Vaijan-ভাইজান

Vaijan-ভাইজান জীবন তো ঐ কুড়ি বছর পর্যন্তই,,
তারপর কেবল যুদ্ধ আর যুদ্ধ..!!😊

22/07/2025

We are sorry😔💔

22/07/2025

Black day for Bangladeshi people's 💔📌
-21.07.2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান- ১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট২. কুর্মিটোলা জেনারেল হাস...
21/07/2025

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতালগুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

উত্তরায় আজ বিমান বিধ্বস্তের ঘটনায় ,  মানুষের শরীরের কি অবস্থা হয়েছে ! আহ্ কি পরিমাণ যন্ত্রণাদায়ক মৃ"ত্যু 🥲  হে আল্লাহ...
21/07/2025

উত্তরায় আজ বিমান বিধ্বস্তের ঘটনায় , মানুষের শরীরের কি অবস্থা হয়েছে ! আহ্ কি পরিমাণ যন্ত্রণাদায়ক মৃ"ত্যু 🥲 হে আল্লাহ যারা আহত হয়েছে তাদের জীবনকে আপনি সহজ করে দিন , আর যারা মৃ"ত্যুবরণ করেছেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন আমিন।

ইনিই হচ্ছেন সোহাগ ভাই। 🖤🥀যার ভিডিও দেখে লাখো মানুষের হৃদয় কেঁপে উঠেছে 😭
12/07/2025

ইনিই হচ্ছেন সোহাগ ভাই। 🖤🥀
যার ভিডিও দেখে লাখো মানুষের হৃদয় কেঁপে উঠেছে 😭

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকে...
26/06/2025

এইচএসসি পরীক্ষার্থী এই মেয়েটির বাবা নেই। মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ নেই, তাই মেয়েটিকেই সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মীরপুর বাংলা কলেজে।

কিন্তু ভাগ্য খারাপ! লেট হওয়ায় পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পায়নি। অঝোরে কাঁদছিল মেয়েটি। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন, তাদের কেমন লেগেছে জানি না! কিন্তু ভিডিওটা দেখে কিঞ্চিৎ হলেও অনুভূতি বুঝতে পারছিলাম।

একজন মানুষ বোর্ড পরীক্ষার দিনে নিশ্চয়ই রঙঢঙ করে সময় নষ্ট করে না। অসুস্থ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষার হলে ছুটে আসা— কিন্তু বস্তাপচা সিস্টেম মেয়েটির একটা বছর নষ্ট করে দিল।
কর্তৃপক্ষ যুক্তি দিবে— লেট করে আসলে প্রবেশের সুযোগ নেই। কিন্তু মানবিকতার চেয়ে নিয়ম বড় না। একটা বাচ্চা মানুষ মাকে হাসপাতালের বেডে রেখে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরেছে, আর আপনারা বা*লের যত নিয়ম ফলান।

যত নিয়ম, যত সিস্টেম সব বিপদগ্রস্থ মানুষের জন্য, সব অসহায়দের জন্য। আর চোর-বাটপার, টাকা পাচারকারী, প্রভাবশালীদের জন্য সব জায়েজ।
মানবিকতার চেয়ে মহান আর কি! এই প্রত্যয়ী মেয়েটিকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিলে দেশটা কি রশাতলে যেত? আর ওর পরীক্ষা না দেওয়ায় দেশটা কি সুইডেন হয়ে গেছে?

লেখা :

Sanaul Haque Sunny Vai

24/06/2025

মানিকগঞ্জের ঘিওরের ঘটনা এই কুলাংগার কে তারাতাড়ি তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক #সে যতো বড় সুদানির পুত হোক তিনি একজন মুসলমান এবং একটি সুন্নতের অবমাননা করেছেন।

মিস্টার "খা'মেনি" কি করছে জানেন? নিজের ক্ষমতা ছেড়ে বিপ্লবী গার্ডকে দেশের সকল ক্ষমতা হস্তান্তর করে দিছে মানে ইরানের সর্বো...
21/06/2025

