স্বপ্নের পৃথীবি

স্বপ্নের পৃথীবি I am simple person.who are avoid me.I love them. I have lot of dream.Allah is always with me.
(39)

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে।যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো।তাদের প্রশ্নবাণে ক্ষত-বিক্...
09/13/2025

আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে।যারা কোনো বিবাহিত মেয়েদেরকে বিয়ের পর থেকে শুরু করে জ্বালানো।
তাদের প্রশ্নবাণে ক্ষত-বিক্ষত করে একটা অসহায় দম্পতিকে।তাদের আলাপ শুরু হয় এটা দিয়ে....
"কি রে সুখবর কবে দিবি"
মিষ্টি কবে খাবো?(না মানে মনে হয় জীবনে কখনো মিষ্টি খায়নি)।
তারপর শুরু হয়।
"খেয়ে খেয়ে এতো মোটা হয়েছিস এরপর তো বাচ্চা নিতে সমস্যা হবে"
নাকি হচ্ছে না?
নাকি নিচ্ছিস না।
তোর বিয়ে আর আমার অমুকের বিয়ে তো বেশি দিন আগে পরে হয়নি।অমুকে ছেলে/মেয়ে স্কুলে যাওয়া শুরু করেছে তো।
"বিয়ের এত বছর হয়ে গেলো তাও বাচ্চা হচ্ছে না?"
শুধু কি স্বামী-স্ত্রী মিলে সংসার হয় নাকি?
বাচ্চা নাহলে সংসার হয় না।

তারচেয়ে ভয়ংকর কথা এটা,যে তোর সমস্যা না তোর হাজবেন্ডের?

এগুলো যে বলে বেড়ান যাকে বলেন কখনও ভেবে দেখেছেন সেই দম্পতিটা লাস্ট কতদিন বাবুর জন্য চেষ্টা করছে।যাকে ভাবছেন ঘরে বসে খেয়েদেয়ে মোটা হচ্ছে সে হয়তো শরীরের হরমোনাল কোনো সমস্যার জন্য কনসিভ করতে পারছে না।অথবা শারিরীক দিক দিয়ে এখনো ফিট নয় এজন্য কনসিভ হচ্ছে না।সবার লাইফের লক্ষ্য তো এক হয় না।সবার জীবনচক্র এক হয় না।

একটা বিবাহিত দম্পতির সংসারে বাচ্চা দরকার কখন সেটা একমাত্র তাদের সিদ্ধান্ত আপনি আমি বা কোনো থার্ড পার্সন এ বিষয়ে মতামত দিতে পারে না।
আর রইলো শারিরীক সমস্যা এটা থাকতেই পারে কিন্তু তাঁকে ডিরেক্ট ফোর্স করতে পারেন না।তার সংসার,বাচ্চা পুরোটা তার বা তাদের দুজনের ব্যক্তিগত।

শেষমেশ এতটুকু বলতে চাই যদি জানেন কোনো বিবাহিত মেয়েকে বাচ্চা কবে নিবি বলার স্পর্ধা দেখান তাহলে একশো বার ভাববেন যে কাকে বলছি?
কেন বলছি?
খুব দরকার কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানো।

একটা মেয়ে দেরীতে মা হওয়া নিয়ে যতটা ভয়ে থাকে তার চেয়ে ঠিক হাজার গুণ ভয়ে থাকে আপনাদের মতো মানুষদের কথা ফেস করতে হয় বলে।

প্লিজ একটু সহজ হোন।মানুষের স্বাভাবিক জীবন অস্বাভাবিক না করার অনুরোধ থাকলো 🙏

09/06/2025

Assalamuolikum all

08/14/2025

হতাশা,শূন্যতা, বিষন্নতা,ছটফট করা,মন খারাপ,খিটখিটে মেজাজ,মাথা ভর্তি চিন্তা,সব মিলিয়ে আজ আমি ভিষন ভাবে ক্লান্ত😩

08/14/2025

হে আল্লাহ কেউ না যানলেও তুমি তো জানো।
কতোটা কষ্ট লুকিয়ে সারাদিন হাসি খুশি থাকি সবার সাবনে।

আমি আর মানুষের কথা নিতে পারছিনা
আল্লাহ আমার ধৈর্য্য শক্তি আরো বাড়িয়ে দাও...💔🤲

08/14/2025

হটাৎ করে অসহায় লাগার ব্যাপারটা সত্যি শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো!!!
যা কাউকে বলে বোঝানো সম্ভব না!!!
🥲💔

07/25/2025

Good morning

Address

Bodbajar
Barishal, CA

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্নের পৃথীবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company in Barishal?

Share

Category