অপূর্ণতা - OpurnotA

অপূর্ণতা - OpurnotA সামু শুনছো ..?😅
তোমাকে ভুলে যাওয়ার ক্ষমতা হোক..!💔😞
(2)

24/07/2025

ভাঙ্গা মন পরিবারের টেনশন পরিবর্তিত আপন জন অনিশ্চিত ভবিষ্যৎ কি হবে কিচ্ছু জানি না কিন্তু তবুও একটা ভরসা আছে ইনশাআল্লাহ এক দিন সব ঠিক হয়ে যাবে ......! 🙂🖤

02/07/2025

-সে বলে ছিলো যেভাবেই হোক আমাকেই নাকি লাগবে তার, যখন আমি বললাম নিজের করে নিয়ে নাও, তখন-ই সে দূর থেকেও বহু দূরে সরতে থাকলো.!😞🌸

23/06/2025

যারা আপনায় ছাড়া ভালো থাকে, তাদের ভালো থাকতে দিন। তাদের বিরক্তের কারণ হতে যাবেন না। নিজের মতো থাকুন, ভালো থাকবেন। অন্যথায় কষ্ট পাবেন।

14/06/2025

একটা মানুষ'কে দূর থেকে প্রচুর মিস করি!🖤

13/06/2025

দুঃখের কোনো ভাগ বণ্টন নেই,
এটি সম্পূর্ণ একান্তই আপনার।😊

11/06/2025

অপরিচিতই ভালো ছিলাম আমরা,পরিচিত হয়ে আবার অপরিচিতর মতো থাকা এটা খুব জ' ঘন্য অনুভূতি ভাই!🖤

10/06/2025

~যে পরিমাণ মাংস খাইছি, সেটা হোটেলে খাইলে যে বিল আসতো।তা দিয়া মালদ্বীপ ট্যুর হইয়া যাইতো। 🥱😅

09/06/2025

আমার অভিমান ভীষণ তিব্র হয়, ঝড়ের গতির মতো এলোমেলো করে দেয় সবকিছু। আমি খুব প্রিয় জিনিসও ছেড়ে দিতে পারে নিঃশব্দে, নির্বাক্যে।

09/06/2025

কেউ একটু খবরও নিলো না, যে দাঁতের ফাঁকে আটকে যাওয়া মাংস বের করতে পেরেছি কিনা।

06/06/2025

গতো কোরবানি ঈদের আগের রাতে ছেলেটা মেয়েটাকে বলেছিলো 'কাল কিন্তু খুব একটা কথা হবে না আমাদের! বিজি থাকবো তো গরু নিয়ে!'

জবাবে মেয়েটা বলেছিলো 'কাজ তুমি একা করো না কিন্তু হ্যাহ! আমিও করি! আমিও কাল বিজি থাকবো!'

একথা সেকথা বলতে বলতে তাদের ঈদের আগের রাত পার হয়েছিলো। তারা হয়তো ভেবেও রেখেছিলো 'তারা একই সাথে একই বাসায় ঈদ পালন করবে!'

বছর ঘুরতেই আগামীকাল আবার কোরবানির ঈদ। মেয়েটা এখন জানেনা ছেলেটার খবর৷ ছেলেটাও হয়তো জানেনা! কেউ ই জানেনা কারো খবর! আমাদের জীবনে মানুষজন আসে,সারাজীবন থাকার প্রতিশ্রুতি দিয়ে এক বছর পার হবার আগেই কোন না কোন কারনে হারিয়ে যায়!

মানুষ গুলো হারিয়ে গেলেও তাদের বিশেষ বিশেষ স্মৃতি গুলো ফিরে আসে! সেইসব স্মৃতি আমাদের জানিয়ে দেয় 'মানুষ টা আর নাই!'

আমরা তাদের ভুলে যাওয়ার চেষ্টা করি। তবুও তারা ফিরে ফিরে আসে! আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারিনা৷ তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে। কিবোর্ড চেপে সেই মুখস্থ প্রিয় নাম্বার টায় মেসেজ লিখতে বসি, 'ভালো আছো? কি করছো? কি করবা কাল সারাদিন? ফ্রি হবা কখন কাল? কথা বলবো!

06/06/2025

আপনি 'রাগ' করে আপনার 'বিশেষ মানুষ' এর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন আর আপনার সেই 'বিশেষ মানুষ' বুঝেও নাই আপনি যে রাগ করছেন কিংবা বুঝেও পাত্তা দেয় নাই!
ব্রো! তুমি দুনিয়ার সবচেয়ে 'অসহায়' মানুষ! রাগ করে লাভ নাই! রাগের দাম দেওয়ার মানুষ নাই! ❤️

05/06/2025

: Eid Mubarak to all my Muslim brother’s and sister in Islam ☪️

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপূর্ণতা - OpurnotA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share