04/12/2021
Free entrepreneurship training for women online Apply Link:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdl_ShGRzmFMwvr_-cIcsIsLfis4m_9_2ParS9BYyL9ohVjlw/viewform?usp=pp_url
প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (সম্পূর্ণ বিনামূল্যে)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন Skills for Employment Investment Program (SEIP)-Tranche-3 এর আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিডব্লিউসিসিআই) এর তত্ত্বাবধানে এবং বিজিআইএফটি (BGIFT) এর মাধ্যমে আগ্রহী নারীদের উদ্যোক্তা তৈরী ও উন্নয়নের লক্ষ্যে ৩ মাস মেয়াদী (৬০ কর্ম দিবস)
১। ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলমমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট এবং আইটি ফ্রিল্যান্সিং এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কোর্সে (অনাবাসিক) সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। আগ্রহী ও উপযুক্ত নারী প্রার্থীদেরকে নিম্নো ল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আগামী 10 -12-2021 এর মধ্যে আবেদন করতে হবে।
ক্লাশ শুরু সকাল ১০টা থেকে দুপুর ২টা
(৪ ঘন্টা প্রতি দিন, সপ্তাহে ৫ দিন)
বিজিআইএফটি (BGIFT), চন্দনা, চৌরাস্তা মোড়, সদর, গাজীপুর।
সুবিধাসমূহঃ
• প্রশিক্ষণ কোর্স গুলি সম্পূর্ণ বিনামূ্ল্যে;
• প্রশিক্ষণার্থীদের কম পক্ষে ৮০% উপস্থিত থাকতে হবে;
• প্রশিক্ষণার্থীদের সফলভাবে প্রশিক্ষক শেষে এককালীন দৈনিক যাতায়াত বাবদ ১০০ টাকা এবং টিফিন বাবদ ৫০ টাকা প্রদান করা হবে;
• প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে;
• কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়ন বা কর্মসংস্থানে সহায়তা করা হবে;
• কৃতকার্য প্রশিক্ষণার্থীদের ব্যবসা উন্নয়নও প্রসারে ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করা হবে।
শর্তসমূহঃ
• সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর এর নারী;
• ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলমমেন্ট এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণে কমপক্ষে এস.এস.সি এবং আইটি ফ্রিল্যান্সিং এন্ড এন্টারপ্রেনারসিপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণে এইচএসসি পাশ;
• আবেদন ফর্মে যোগাযোগের জন্য প্রথম যে মোবাইল নম্বর দেয়া হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিষ্ট্রিকৃত সিম হতে হবে;
• প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
• নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নিতে ও সম্পন্ন করতে প্রশিক্ষণে ১০০% উপস্থিত থাকার আগ্রহী হতে হবে;
• সংখ্যালঘু/ক্ষুদ্র নৃগোষ্ঠি/ প্রতিবন্ধী/বিধাব নারীদের অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে;
• যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক, সেহেতু যারা নিয়মিত এবং সময়মত অর্থাৎ পুরো মেয়াদে প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবেন, শুধুমাত্র তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করা হচ্ছে;
• প্রশিক্ষণের জন্য প্রার্থী বাছাই, কোর্সে অংশগ্রহণের সময় সূচি নির্ধারণ ও অন্যান্য সম্পর্কিক সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
আবেদন ফর্ম এর সাথে প্রয়োজনীয় কাগজ পত্র:
• সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি;
• জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;
• সকল শিক্ষাগত সনদপত্রের ফটোকপি (এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে)
1. IT freelancing & Entrepreneurship Development 2. Fashion Design product development & Entrepreneurship Development Supported By Bangladesh women chambers of commerce industry (BWCCI) Skill for employment investment program (SEIP)