Saif Bin Shafiq

  • Home
  • Saif Bin Shafiq

Saif Bin Shafiq সাফল্যের পথে সবাই তোমায় উপহাস করবে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিবে না।
সো নিজেকেই লড়তে হবে।

03/02/2025
03/02/2025

#نصيحة

تلقي العلم عن الأشياخ
قيل: «من دخل في العلم وحده؛ خرج وحده»؛ أي: من دخل في طلب العلم بلا شيخ؛ خرج منه بلا علم، إذ العلم صنعة، وكل صنعة تحتاج إلى صانع، فلا بد إذًا لتعلمها من معلمها الحاذق.

.

18/05/2024

গায়রত ও আত্মমর্যাদাবোধ মুমিনের অমুল্য সম্পদ। এই সম্পদ হাড়িয়ে গেলে দুনিয়াতে মুমিনের স্বাতন্ত্র ও স্বকীয়তাবোধ বলতে কিছুই বাকি থাকবে না। তখন আমরা পড়বো চরম পর্যায়ের অস্তিত্বের সংকটে। এই সংকট এখনই আমাদের গ্রাস করে নিতে চাচ্ছি। তাই সবাইকে বলব নিজের গায়রতকে সবাই হেফাজত করুন এবং ঈমানী গায়রতের চর্চা আরো বাড়িয়ে দিন। এই গায়রতই দুনিয়াতে আপনার প্রভাব সবার মধ্যে বিস্তার করবে।

18/05/2024

আজকে দুনিয়ায় মানব প্রজন্ম ধ্বংসের রীতিমতো মহড়া শুরু হয়েছে। পুরুষের পুরুষত্ব নিয়ে পুরুষকে কটাক্ষ করা হচ্ছে। নারীর নারীত্বকে ছুড়ে ফেলতে নারীকে প্রকাশ্যে আহবান করা হচ্ছে।
যখন সময় আল্লাহর দুশমনদের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত এবং তৈরি করার, তখনই আমরা আত্মবিনাশী বিভিন্ন বিচ্যুতি ও পদস্খলনের সহজ শিকারে পরিণত হয়ে যাচ্ছি।
আজকের যুবকেরা আর তারিক বিন যিয়াদ ও মুহাম্মদ বিন কাসিমকে চেনেনা। তারা চেনে দুনিয়া মাতানো রঙিন ও নোংরা জগতের নানা তারকা আর সেলিব্রেটিদের। যে যুবকের মধ্যে ঈমানী চেতনা ও সত্যকে ধারণ করার প্রবল সংকল্প বিদ্যমান থাকবে, সে আজকে কানে দুল লাগিয়ে হাফপ্যান্ট করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায় রাস্তায়। আর দাবি তুলছে, আমার শরীরটা পুরুষের মতো হলেও আমার মনটা নারী আমাকে নারী হওয়ার অধিকার দাও। যে যুবতীর আজকে নিজের গর্ভে সালাউদ্দিন আইয়ুবী আর মুহাম্মদ আল ফাতিহের মত বীরশ্রেষ্ঠ সন্তান ধারণ কথা, সে আজকে গর্ভে ধারণ করছে প্রেমিকের সাথে অবৈধ নষ্টামির ফসল হারামজাদা।
এসবই কি দেখার বাকি ছিল???
এমন ভঙ্গুর ও চরিত্রবিনাশী মানব প্রজন্ম নিয়ে মানব সভ্যতা কিভাবে অগ্রসর হবে??? কিভাবে দুনিয়ায় সততার আলোর বিস্তার ঘটাবে??? আজকে সবার সামনে এই প্রশ্ন রেখে গেলাম।

18/05/2024

এক মলাটে তিন জামাতের মূল থিম ও চেতনা তুলে ধরা হলো।
সবাই এখন চিন্তা করে দেখেন কোন চেতনা তার সাথে মিলে। তখন তিনি আস্তে করে সেই কাতারে চলে যাবেন।
সেকুলার: তা-গুত যা বৈধ করেছে তাই কেবল বৈধ, যা অবৈধ করেছে তাই কেবল অবৈধ। বিপরীতটা করলে তা সর্বোচ্চ মৃত্যুদন্ড যোগ্য অপরাধ! গণহত্যা যোগ্য অপরাধ!

খারিজী: আমার দল যা জায়িজ মনে করে, তা নাজায়িজ ভাবলে অথবা যা নাজায়িজ মনে করে, সেটাকে জায়িজ ভাবলে - সেটা রিদ্দাহ। আমারা যা বলি তাই দ্বীনের জরুরী বিষয়। অর্থাৎ আমাদের ইজতিহাদও নসের মর্যাদা সম্পন্ন। তাই আমাদের বিরুদ্ধাচারণ তো দূরের কথা, আমাদের সাথে মতবিরোধ মানেই সেটা ইরতিদাদ। যারা তা করবে, তাদের জান-মাল, মান-সম্মান সব নষ্ট করা আমাদের জন্য ওয়াজিব!

