
14/04/2025
এই গ্রীস্মে ছোট বেলায় প্রতিদিন (প্রায়) সকালে আউশ/ আমন ধানের পান্তা খেতাম, বেশ মজাই লাগতো। ইলিশ হতো সপ্তাহন্তে, সাইজের কথা নাহয় না-ই বললাম। তবে এই শহুরে জীবনে বছরান্তে এক বার খাওয়া হয় সেই পান্তা। তবে আউশ / আমনের সেই স্বাদ আর নেই, তাই দেশে ধান না থাকলেও বাজারে চাউল পাওয়া যাই মিনিকেট নামে তাই দিয়েই চালিয়ে দিলাম। একেবারে মন্দ নয়; মন্দ হলেই বা কি তা বলার উপায় আছে? ঘরেতো থাকা লাগবেই! তবে সেই আগের সাইজের ইলিশ কেনার সাধ থাকলেও সাধ্য আছে ক'জোনার? আমিও তার ব্যাতিক্রম নয়। তাই অতি যত্ন করে ছবি তুলে ওয়ালে রেখে দিলাম। সামনে বছর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে FB মনে করিয়ে দিবে, বাছাধন গতবছর তো ফ্রিজের ইলিশ দিয়েই চালিয়ে দিয়েছিলে ; এবার কি পুটিও কিনতে পেরেছো???
নববর্ষে আসুক নতুন প্রেরণা,
উন্মোচিত হোক নতুন সম্ভাবনা।
শুভ বাংলা নববর্ষ-১৪৩২