Switch On Tour & Travels

Switch On Tour & Travels One life. One world. So feel it.

10/08/2025

আগামী ১৪ই আগস্ট
@আসছে সীতাকুণ্ড ডে লং টুর

 #সীতাকুণ্ড_ট্যুর_১৫ই_আগষ্ট_শুক্রবার👌👉 মাত্র ১০৯৯/- টাকায় গাজীপুর, চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, উত্তরা, এয়ারপোর্ট, খিলক্...
09/08/2025

#সীতাকুণ্ড_ট্যুর_১৫ই_আগষ্ট_শুক্রবার👌
👉 মাত্র
১০৯৯/- টাকায় গাজীপুর, চৌরাস্তা, বোর্ডবাজার, টঙ্গী, উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত,বাড্ডা, সায়দাবাদ, যাত্রাবাড়ী থেকে আগ্রহী যে কেউ (ছেলে-মেয়ে,কাপল,ফ্যামেলী সহ যেকোন বয়সী মানুষ)জয়েন করতে পারেন আমাদের সাথে।👨‍👩‍👧‍👦

🌿 আপনার পছন্দের লোকেশন অনুযায়ী গাড়িতে উঠার ব্যবস্থা রয়েছে।🚎
🌿 আমরা মেয়ে/ফ্যামিলি/কাপলদের সর্বোচ্চ নিরাপত্তার সহিত ট্যুর করিয়ে থাকি।

🟨 দর্শনীয় স্থান সমূহ:

🌿 চন্দ্রণাথ পাহাড়
🌿 খৈয়াছড়া ঝর্ণা
🌿 গুলিয়াখালী সমুদ্র সৈকত ও
🌿 সীতাকুণ্ড

🟦 যাত্রা শুরুর তারিখ:
১৪ ই আগষ্ট বৃহস্পতিবার, রাত ৯:০০ মিনিটে🕘
🟦 যাত্রা শুরুর স্থান : গাজীপুর, চৌরাস্তা থেকে আমাদের যাত্রা শুরু।

🟩 এই প্যাকেজে যা যা থাকছে:
🟢 গাজীপুর -ঢাকা-সীতাকুন্ড-ঢাকা-গাজীপুর পর্যন্ত উন্নতমানের বড় চেয়ার কোচ নন এসি রিজার্ভ বাস।
🟢 সকালের নাস্তা ও দুপুরের খাবার।🌮🍛
🟢 সারাক্ষণ অভিজ্ঞ & দক্ষ গাইড।🎤

🟪 ভ্রমণ খরচ:
মাত্র ১০৯৯/-টাকা জনপ্রতি।
বুকিং মানি: ৫০০/- টাকা (অফেরতযোগ্য)
🟦 আমাদের অফিসে এসে অথবা বিকাশ/নগদে পেমেন্ট করতে পারেন।(বিকাশ/নগদে পেমেন্ট করলে ৫১০/-)
🟦 বিকাশ/নগদ নাম্বার:01688758766 (পার্সোনাল)

🧾 বুকিং শেষ তারিখ: আসন খালি থাকা পর্যন্ত এবং বুকিং অনুযায়ী বাসের সিট প্লান করা হবে। কোন প্রকার মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়।

📱আমাদের যোগাযোগের নাম্বারসমূহ:
01688758766 (মোঃ মামুন)

🟩 আমাদের ফেইসবুক পেইজঃ
Switch On Tour & Travels

🟩 আমাদের ফেসবুক গ্রুপঃ
Switch On Tour & Travels

🔲 এই প্যাকেজে যা যা নেই :
⚫ কোন প্রকার ব্যক্তিগত খরচ
⚫ হাইওয়ে খাবার এর খরচ
⚫ লোকাল ট্রান্সপোর্ট খরচ
⚫ কোন প্রকার টিকিট খরচ
⚫ পোস্টে উল্লেখ নেই এমন কোন খরচ।

🍔 খাবারের মেন্যু:
👉 সকালের নাস্তা: পরোটা(দুইটি+ডাল ভাজি+ডিম) / ডিম খিচুড়ি।
👉 দুপুরে খাবার: সাদা ভাত+আলু ভর্তা+ মুরগি মাংস+ডাল+সালাদ

🌿 বিস্তারিত ট্যুর প্ল্যান🌿
ঈনশাআল্লাহ ১৪ ই আগষ্ট রাত ৯:০০ মিনিটে গাজীপুর,চৌরাস্তা থেকে যাত্রা শুরু করে বোর্ডবাজার, টঙ্গী, উওরা, এয়ারপোর্ট,বাড্ডা, সায়দাবাদ ও যাত্রাবাড়ী হয়ে পরেরদিন সকালে বাস থেকে নেমে ফ্রেস হয়ে সকালের নাস্তা করে চন্দ্রণাথ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। চন্দ্রণাথ পাহাড় ঘুরে চলে যাবো গুলিয়াখালীর সমুদ্র সৈকতে সেখানে সময় কাটিয়ে দুপুরে খাবার পর চলে যাবো খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। খৈয়াছড়া ঝর্ণায় ট্র্যাকিং ও গোসল করার পর সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমাদের গাড়িতে চলে আসবো এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করবো সবকিছু ঠিক থাকলে রাত ১১:৩০ মিনিটের মধ্যেই ঢাকা,উত্তরা এবং টঙ্গী,বোর্ডবাজার সবশেষে গাজীপুর, চৌরাস্তা এসে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

