The Real RIYAD

The Real RIYAD Kisi ka/ki vi bhai baan saktahu, lekin kisi ki jaan nehi baan sakta. Hashtag Sakt LaunDa. ��

29/04/2023

🥺

17/04/2023

ইইই তে এসে খুব আতংকে আছি।

কারণ, যা দিনকাল পড়সে, ইইইয়ান রা কর্মক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরুক আর না মরুক, গণপিটুনি খেয়ে মরবে সিউর।

🙂💔

#বিস্তারিতঃ কম্মেন্ট বক্সে।

⚠️  #ইমোশন_দ্য_মোস্ট_ডেঞ্জারাস_ওয়েপন_০১ ⚠️আমার মতে, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কাস্টমাইজেবল ওয়েপন হচ্ছে "ইমোশন", যেটা কন্ট...
17/04/2023

⚠️ #ইমোশন_দ্য_মোস্ট_ডেঞ্জারাস_ওয়েপন_০১ ⚠️

আমার মতে, পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস কাস্টমাইজেবল ওয়েপন হচ্ছে "ইমোশন", যেটা কন্ট্রোল করা (হোক নিজের অথবা অন্যের) যদি আপনি বুঝে যান, দেন ইউ আর দ্য মোস্ট পাওয়ারফুল হিউম্যান।

কাস্টমাইজেবল ওয়েপন বলার কারণ হচ্ছে যে, এই ইমোশন টা কে আপনি নিজের মত করে নানান ভাবে ইউজ করতে পারবেন, অ্যান্ড একটার চেয়ে আরেকটা, আরেকটার চেয়ে আরেকটা প্রচ্চুর ভয়ংকর হবে।

এই পোস্ট এ এমন একটা এক্সাম্পল দেই, ব্যপারটা ক্লিয়ার হবে।

ধরেন, কেউ আপনারে কোনো ভাবে একটু কষ্ট দিসে। মানে, সিম্পলিই চিন্তা করেন, একটা সহজ কথা আপনারে ত্যারা ভাবে বলে সেই লেভেলের খোচা মারসে, আর এইটা আপনার ইমোশন এ আঘাত করসে।

এখন, আপনি ২ টা কাজ করতে পারেন।

(১) সে যা বলসে, তার চেয়ে আরও কড়া একটা কথা বলে তার সেই কথার রিপ্লাই দিয়ে ইন্সট্যান্টলি খোচা টা তারে ব্যাক করে দিতে পারেন।

(২) তারে কোনো কিচ্ছু না বলে চুপ করে খোচাটা জাস্ট হজম করে নিবেন।

১ম পয়েন্ট এ আপনি উইন হইসেন মনে হইলেও আসলে আপনি আপনার ইমোশন নামের ওয়েপনটা কন্ট্রোল করতে পারেন নাই। সে আপনারে একটা বাশ দিসে, আপনিও তারে একটা বা দুইটাই বাশ দিলেন, ব্যপারটা এমন হইল। মনে হইতেসে, ব্যপারটা সল্টে গেসে। তাই না? হয়ত সল্টে গেসে, কিন্তু আরেকটু বেটার একটা খেলাও খেলা যাইত।

আচ্ছা, এবার আমাদের ছোট বেলার একটা স্মৃতি আপনাদের মনে করাই, ছোট বেলায় আমরা একটা ভুল করলে আমাদের আম্মুরা গালিগালাজ করার ওয়ে তে আমাদের একটা কথা বলত না যে, "কচু কাটতে কাটতে মানুষ ডাকাত হয়"? এর মানে আসলে কি? মানে, আপনি একটা ছোট ভুল করসিলেন (কচু কাটসিলেন), আপনারে যদি আপনার আম্মু ইন্সট্যান্ট শাসন না করত আপনি সাহস পাইতেন, ভাবতেন এটা সিরিয়াস কোনো ভুল না। ভেবে ভুল টা আবারও করতেন, এরপর আবারও করতেন, এভাবে ভুল টার রিপিটেশন হইত। অ্যান্ড ভুল করতে করতে ফাইনালি বিশাল একটা অন্যায় করে ফেলতেন যেটা থেকে আপনি আর কোনোদিনও বের হয়ে আসতে পারতেন না। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি দ্য সামারি অফ মাই সেকেন্ড পয়েন্ট। বাট, ডন্ট বি প্যানিকড, আই অ্যাম গনা রিলেট দিস থিং উইথ দ্য পয়েন্ট ডিরেক্টলি।

নাও, লেটস থিংক অ্যাবাউট দ্য সেকেন্ড পয়েন্ট, প্লিজ।২য় পয়েন্টটাই আমাদের সেই বেটার খেলা। ২য় পয়েন্ট এ আপনি তার খোচাটারে হজম করে নিসেন, তবে পেট এ না, ব্রেইন এ। সে আপনারে যাইই বলসে, চুপ করে শোনেন, কিচ্ছু বইলেন না সাথে সাথে। আর সাথে সাথে তার একটু ভালভাবে খোঁজখবর রাখেন কয়েকদিন। এতে কি হবে?