আহলুস সুন্নাহ: আল্লাহ যা হারাম করেছেন তা হালাল মনে করলে, কিংবা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম মনে করলে তা কুফরে আকবর হবে। এরকম ব্যক্তি কা-ফির হয়ে যাবে, যদি না তার অজ্ঞতা, কিংবা বাধ্যকরণের ওজর থাকে। ওজর পাওয়া না গেলে তাকফির করতে হবে দায়িত্বশীলদের। তাকে বিচারের মুখোমুখি করতে হবে, এবং সর্বাবস্থায় তাকে তওবা করে এসব থেকে ফিরে আসতে হবে। নতুবা দুনিয়াতে যথাযথ কর্তৃপক্ষকে তার মৃত্যুদন্ডের শাস্তি দিতে হবে, এবং এরকম ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকবে।

19/03/2024

আধুনিকতা ও মর্ডানিজমের প্রতি কিছু লুকিয়ে অভাবিত দুর্বলতা ও ঝোঁক আছে। আমাদের অনেকেই আজও আদর্শ ও নৈতিকতার মানদন্ড হিসেবে চেতনা কিংবা অবচেতনে পশ্চিমকে ধারণ করে বসে আছে। আমাদের শিক্ষায়, কালচারে, ঐতিহ্যে সব জায়গায় পশ্চিমের একটা প্রচ্ছন্ন প্রভাব দিন দিন প্রকট আকার ধারণ করছে। এটা যেন নিকৃষ্ট ও নিচু জাতের কোন সমাজের উৎকৃষ্ট ও উঁচু জাতের মতো হবার এক অতৃপ্ত বাসনা।
কিছু লোক আছে দেখবেন যারা সিনেমার এক্টরদেরকে এমনভাবে ফলো করা শুরু করে ওদের হেয়ার কাটিং, চুলের স্টাইল, পোশাক আশাকের ফ্যাশন, কথা বলা কিংবা হাঁটার ঢং, সবকিছুতেই তারা অনুকরণ প্রিয় হয়। এই লোকগুলো সারা জীবন অনুকরণ করেই যায়। অনুকরণ করতে করতে এক পর্যায়ে নিজেদের আপন স্বাতন্ত্র কিংবা স্বকিয়তাবোধ কেই তার হারিয়ে ফেলে। এই লোকগুলোর উদাহরণ ছাগলের তিন নাম্বার বাচ্চার মত। যে না ঠিক মতো দুধ খেতে পারে, আর না দুধ খাওয়া বাচ্চাদের সাথে ফাইট করতে পারে উল্টো সে সবার সাথে লাফালাফি আর নাচানাচি করে যেন সে খুব খুশি।

19/03/2024

ক্ষুদ্র কিছু ভাবনা
আমরা চারপাশের সবকিছু বদলে দিতে চাই। এটা কেন পরিবর্তন হয় না, সেটার রদবদল কেন হয় না এসব নিয়ে আমাদের মনে জমে থাকে প্রচুর রাগ ও আবেগ। আমাদের গল্পের আসর, আড্ডা বাজি, চিন্তা-ভাবনা, উৎকণ্ঠা ও অস্থিরতা সারা দিন এসব নিয়েই চলে যায়।
কিন্তু দিনশেষে আমি যেখানে ছিলাম সেখানেই রয়ে যাই। আমি নিজেই নিজেকে বদলাই না। বদলানোর কোনো ফিকির করি না। নষ্টামীর এই সমাজকে পরিবর্তনের এক গোলকধাঁধায় আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলি।
এই রকম ফ্যান্টাসি ও কল্পনার জগতে বাস করে তো দীন প্রতিষ্ঠা করা যাবে দীন প্রতিষ্ঠা করার জন্য কিছু সাহসী ও উদ্যোমী একটা তরুণ প্রজন্ম লাগবে।
তাই আগে নিজেকে নিয়ে ভাবি নিজের ইসলাহ ও সংশোধনের ফিকির করি। সাথে সাথে উম্মাহ নিয়ে ফিকির করার চেষ্টা করি।

15/03/2024

ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে গঠিত একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান
“ইলমে ওহীর পাঠশালা
ক্যাডেট মাদ্রাসায়”
প্লে থেকে ২য় শ্রেণী পর্যন্ত
ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
আমাদের বৈশিষ্ট্য সমূহঃ
১. মনোরম ও নিরিবিলি পরিবেশের পাঠদানের ব্যবস্থা।
২. সুযোগ্য ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত।
৩. দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে আলাদাভাবে পাঠদানের ব্যবস্থা।
৪. ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল ও আধুনিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ।
৫. সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা।
৬. অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ।
৭. আমল ও আখলাকের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।
৮. শিক্ষার্থীদের কে জেনারেল ও আধুনিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআনের উপযোগী করে গড়ে তোলা।

সার্বিক তত্ত্বাবধানে
ইলমে ওহীর পাঠশালা
(বয়স্ক মাদরাসা)
ঠিকানাঃ ৩ নং ব্রীজ সংলগ্ন পূর্ব ভেড়ামারা, ভেড়ামারা, কুষ্টিয়া।
যোগাযোগঃ ০১৭৩৪-৮৮৩০৫৬, ০১৮৬৩-৭০৪৫৩২।

Address


Telephone

+8801308193852

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saif Bin Shafiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saif Bin Shafiq:

  • Want your business to be the top-listed Media Company?

Share