শহীদ ক্যাডেট একাডেমী ,মেইন ক্যাম্পাস-৩, টঙ্গী শাখা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • শহীদ ক্যাডেট একাডেমী ,মেইন ক্যাম্পাস-৩, টঙ্গী শাখা

শহীদ ক্যাডেট একাডেমী ,মেইন ক্যাম্পাস-৩, টঙ্গী শাখা আসসালামু আলাইকুম।
শহীদ ক্যাাডেট একাডেমী মেইন ক্যাম্পাসে আপনাকে স্বাগতম।

� শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগান নিয়ে আমরা শহীদ ক্যাাডেট একাডেমী আছি আপনার সন্তানের ক্যাডেট হওয়ার স্বপ্ন পুরনের হাতিয়ার হিসেবে।

� আমরা মনে করি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।

� বর্তমান সময়ে সম্পদশালী হওয়ার চেয়ে শিক্ষিত হওয়া জরুরী।

� তাই আপনি আপনার সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে চলে আসুন শহীদ ক্যাডেট একাডেমিতে।

� এখানে আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে আমরা প্রতিশ্রুত

িবদ্ধ।

�আমাদের উল্লেখ্যযোগ্য বিষয়াবলি।

1. শহীদ স্যার কর্তৃক সরাসরি পরিচালিত ও সিলেবাস প্রণীত।

2. স্কুলের ক্লাস complete করেও Morning Shift ও Day Shift-এ ক্যাডেট কোচিং করার সুযোগ।

3. ডিসেম্বর মাসে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার অনুরূপ কয়েকটি মডেল টেস্ট নেয়া হয়।

4. প্রতি শুক্রবার ক্যাডেট ব্যাচের সাপ্তাহিক মূল্যায়ণ পরীক্ষার ব্যবস্থা

5. পড়ালেখায় আরাে উৎসাহ প্রদানের জন্য জুলাই মাস থেকে রয়েছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ফলাফল বা রেজাল্ট-এর ভিত্তিতে পুরস্কারের ব্যবস্থা।

6. আবাসিক শিক্ষার্থীর জন্য রয়েছে বিনােদন ও ইনডাের গেমস্ এর ব্যবস্থা।

7. পদ্ধতিগত পরিশ্রমই সাফল্যের মূল চাবিকাঠি। এই নীতিমালার মধ্য থেকে ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় নির্ধারিত পাঠ সমাপ্ত করা । প্রকৃতপক্ষে শিক্ষার ভিত্তি গঠনই আমাদের মূল লক্ষ্য।

8. আমাদের রয়েছে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ

�শিক্ষা কার্যক্রমঃ

1. স্কুল কার্যক্রমঃ প্লে- ১০ম শ্রেণি ( বাংলাও ইংরেজি ভার্শন)
2. ক্যাাডেট কলেজ ভর্তি কোচিং (বাংলা ও ইংরেজি ভার্শন)
3. একাডেমিক কোচিংঃ ৩য়-১০ম শ্রেণি।
4. পিইসি, জেএসসি ও এসএসসি স্পেশাল কোচিং
5. রাজউক স্কুল ভর্তি কোচিং

�অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য।

1. শিক্ষার্থীদের ক্লাসের সময় সূচি অনুযায়ী পৌছে দেয়া এবং ক্লাস শেষে নিয়ে যাওয়া অভিভাবকদের দায়িত্ব। কোন শিক্ষার্থী নিজ দায়িত্বে যাতায়াত করলে অভিভাবকগন নিজ দায়িত্বে ব্যবস্থা গ্রহণ করবেন।

2. প্রতি শুক্রবার অভিভাবক দিবস। সপ্তাহের অন্য কোন দিন আবাসিক শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে না। শুক্রবার সকালে পরীক্ষা শেষে অভিভাবকগণ আবাসিক শিক্ষার্থীকে বাসায় কিংবা বাহিরে বেড়াতে নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে অবশ্য শনিবার সকাল ৮:৩০ ঘটিকার আগেই পৌঁছে দিতে হবে।

3. সপ্তাহে একদিন অভিভাবকগণ শিক্ষার্থীদের সাথে মােবাইলে কথা বলতে পারবেন। (সময়: সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত)।

4. প্রতি মাসের বেতন চলতি মাসের ১ম সপ্তাহের মধ্যে অবশ্যই পরিশােধ করতে হবে। চলতি মাসের বেতন যথাসময়ে পরিশােধ করতে ব্যর্থ হলে অতিরিক্ত ২০০ টাকা জরিমানা প্রদান করতে হবে।

�ক্যাডেট কলেজ ভর্তিতে আমাদের সাফল্য

� বিগত ৩৪ বছরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ - ৬৮১০ জন

� ফাইনালি চান্স - ৩২১৮ জন


�যোগাযোগের ঠিকানাঃ

অভিযান ৬৩ ,শফিউদ্দিন রোড, আউচপাড়া, টঙ্গী গাজীপুর।

মোবাইল-01958408404, 01716884120

23/09/2025
17/09/2025

Fridays Biryani cooking for residential students.