🔰 অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে 🔰

🔵 পাঁচ ওয়াক্ত নামাজের বিরতি দেয়া হবে এতে কারো আপত্তি থাকা যাবেনা।
🔵 এটি একটি গ্রুপ ট্যুর, অন্য কেউ কষ্ট পাবে এমন কোন আচরণ গ্রহণযোগ্য নয়।
🔵 মেয়েদের সাথে কোনো খারাপ আচরণ অথবা ইভটিজিং থেকে বিরত থাকতে হবে।
🔵 যে কোন পরিস্থিতিতে ভ্রমণ পরিকল্পনার পরিবর্তন বা পরিমার্জিত হতে পারে এবং সেক্ষেত্রে এডমিনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।
🔵 কোন ধরনের মাদকদ্রব্য বহন ও সেবন নিষিদ্ধ।

🟧 বিশেষ আর্কষণ: আমরা বিভিন্ন অফিস/স্কুল/কলেজ/ইউনিভার্সিটির সকল ধরনের ট্যুর এরেন্জ্ঞ করে থাকি।

🌐 আমাদের অফিস:
👉 বোর্ডবাজার( টিনের মসজিদ) ,৩৮ নং ওয়ার্ড,গাজীপুর সদর গাজীপুর ।
#সীতাকুণ্ড_ট্যুর_১০৯৯_টাকা

28/07/2025

আগামী ১৪ই আগস্ট আসছে সীতাকুণ্ড ডেলং টুর।
যোগাযোগ:-এডমিন মামুন-01688758766

🖤 শোকবার্তা – মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি 🕊️আজকের দিনটি আমাদের জাতির জন্য এক অশেষ বেদনার দিন।মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ...
21/07/2025

🖤 শোকবার্তা – মাইলস্টোন স্কুল ট্র্যাজেডি 🕊️
আজকের দিনটি আমাদের জাতির জন্য এক অশেষ বেদনার দিন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায়
যে সকল নিষ্পাপ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মী প্রাণ হারিয়েছেন —
Switch On Tour & Travels পরিবারের পক্ষ থেকে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

এমন নির্মম ঘটনা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনের প্রতি রইলো আমাদের অকৃত্রিম সহানুভূতি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই শোক শুধু মাইলস্টোনের নয় — এটা পুরো বাংলাদেশের।
আমরা সবাই একসাথে আছি এই দুঃসময়ে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


Switch On Tour & Travels পরিবার

মাইলস্টোন কলেজে সংঘটিত বিমান দূর্ঘটনায় হতাহত সকলের জন্য প্রার্থনা। সবার সুস্থতা ও নিরাপত্তা প্রত্যাশা করছি।Switch On Tou...
21/07/2025

মাইলস্টোন কলেজে সংঘটিত বিমান দূর্ঘটনায় হতাহত সকলের জন্য প্রার্থনা। সবার সুস্থতা ও নিরাপত্তা প্রত্যাশা করছি।
Switch On Tour & Travels

19/07/2025

বৃষ্টির মধ্যে টলমল নৌকা,
ছিপছিপে বাতাসে দুলছে হালকা।
চুপচাপ বসে আছি মাঝ নদীতে,
জল, আকাশ, মন — সবই ভিজে।

02/03/2025

জিলাপির সাথে মুড়ি মাখা খাইতে পারে না, আরেক পরিবারে যাইয়া নাকি মিলেমিশে সংসার করবে!

Switch On Tour & Travels
23/02/2025

Switch On Tour & Travels

গাজীপুর কমার্স কলেজ আয়োজিত শিক্ষা সফর এ নেত্রকোনা বিরিশিরি উদ্দেশ্য রওনা।❤️❤️❤️❤️
22/02/2025

গাজীপুর কমার্স কলেজ আয়োজিত শিক্ষা সফর এ নেত্রকোনা বিরিশিরি উদ্দেশ্য রওনা।❤️❤️❤️❤️

20/02/2025

অমর একুশ,

20/02/2025

টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমাদের ট্যুর এর অনেক পোস্ট ডিলিট করতে হয়েছে।

📍চন্দ্র ডিঙ্গা রিসোর্ট, পাঁচগাও, কলমাকান্দা, নেত্রকোনা।
24/01/2025

📍চন্দ্র ডিঙ্গা রিসোর্ট, পাঁচগাও,
কলমাকান্দা, নেত্রকোনা।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Switch On Tour & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Switch On Tour & Travels:

Share