ট্রাস্ট মি, কিছু দিন পর দেখবেন, সে আপনার সাথে যেভাবে মিসবিহ্যাভ করে ছাড় পাইসে, সে তাতে বেশ ভাল রকমের একটা ওভার কনফিডেন্স পাইসে, সেই ওভার কনফিডেন্সের চোটে সে ঐ মিসবিহ্যাভ টা আরও অনেকের সাথে করসে, সেই অনেকের কাছে তার রেপুটেশন নষ্ট হইসে, ফাইনালি সে সেইম মিস্টেক টা তার এমন কোনো হাইয়ার অথোরিটির সাথে করে ফেলসে যে সে একদম লক খেয়ে গেসে।

না, এখানেই খেলা শেষ না, মজার ব্যপার এখনও বাকি। লক খাওয়ার পর সে ভাবসে যে, লক তো খেয়ে গেসি, কি করা যায়? আমি আমার লাইফে একটু পিছনের দিকে তাকাই, আমার ভাই ব্রাদারদের হেল্প নেই। কিন্তু, সে তাকিয়ে দেখে পিছনে সবার সাথেই সে এভাবেই ট্রিট করে আসছে, নিজের রেপুটেশন নষ্ট করে আসছে। দ্যাটস হোয়াই, এখন কেউই তার সাপোর্ট এ নাই।

অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট, He is really so fu**ed up.
সো, এই পুরা ব্যপারটায় আপনি করসেন টা কি? আপনার ইমোশন অ্যাজ ওয়েল অ্যাজ সেই নেগেটিভ ব্যক্তির ইমোশনকেও কন্ট্রোল করসেন। কিভাবে?

নিজের ইমোশন কন্ট্রোল করে তারে ছাড় দিসিলেন। ছাড় দিয়ে তার ইমোশনরে আপনার কন্ট্রোল এ এনে তারে আপনার মাথায় উঠার সুযোগ করে দিসেন যা কিনা লিটারারি তারে বাশ খাওয়ার পথে ধাবিত করার প্রথম পদক্ষেপ।

এই একটা কারণেই, আজকাল অনেক কিছু দেখে শুনে বুঝেও চুপচাপ থাকি। কিছুই বলি না। বিকজ, ২৩ বছরের এই জীবনে এসে ইঞ্জিনিয়ারিং এর কতটুকু শিখসি জানি না, তবে, একটু হইলেও নিজের আর এমনকি বাকি মানুষদেরও ইমোশন নামক ওয়েপন চালানোটা বেশ ভালভাবে রপ্ত করে ফেলসি। অ্যান্ড নাও, আই ক্যান রিমেইন সাইলেন্ট অ্যান্ড ফাক ইউ অল আপ, ডিয়ার। ✌️❤️

⚠️ ০.৯৩ টাকা বা ৯৩ পয়সার বুফে ⚠️গতকালকে আব্বুজির সাথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ গেসিলাম কোনো একটা কাজে।কাজ শেষ এ ভা...
17/04/2023

⚠️ ০.৯৩ টাকা বা ৯৩ পয়সার বুফে ⚠️

গতকালকে আব্বুজির সাথে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এ গেসিলাম কোনো একটা কাজে।

কাজ শেষ এ ভাবলাম কিছু খাই।

তো সোজা চলে গেলাম লিফট এর ৮ এ। লিফট থেকে বের হয়ে হাতের ঠিক বামেই একটা ফুড স্টল পেয়ে গেলাম, যেটার নাম ছিল "সালাদ লাভারস" (ডানে ঐরকম কোনো ফুড স্টল পাই নাই। আসলে, পাই নাই বললে ভুল হবে। ছিল, তবে লিফট এর ঠিক সাথে না, লিফট থেকে একটু দূরে, জাস্ট একটুউউউ)।

সেখানে খুব অ্যাট্রাকটিভ ওয়ে তে লেখা "০.৯৩ টাকা (মানে, ৯৩ পয়সা) প্রতি গ্রাম। 🤯

এখন, আপনি লেখাটা নিয়ে একটু ইন্সট্যান্টলি ভাবেন, টাইম নিয়ে ভাববেন না, কারণ, ঐখানে প্রথমবার গেলে টাইম নিয়ে ভাবা যায় না, লেখা টা ফার্স্ট টাইম পড়েই মাথায় একটা ভাবনা এনে সাথে সাথে ডিসিশন নিয়ে নেয় বেশিরভাগ মানুষ। মানে, প্রতি গ্রাম ১ টাকাও না, কত্ত চিপ, তাই না? আসলেই তো। এটাই তো ভাল। সামনে এত্তগুলা আইটেম, পুরো বুফে, বুফে মানে বুফে, লেটস জাস্ট হ্যাভ ইট। 🤤