16/09/2025

শুভ সকাল

09/09/2025

Today's project and presentations of class nursery and play.

08/09/2025

আলহামদুলিল্লাহ
মো: আলিফ হোসেন।
শহীদ ক্যাডেট একাডেমী মেইন ক্যাম্পাস -৩,টঙ্গী শাখা থেকে এসএসসি পরীক্ষায় বৃত্তি পেয়েছে।

Admission open. session -2026
04/09/2025

Admission open. session -2026

31/08/2025
26/08/2025

We are very happy to announce that scholarship forms for classes One to Nine are now available for the 2025 session. You can now collect the forms during office hours from today until November.

21/08/2025

Outdoor Spoken Class.

Arif Khan Badhon Md. Amir Hossain Shilpy Akter Asha Mst Sonda Khatun Salma Akter

১. শান্ত থেকে কথা বলুন বাচ্চা জেদ করলে চিৎকার না করে শান্তভাবে বলুন, “আমি তোমার কথা বুঝতে চাই, কিন্তু আগে একটু শান্ত হও।...
09/08/2025

১. শান্ত থেকে কথা বলুন
বাচ্চা জেদ করলে চিৎকার না করে শান্তভাবে বলুন, “আমি তোমার কথা বুঝতে চাই, কিন্তু আগে একটু শান্ত হও।”
এতে বাচ্চাও ধীরে ধীরে ঠান্ডা হয়।

২. মনোযোগ দিয়ে শুনুন
তার চোখের দিকে তাকিয়ে বলুন, “তুমি কি কিছু বলতে চাও?”
সে বুঝবে, তার অনুভূতি আপনি গুরুত্ব দিয়ে দেখছেন।

৩. অন্য বিকল্প দিন
সে যদি আইসক্রিম চায়, আপনি বলুন, “আইসক্রিম নয়, কিন্তু তুমি ফল বা দই পেতে পারো, কোনটা খাবে?”
এতে বাচ্চা নিয়ন্ত্রণে থাকলেও সে নিজেকে সিদ্ধান্তের অংশ মনে করে।

৪. নিয়ম তৈরি করুন, শাস্তি নয়
আগে থেকেই বলুন, “টিভি দেখার সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত, এরপর আর নয়।”
এতে সে জানবে কোন কাজ কখন করতে হবে।

৫. জেদের পেছনের কারণ বুঝুন
হয়ত সে ক্ষুধার্ত, ক্লান্ত বা ঘুমাচ্ছে না। এমন সময় সহজেই জেদ বাড়ে।
তার আবেগ ও শারীরিক অবস্থা বুঝে প্রতিক্রিয়া দিন।

৬. ভালো আচরণের প্রশংসা করুন
সে শান্তভাবে খেলছে? বলুন, “তুমি আজ অনেক ভালো behaved করছো, খুব গর্ব হচ্ছে!”
এতে ভালো আচরণ বাড়ে, জেদ কমে।

৭. ধৈর্য ধরে সময় দিন
সে জেদ করলে কিছুক্ষণ একা থাকতে দিন বা বলুন, “আমরা পরে আবার কথা বলব।”
একা থাকলে সে নিজে ঠান্ডা হতে শিখে।

৮. আদর দিয়ে বোঝান
বকা না দিয়ে জড়িয়ে ধরুন আর বলুন, “আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু এইভাবে জোরে চিৎকার করা ঠিক না।”
এতে সে ভালোবাসা থেকে শিখে, ভয় থেকে নয়।

৯. খেলনার মাধ্যমে শেখান
পুতুল বা গাড়ি দিয়ে নাটক করে শেখান: “এই পুতুলটা খুব জেদ করত, কিন্তু সে বুঝে গেছে কথা শুনলে কত ভালো হয়।”
শিশুরা খেলতে খেলতে সবচেয়ে বেশি শিখে।

১০. নিজে ভালো উদাহরণ দিন
আপনি রেগে না গিয়ে ধৈর্য ধরলে, বাচ্চাও শেখে কিভাবে শান্ত থাকতে হয়।
বাচ্চা সব সময় আপনাকে অনুকরণ করে।

এই কৌশলগুলো ধীরে ধীরে প্রয়োগ করলে বাচ্চার জেদ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

30/04/2025

Model test exam ( cadet beach)


Address

অভিযান ৬৩ , শফিউদ্দিন রোড, আউচপাড়া, টঙ্গী গাজীপুর, ঢাকা।
Gazipur

Telephone

+8801716884120

Website

Alerts

Be the first to know and let us send you an email when শহীদ ক্যাডেট একাডেমী ,মেইন ক্যাম্পাস-৩, টঙ্গী শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শহীদ ক্যাডেট একাডেমী ,মেইন ক্যাম্পাস-৩, টঙ্গী শাখা:

Share