Freelancing Tutorial

Freelancing Tutorial মানুষ তাই পায় যা সে চেষ্টা করে- আল কুরআন
💼Freelancer
💻Digital Marketer I Would Like to say Something about myself.

First of all, this is Arifur Rahman I Am Currently 33 Years, I am from Comilla. My Father is a Business man And My Mother is a Home Maker I am a Freelancer work in Bangladesh, I am Married. My favorite's sports are Cricket, My favorite's colors are Black & White, I like reading books, listening to music, watching television, reciting the holy Quran and traveling new places in my free time, I want to be good Freelancer & entrepreneur in future.

06/06/2024

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু!
নিরীহ মানে তুমি দুর্বল !
সৎ মানে তুমি বোকা!
আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু !!

একজন মানুষের সাথে কথা না বললে বা না মিশলে আপনি কখনোই বুঝতে পারবেন তার ভিতরে কি চলে বা চলতে পারে সাবধানে মানুষের সাথে চলা...
05/06/2024

একজন মানুষের সাথে কথা না বললে বা না মিশলে আপনি কখনোই বুঝতে পারবেন তার ভিতরে কি চলে বা চলতে পারে সাবধানে মানুষের সাথে চলা ফেরা করা উচিত না হয় পস্তাতে হবে সিউওর। সত্যি বলতে মানুষের বাহ্যিক অংশ দিয়ে কখনো বিচার করা যায় না ।
মানুষের মন অনেক নিকৃষ্ট ।

31/05/2024

মিথ্যা, অহংকার, তেলবাজি আর গ্রুপিং করা ছেড়ে দিয়ে ভালো ভাবে কাজ করুন সাফল্য এমনিতেই আসবে । যে কাজে মিথ্যা, অহংকার, তেলবাজি আর গ্রুপিং যুক্ত করবেন সে কাজে কখনোই সাফল্য আনা সম্ভব না ।

প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে চান? তাহলে এই ওয়েবিনারটি আপনার জন্যই। 😍🔴 আগামী ১৭ মে , শুক্রবার , সন্ধ্যা ৭:৩০ মিনিটে ...
15/05/2024

প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং শিখতে চান? তাহলে এই ওয়েবিনারটি আপনার জন্যই। 😍
🔴 আগামী ১৭ মে , শুক্রবার , সন্ধ্যা ৭:৩০ মিনিটে ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে।
ক্লাসটিতে যা যা পাচ্ছেন-

✅ ডিজিটাল মার্কেটিং কীভাবে শিখবো ?
✅ ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি ?
✅ আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সে কি কি পাবো ?

তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে।

🔰বর্তমান বিশ্বে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। ২৯শে অগাস্ট ২০২৩ তারিখের তথ্য মত...
04/05/2024

🔰বর্তমান বিশ্বে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ইনস্টাগ্রাম। ২৯শে অগাস্ট ২০২৩ তারিখের তথ্য মতে instagram এর মোট ১.৩৫ বিলিয়ন ব্যবহারকারী রয়েছে। এই বিপুল সংখ্যক ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে কোন ব্র্যান্ডের পণ্য বা সেবার প্রচার এবং প্রসার করা সম্ভব। ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল লক্ষ্য হলো ঘরে বসে অনলাইনের মাধ্যমেই অসংখ্য কাস্টমারের কাছে নিজের পণ্যের প্রচার করা। মার্কেটিং এর জন্য এখানে পণ্য বা ব্যবসা সম্পর্কিত বিভিন্ন ছবি, টেক্সট, এবং ভিডিও কনটেন্ট ব্যবহার করা হয়।

ইনস্টাগ্রাম মার্কেটিং কি? (What is Instagram Marketing)

ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার করা। ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ায় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। পণ্যের প্রচার করার সাথে সাথে ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার সম্পর্কে অ্যাওয়ারনেস বৃদ্ধি করতে পারবেন। যাতে করে কাস্টমারের সাথে আপনার সু-সম্পর্ক স্থাপন হবে এবং আপনার সেলস অনেক বৃদ্ধি পাবে।

03/05/2024

ফ্রিল্যান্সিং সেক্টর ২ টা জিনিস আপনাকে মানতে হবে কষ্ট হলেও।
১. প্রচুর ধৈর্য ধরতে হবে
২. লেগে থাকতে হবে, লেগে থাকলে সফলতা একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ।

ভয়ংকর তাপমাত্রায় স্কুল,কলেজ বন্ধ! সময় কিভাবে যাচ্ছে?  -সোস্যাল সাইট স্ক্রল করার মাধ্যমে। সময়টা কি প্রোডাক্টিভিটির মধ্যে ...
01/05/2024

