
29/08/2025
ছেলেটা কথা বলতে পারে না পুরোপুরি ভাবে কিন্তু পত্রিকা বিক্রি করতেছে।আমার ভিডিও নাকি সব গুলোই দেখে এমনকি আমার ভিডিওতে দেয়া বেশ কিছু ডায়লগ ও তুতলিয়ে তুতলিয়ে বলতেছিলো।ওর কাছে ফোন ছিলো না তাই ছবি না তুলতে পেরে আফসোস করতেছিলো!
আবার কোনোদিন দেখা হবেও নাকি জানি না তাই ছবিটি পোস্ট করে দিলাম আশা করি ছেলেটি কখনো না কখনো ছবিটি পেয়ে যাবে❤️
Location: কাজীরদেউড়ি মোড়,চট্রগ্রাম।