এই পোস্ট এর লেখাটাই যেভাবে আমি বর্ণনা করলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি ঠিক এভাবেই, একদম এভাবেই ভাবসিলাম, বরং আরও ইন্সট্যান্টলি এখানেই নিজের পায়ে কুড়াল মারার মানে এখান থেকেই বুফে খাওয়ার ডিসিশন নিসিলাম।

ডিসিশন অনুযায়ী খাবার নেওয়া শুরু করলাম। এই চিকেন, সেই চিকেন, হেন চিকেন, তেন চিকেন, এটা, সেটা, এটা, সেটা, এটা, সেটা ব্লা ব্লা ব্লা। মানে চিকেন জিনিসটা আমার বেশ পছন্দের, তাই চিকেন আইটেম দিয়েই প্লেট আলহামদুলিল্লাহ ফুল করে ফেলসি।

এবার বিল পে করার পালা, আমার প্লেট এর ওজন হইসে ৯০০+ গ্রাম আর আব্বুজির ৬০০+ গ্রাম। দুইজনের টোটাল ১৫০০+ গ্রাম। প্রতি গ্রাম ০.৯৩ টাকা করে ধরে দুইজনের ১৫৮০/- 😐

জাস্ট ভাবেন, ২ প্লেট খাবার, প্লেটও না, প্যাক হয়ত বলা যায়, ঐ যে বিভিন্ন ইভেন্ট এ গরম খাবার দিলে অ্যালুমিনিয়াম এর এক ধরনের প্যাকেট এ খাবার দেয় না? ঐ পাক গুলা (আপনাদের বেটার বুঝার সুবিধার্থে আমি ঐরকম একটা প্যাক এর ছবি কম্মেন্ট বক্সে দিয়ে দিচ্ছি)।
যাই হোক, দুই প্যাক খাবার ১৫৮০ টাকা!!!
মানে, ঢাকায় ভাল ভাল বুফে যেখানে জনপ্রতি ৭০০ টাকা+, যেখানে আইটেম থাকে ৭০+, ২/৩ ঘন্টার জন্য আনলিমিটেড খাবার। আচ্ছা, আরও বেটার চাইলে ১০০০ টাকা+ হয়ত। মানে, এর চেয়েও অনেক এক্সপেন্সিভ বুফে আছে, কিন্তু ১০০০/১৫০০ টাকা এর মধ্যে যথেষ্ট স্ট্যান্ডার্ড বুফে অ্যাভেইলেবল, সেখানে ১৫৮০ টাকা দিয়ে অল্প কয়েকটা আইটেম এর মাত্র ২ প্লেট বুফে।
বিল পে করার টাইমে আমি আব্বুজির দিকে তাকিয়ে আর আব্বুজি আমার দিকে তাকিয়ে। উই আর বি লাইক "ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট, হি নিউ, হি ফাকড আপ"। আমার অবস্থা টা এক্সাক্টলি এমনই হইসিল, আর আব্বুজি আমার অবস্থা দেখে এমনভাবে হাসতেসিল। মানেএএএ, ভাই রেএএএ ভাইইই, হোয়াট আ মোমেন্ট। 😵‍💫
খাওয়া শেষ এ একজন ভদ্রলোককে মন এর অন্তস্থল থেকে স্মরণ করলাম। নাম বলব না, বললে আপনারা আবার হাহা দিবেন।

ভদ্রলোক এখানে আসলে অবশ্যই বলতেন, "অ্যাভয়েড দিস ০.৯৩ টাকা ওরফে ৯৩ পয়সার বুফে ইন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স" 🙂💔

15/04/2023

নারীই সকল অশান্তির মূল, নাহ, জীবনে আর যাই করি, বিয়ে করা যাবে না, নাহলে আমাকেও কোনো এক সময় ব্যাংক ডাকাতি করা লাগতে পারে, যা কিনা বিবাহ জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ...! 😵‍💫

14/04/2023

Just imagine..! 🤯🔥

11/04/2023

Alhamdulillah. 😌
23/03/2023

Alhamdulillah. 😌

21/03/2023

):(

20/03/2023

Boys...😁

Address

House/Holding No. : 249, Village/Road: East Enayetpur, Gobindo Bari, Post Office: Kashempur, Gazipur Sadar, Gazipur City Corporation, Gazipur
Gazipur
1346

Telephone

+8801704723328

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Real RIYAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Real RIYAD:

Share

Category