05/05/2025
“তোমার আম্মু পঁচা আম্মুকে বকে দিবো,মেরে দিবো!” — মজা করে বললেও শিশুর মনে কী প্রভাব ফেলে জানেন?
আমাদের অনেকেরই অভ্যাস আছে—
মা বাচ্চাকে শাসন করলে সাথে সাথে বলে ফেলা,
“তোমার আম্মু পঁচা!”
“আম্মুকে বকে দিবো!”
মজা করে বলি, আদর করে বলি!!আমরা ভাবি, এতে কীইবা আসে যায়?
কিন্তু আসলে আসে।এই একটা লাইন শিশুর মনে তার মায়ের সম্মান নিয়ে প্রশ্ন তুলতে পারে!!!😔
শিশু যখন দেখে মা তাকে শাসন করেছে,
আর তার সবচেয়ে কাছের কেউ—হয়তো বাবা, দাদা, খালা বা নানু — তার মাকে 'পঁচা' বলছে, তখন তার মাথায় কনফিউশন তৈরি হয়।মনে করে তার মা ভুল,আর বাকি সবাই ঠিক!!
সে নিজেকে প্রশ্ন করতে থাকে মা কি আমার ভালো চায়?
যিনি আমাকে ভালোবাসেন, তিনি কি সত্যি 'পঁচা'?
আমি কি তাকে শ্রদ্ধা করবো? না করবো না?
এই দ্বন্দ্ব শিশু নিজের মনে রাখে।
বলে না, কিন্তু সেটা ওর বিশ্বাসে গেঁথে যায়।
পরবর্তী সময়ে শাসন মানেই তার কাছে খারাপ কিছু মনে হয়।সে ভাবে,সে যা করছে তাই ঠিক,মা যা বলছে তাই ভুল!!
আমরা সবাই জানি, মা কখনো তার সন্তানের খারাপ চায়না! এই ধারণাটা সন্তানের মনেও যেনো ধারণ করে রাখে তাই মা শাসন করার সময় মায়ের সিদ্ধান্তকে সম্মান করুন।মা শাসন করলে বলুন, "মা ঠিকই বলেছে।
শিশুর সামনে এই ধরনের নেতিবাচক মজা এড়িয়ে চলুন।
মজার ছলেও ‘পঁচা’, ‘বকা দেবো’, ‘খারাপ’ শব্দগুলো এড়িয়ে চলুন।
আপনার যদি মনে হয় মা ভুল করছে বা শাসন করা ঠিক হচ্ছেনা তারপরেও সন্তানের সামনে চুপ থাকুন।বরং সন্তানের সামনে বলুন মা তোমার ভালো চায়, তাই শাসন করেছে।
মা কে কিছু বলতে হলে আলাদা করে বলুন,সন্তানের সামনে নয়!!
এতে করে সন্তানের মনে সবার জন্য সমান সম্মান থাকবে।❤️
শিশুদের শেখানোটা শুধু বই আর স্কুলেই সীমাবদ্ধ না,
আমাদের প্রতিটি আচরণ—প্রতিটি শব্দ—তাদের মন গড়ে তোলে।
তাই, আজ থেকে একটু খেয়াল করি?
ভালোবাসার নামে যেন আমরা সম্মান নষ্ট না করে ফেলি!
#ফলোয়ার্স ゚