17/05/2024
হিজবুত তাওহীদ: এদের এসব কথা শুনলে ,লাইভে এসে কিছু কথা বলতে ইচ্ছা করে।
আমি যত টুকুন পেরেছি এই মহিলার কথার পরিপূর্ণ উওর দেওয়ার চেষ্টা করছি।
👉আসলে কি! যারা এই সব পর্দার ব্যাপারে নোংরা কথা বলে,এবং নিজেদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করার ইচ্ছা করে, মূলত তারাই সমাজে ফেতনা সৃষ্টি করতে চাই।
👉আর আলেম-উলামাদের ভুল সাব্যস্ত করা এটা খুবই দুঃখজনক বিষয়, কেননা হাদিসে এসেছে, إن العلماء ورثة الأمبياُ উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিশ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম বলেছেন আমি চিরকাল থাকবো না,আমার পরে তোমরা খলিফা নিযুক্ত করো এবং তাদের কথার অবাধ্য হয়ও না।
সুতরাং যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন,তোমরা তাদের কথার অবাধ্য হয় না, সেখানে আপনারা কিভাবে বলেন যে আলেম-ওলামা ভুলের মধ্যে আছে।
সুতরাং আপনার,বা আপনাদের কথা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো।
👉আরে ভাই!! নবীগণের ওয়ারিশ আলেম ওলামা,যদি আজ না থাকতো,তাহলে সেই জাহিলি যুগ ফিরে আসতে বেশি সময় লাগত না,
আর আপনি যে যুগের কথা বলতেছেন সেটা ছিল রাসূলের সা: জামানা এবং সোনালী যুগ, সেখানে একটা নারী যদি হেঁটে যেত রাস্তা দিয়ে,তার দিকে তাকানোর বা তার সৌন্দর্য দেখার মত কোন লোক ছিল না।
সাহাবায়ে কেরাম নিজেদের চোখকে এত পরহেজ করতেন।
👉আর এখন বোরকার নিচ থেকে পা দেখা গেলেও অন্তরে খারাপ ধারণা সৃষ্টি হয়।
👉আর আপনি যে বেপর্দা হয়ে ঘোরাফেরা করার স্বাধীনতা চাচ্ছেন,মুলত সেটা বেহায়াপনার স্বাধীনতা।
👉আর আপনাদের যদি এই
স্বাধীনতার অধিকার দেওয়া হত তাহলে আপনারা, আমেরিকানদের মতো প্রকাশ্যে শরীর উলঙ্গ করে,দেহ ব্যবসায় নেমে যেতেন।
কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়।
👉আর আপনারা চাচ্ছেন এক আল্লাহ ও তাঁর রাসূলের অনুসরণ করবেন?
কিন্তু আপনাদের উপরে ঘি,অন্তরে কাঁদা।
বেপর্দা হয়ে ঘোরাফেরা এটা কখনো,আল্লাহ ও তাঁর রাসূলের দেখানো পথ নয়।
👉আর তিনি যে কথাটি বলেছেন যে,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এবং মহিলাদের মধ্যে কোন পর্দা ছিল না এটা সম্পূর্ণ বানোয়াটি এবং সম্পূর্ণ মিথ্যা। আর তিনি যে বলেছেন হাদিসে আছে, আধোও এ ব্যাপারে কোন হাদিস নাই।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধান নাযিল হওয়ার পর থেকে কখনো গায়রে মাহারাম ব্যতীত কোন মহিলার সামনে সরাসরি বা পর্দা ছাড়া বসে নাই,এবং কথাও বলেন নাই।
👉আর তিনি যে বলেছেন হাদিসে আছে,এটা সম্পূর্ণ বানোয়াটি সম্পূর্ণ মিথ্যা।
এই মহিলা একটি ধোকাবাজ মিথ্যা প্রচারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা অপবাদ দিয়েছে।
✍️✍️দাওয়াত নামা✍️✍️
হে প্রিয় বোন আজ তোমাদেরকে এ কথা বলে উদ্বুদ্ধ করা হচ্ছে যে,যাও তোমাদের অধিকার ফিরিয়ে নাও,ও পর্দাকে না বলো,এবং আমেরিকানদের মত প্রকাশ্যে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করো,এবং নোংরা কাজে লিপ্ত হও।
👉তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছে যে এটা তোমাদের অধিকার।
👉কিন্তু হায় আফসোস মুসলিম নারীগণ এটা বোঝার চেষ্টা করছে না যে,তাদেরকে এই নোংরা কাজে লিপ্ত করে এক মহা ভিভীষিখাময় অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, এবং ধর্ষণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
👉তাই আসুন নিজে সতর্ক হই এবং অপর মুসলিম বোনকে সতর্ক করি।