মিস্টার "খা'মেনি" কি করছে জানেন? নিজের ক্ষমতা ছেড়ে বিপ্লবী গার্ডকে দেশের সকল ক্ষমতা হস্তান্তর করে দিছে মানে ইরানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বাহিনীর হাতে ক্ষমতা তুলে দিছে।
তার মানে হইলো যে কোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য ইরান পুরোপুরি রেডি তারা কোন ভাবেই পশ্চিমা কিংবা স*ন্ত্রা*সী রাষ্ট্রটির কাছে মাথা নত করবে না।
৫০০০ বছরের ভিতরে ইরানিদের কেউ পরাজিত করতে পারে নাই।
আলেকজান্ডার বলেন, আর চেঙ্গিস খান বলেন।
এমনকি আধুনিক যুগে আমেরিকা,সৌদি,ইরাক মিলে ৮ বছর যুদ্ধ করেও ইরানিদের হারাতে পারে নাই।
একমাত্র তাদের অসাধারণ নেতৃত্ব জাতীয় ঐক্য! মানে জনগণের প্রতিরোধের কাছে পৃথিবীর বড় বড় শক্তি লেজ গুটিয়ে পালাইছে।
আর এদিকে আমাদের দেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব ড.ইউনূস আসলো দেশের নেতৃত্বে ১১ মাসও হয় নাই। অথচ এই ইউনূসের কাছে দক্ষিণ এশিয়ার ক্যা'ন্সার দাদারা টু শব্দটুকু করার সাহস পাচ্ছেনা।
বানিজ্য ,ভিসা,ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো তারপরেও দেশকে হারাতে পারে নাই।
ইউনূস না থাকলে দাদাদের অপারেশন সিদুর চালাইতো বাংলাদেশে।
আর এদিকে কেউ কেউ হুমকিও দেয় ইউনূসকে!

বড় ভাই আজকে মিসাইল মাইরে দিছে!মিসাইল কোন দিকে মারছে কেউ জানে না। তবে বিশ্ববাসী জেনে গেছে- ভাই মিসাইল মাইরা দিছে!কোন দেশে...
20/06/2025

বড় ভাই আজকে মিসাইল মাইরে দিছে!

মিসাইল কোন দিকে মারছে কেউ জানে না। তবে বিশ্ববাসী জেনে গেছে- ভাই মিসাইল মাইরা দিছে!

কোন দেশের মধ্যে যুদ্ধ লাগলে প্রতিবারই বড় ভাই যেকোন একদিকে মিসাইল মাইরা জানান দেয়- আমি জীবিত আছি!

প্রতিবারের চেয়ে এবার বড় ভাই এর প্রতি শ্রদ্ধা একটু বেড়ে গেছে। এবার মিসাইল তো মারছে তার ওপর বলছে, ইরানকে একা ছাড়াবে না, প্রয়োজন হলে ইরানের পক্ষে যুদ্ধে নেমে যাবে।

আরেকটা আস্থার বিষয় হচ্ছে- ভাই এমনে মনের খুশিতে মিশাইল মারে!!

যেখানে আরবের দালাল'রা নিরব সেখানে কিং ভাই মিসাইল মেরে জানান দিয়ে দিলো। পরিশেষে কিং এর প্রতি ভালোবাসা রইলো।

18/06/2025

আগামী ৪৮ ঘন্টার কি হতে পারে এটাই দেখার অপেক্ষায়। আমেরিকা ইসরায়েলের পক্ষে।
অন্যদিকে পাকিস্তান,কোরিয়া,সৌদি,লেবানন,হামাস ইরানের পক্ষে।
ইমারজেন্সি বৈঠক থেকে উঠে ট্রাম্প ওয়াশিংটনে চলে যাওয়া এটা বিশাল এক দিকে ইংগিত করে।
অন্যদিকে ইরান বলেছে ইসরাইল খালি করতে।
ইসরাইল বলেছে ইরান খালি করতে।
সমীকরণ :-
আমেরিকা যুদ্ধ করতে আসলে এই সুযোগে চিন,আর কোরিয়া আমেরিকাকে চরম ধোলাই দিবে।
হামাস,পাকিস্তান, আফগানিস্তান ও ইরান মিলে ইসরাইকে মিশিয়ে দিবে।
ফলাফল :- ইসরাইল পুরোপুরি বিদ্বস্ত হলে আমেরিকা একা হয়ে যাবে।
ধোলাই খেয়ে সব ঘাটি নিয়ে লেজগুটিয়ে মিডেলিস্ট থেকে পালাবে যেই ভাবে আফগান থেকে পালিয়েছে।
এমটাই হোক আশাবাদী।
এই ধোলানিতে আব্রাহামবাদের অবসান ঘটবে।
আল্লাহ্ মনের আশা পূরণ করুক (আমিন)

26/05/2025

আমাকে গুছিয়ে দাও হে প্রভু।

26/05/2025

আমার আগুনের ছাই জমে জমে পাহাড় হয়ে যায়...🥹💔

Address

College Gate, Konabari
Gazipur
1904

Alerts

Be the first to know and let us send you an email when Vaijan-ভাইজান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category