ইয়াসের বিয়ের পর বিদায়ক্ষণে মা হজরত উমামা বিনতে হারেছ রাদিয়াল্লাহু আনহা অশ্রুসিক্ত নয়নে পরম মমতায় উম্মে ইয়াসকে কাছে টেনে নিয়ে জীবনঘনিষ্ঠ কিছু উপদেশ দেন। তিনি বলেন, ‘হে আমার প্রিয় মেয়ে! তোমাকে আমি ১০টি নসিহত করছি। এগুলো তুমি খুব ভালো করে স্মরণ রাখবে।

তাহলো-
- সব সময় অল্পতেই সন্তুষ্ট থাকবে! অল্পেতুষ্টি ও পরিতৃপ্তিকে সবর্দা নিজের সঙ্গী বানিয়ে নেবে।

- যে কোনো আদেশ পালন করার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখবে।

- যেসব স্থানে সচরাচর চোখ যায় সেদিকে তুমি সতর্ক দৃষ্টি রাখবে! আর দুর্গন্ধযুক্ত স্থানের দিকে বিশেষভাবে খেয়াল রাখবে! যেন তোমার অপ্রীতিকর কোনো কিছু তার চোখে না পড়ে এবং কোনো দুর্গন্ধ যেন তার নাকে না যায়।

- সে যখন খেতে বসবে, তুমি যত্মসহকারে তার তদারকি করবে। আর তার ঘুমের সময় যথাসম্ভব শান্তভাব ও নীরবতা বজায় রাখবে। কারণ, ক্ষুধা মেজাজের মধ্যে উষ্ণতা সৃষ্টি করে আর ঘুমের অভাব ক্রোধের উদ্রেক করে।

- তার ঘর-বাড়ি ও ধন-সম্পদ আন্তরিকভাবে সংরক্ষণ করবে। নিজের ও পরিবারের প্রতি খুব যত্নশীল হবে। কারণ, ধন-সম্পদ সংরক্ষণ করতে পারা উত্তম ব্যবস্থাপনার পরিচায়ক। আর নিজের ও পরিবারের প্রতি যত্ন নিলে নিজের অবস্থান সুদৃঢ় হয়।

- স্বামীর গোপন কথার হেফাজত করবে। সে হয়ত তোমার কাছে তার একান্ত গোপন কথা বলবে। তুমি কখনও কোনো অবস্থাতেই তার সে গোপন কথাগুলো কারো কাছে প্রকাশ করবে না। যদি প্রকাশ কর, নিজের বিশ্বস্ততা হারাবে।

- যদি সে তোমাকে কোনো কাজের আদেশ করে তৎক্ষণাৎ সেটা পালন করার চেষ্টা করবে। তার কোনো আদেশ অমান্য করো না এবং তার কোনো হুকুমের অবাধ্য হয়ো না। যদি তার অবাধ্য হও, সে ক্রোধান্বিত হয়ে তোমার সঙ্গে বিরূপ আচরণ করবে।

- স্বামীর বিষন্নতার সময় সমবেদনা প্রকাশ করবে। তার যখন হৃদয় ভঙ্গ বা মনোক্ষুন্ন থাকবে; সে যখন বিষন্ন থাকবে তখন তুমি তার সামনে আনন্দ ও খুশি প্রকাশ করো না। এটা খুবই গর্হিত একটা অভ্যাস। আবার সে যখন আনন্দিত ও খুশি থাকবে, তখন তুমি তার সামনে গোমরামুখ ও বিষন্ন থেকো না। কেননা এতে সে ভীষণ বিরক্তি বোধ করবে।

মৌলভীবাজারের লাউয়াছড়া ফটকের সামনে ‘সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার’ এমন লেখ...
09/09/2023

মৌলভীবাজারের লাউয়াছড়া ফটকের সামনে ‘সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন, সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার’ এমন লেখা জনসচেতনতামূলক ৫০ বিলবোর্ড স্থাপনের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার।

এস.এম. জালাল উদদীন: শ্রীমঙ্গলে জীববৈচিত্র্যে সমৃদ্ধ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস...

09/09/2023

আলোকিত প্রতিদিন, ছাপা সংস্করণ, শনিবার, ৯ সেপ্টেম্বর-২০২৩ খ্রী:

09/09/2023
07/09/2023
07/09/2023

জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মৌলভীবাজার জেলার যেকোন সংবাদের তথ্য আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমেইল/মেসেঞ্জারে দিয়ে সহযোগিতা করুন। আলোকিত প্রতিদিন সকল সংবাদের বিশ্বস্ত সেরা দৈনিক।

এস. এম. জালাল উদদীন
মৌলভীবাজার জেলা প্রতিনিধি
দৈনিক আলোকিত প্রতিদিন।

জুড়ী উপজেলার অতি প্রাচীন একটি হাট। কূচাইর বাজার।
21/06/2023

জুড়ী উপজেলার অতি প্রাচীন একটি হাট। কূচাইর বাজার।

12/06/2023

সভাপতি: এস. এম. জালাল উদদীন,সম্পাদক: নাজমুন নাহার হোসনা হাকালুকি নিউজ ডেক্স: বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ...

12/06/2023

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M News TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share