ভয়ংকর তাপমাত্রায় স্কুল,কলেজ বন্ধ!
সময় কিভাবে যাচ্ছে?
-সোস্যাল সাইট স্ক্রল করার মাধ্যমে।
সময়টা কি প্রোডাক্টিভিটির মধ্যে যাচ্ছে?
না।
তাহলে সময় টা প্রোডাক্টিভিটি করি!
কিভাবে করবো?
-স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে।
যেমন : ফ্রিল্যান্সিং নিয়ে দক্ষতা, ইংরেজিতে দক্ষ হওয়া, সফট স্কিলে স্কিল হওয়া৷

✌️কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, তা বেশিরভাগ মানুষের কাছেই বেশ অজানা একটা বিষয়, কিন্তু এটা সম্পূর্ণভাবেই বোধগম্য একট...
27/04/2024

✌️কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, তা বেশিরভাগ মানুষের কাছেই বেশ অজানা একটা বিষয়, কিন্তু এটা সম্পূর্ণভাবেই বোধগম্য একটা ব্যাপার।
যেকোনো ভাবেই ফ্রিল্যান্সিং শুরু করার ব্যাপারটা কিন্তু একজন নতুন ব্যক্তির জন্যে সত্যিই কঠিন হতে পারে।
বিশেষ করে, যারা ফ্রিল্যান্সিংকে নিজের প্রধান পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, তাদের কাছে জিনিসটা জটিল মনে হতেই পারে।
তবে এটাও সত্যি যে, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০০ লাখ মানুষ ফ্রিল্যান্সিং করছেন।
তাই নতুনদের কাছেও ফ্রিল্যান্সিং শুরু করাটা মোটেও অসম্ভব কাজ নয়।
আর, আপনি যদি ফুল-টাইম ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করার কথা ভেবে থাকেন কিংবা আপনি যদি এক্সট্রা ইনকামের জন্যে একটা পার্ট-টাইম ফ্রিল্যান্স জব শুরু করতে চাইছেন,
তাহলে আপনি সঠিক পেশারই খোঁজ করছেন।
কারণ, আপনার ভবিষ্যতকে আর্থিক ও পেশাগতভাবে সুরক্ষিত করার জন্য ফ্রিল্যান্সিং সত্যিকারেরই একটা দুর্দান্ত উপায়।

25/04/2024

স্বপ্ন দেখবো আমি যেটা করতে পারবো আজাইরা স্বপ্ন দেখে লাব নাই । হেনতেন করে আপনি বাংলাদেশে থেকে চাঁদের দেশে চলে যেতে পারবো যেটা কখনোই সম্ভব না । যেটা করবো আমার যতটুকু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে ।
কাউকে স্বপ্ন দেখাবো যেটা আমি তাকে দিতে পারবো অযথা কাউকে স্বপ্ন দেখিয়ে লাব নাই । দিন শেষে ধিক্কার ছাড়া আর কিছুই পাওয়া যাবে না ।

23/04/2024

জীবনের আসল শিক্ষা হলো, কোথায় থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, সেটা বোঝা।

সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ।

20/04/2024

গরম টা ভালোই উপভোগ করছি আপনারা ও করুন ।
গরম ভাত ভালো লাগে ।
গরম তরকারি ভালো লাগে ।
গরম সব কিছু ভালো লাগে আর শরীরে গরম লাগলে সব অশান্তি এটা হতে পারে না ।
সব যেহেতু গরম গরম ভালো লাগে তাহলে ৪১ ডিগ্রি তাপমাত্রা ও আমাদের ভালো লাগ উচিত । 🥲🥲🥲🥲

আসসালামু আলাইকুম,🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন হয় ধৈর্যের। আপ...
19/04/2024

আসসালামু আলাইকুম,

🎯 দক্ষতা সবার মাঝে থাকে না, দক্ষতা অর্জন করে নিতে হয়। আবার দক্ষতা অর্জন করতে হলে প্রয়োজন হয় ধৈর্যের। আপনি যদি ধৈর্যের সীমা বাড়াতে পারেন তাহলে দক্ষতায় মনোযোগ দিয়ে দেখুন, দেখবেন আপনার দক্ষতার পরিসর বাড়তে থাকবে।〽️
💻 ফ্রিল্যান্সিং করতে গিয়ে অনেকেই ঝরে পড়ে ধৈর্য এবং দক্ষতার অভাবে।⁉️
💪 আপনার যদি কোনো কিছু শেখার ইচ্ছে থাকে, তাহলে বলবো আপনার ধৈর্য বাড়িয়ে দক্ষতার দিকে মনোযোগ দিন। আমি এটা বলতে পারি, আপনার ধৈর্য এবং দক্ষতা দুটোই কখনো আপনার সাথে বেঈমানী করবে না।💯
©️

Address

Joina Bazar, Sreepur
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Freelancing Tutorial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancing Tutorial:

Share