19/12/2025
Just জানার জন্য জিজ্ঞেস করা।
ভারত সরকারের কাছে হাদি ভাইয়ের খু *নীকে ফেরত চেয়ে লাভ নাই।
তারা দিবে না।
আনঅফিসিয়ালি ওই দেশে পুরষ্কার ঘোষণা করে দেয়া যায় না?
যে এই খু *নীকে ধরে জ্যান্ত বর্ডার পার করে দিতে পারবে তাকে ২০ লাখ রুপি দেয়া হবে পুরষ্কার।
টাকার লোভ তো সব দেশেই আছে।
তারাই কাজে লেগে পড়বে।
তারা চুরি করে হাজার হাজার গরু বর্ডার পার করে দিতে পারে, একটা খাসি বস্তায় ভরে পার করে দিতে পারবে না?
এরকম টা কি সম্ভব?