স্মৃতি

স্মৃতি In this page i will upload my memories, vlogs and pictures. Hope you guys will appreciate and like it �

- Don't promise, Just prove! 💟✨💍
25/04/2025

- Don't promise, Just prove! 💟✨💍

09/04/2025

আমি যখন যারে চাই
সবই হারায়💔

09/04/2025

মানুষ কেন প্রথম দিনের মতো থাকে না,,,🙂

কত দূর থেকেও মায়ায় জড়িয়ে রাখো,,, কি সাংঘাতিক পুরুষ তুমি,,,!!!
08/04/2025

কত দূর থেকেও মায়ায় জড়িয়ে রাখো,,,
কি সাংঘাতিক পুরুষ তুমি,,,!!!

যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না। আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না।
05/04/2025

যে ধরে রাখতে জানে সে শিকড় খুঁজে না।
আর যে আঁকড়ে থাকতে জানে সে ত্রুটি বুঝে না।

আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের  কাঁটা খেতে দেওয়া হতো?অবশ্যই নাহ!কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খা...
05/04/2025

আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের কাঁটা খেতে দেওয়া হতো?
অবশ্যই নাহ!

কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খাবার। তবে বিড়াল ছোট প্রাণিদের খায়, তাই গরু, খাসী ইত্যাদি মাংস ওদের স্বাভাবিক খাবার নয়।

আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল চিন্তা-ভাবনা বা আমরা আমাদের শৈশব থেকে দেখে আসছি যে, আমাদের খাওয়ার এর পর যেসব ঝুটা বা উচ্ছিষ্ট
আমরা বা আমাদের পুর্বপুরুষরা প্রদান করতো বা বিড়ালদের খেতে দিতো বলে তারাও তাই খেয়ে নিতো।

সেই থেকে বলা হয়ে থাকে যে,
বিড়াল রা কাঁটা ই খায় বা এরা কাঁটা পেলেই খুশি।
আদৌও কী তাই বা এটাই কি সত্যি টা ছিলো????

নাহ!
আসেন
যৌক্তিক আলোচনা করি,
মূলত বিড়াল রা সত্যি অসহায় ছিলো বলেই আপনার বা আমার পূর্বপুরুষ রা বা এখনোও আমাদের মত অজ্ঞান কিছু মানুষ বা সেই ঐতিহাসিক থিওরী গুলো কে যারা মনেপ্রাণে পোষণ করে আসছি
যে, বিড়াল মাছ খায় না শুধু কাঁটা ই খায়!
ইহা কিঞ্চিৎ পরিমাণও সত্য নহে!

কারণ,
আমরা বিড়াল কে মাছ না দিয়ে শুধুমাত্র কাঁটা দেই বলেই তারাও মাছ না পেয়ে ক্ষুদার তীব্র জালায় নিরুপায় হয়ে কাঁটা গুলোই গলাধঃকরণ করে থাকে।

এর ফলশ্রুতিতে আমাদের দেশের অধিকাংশ বিড়ালেরই গলায় ইনফেকশন হয়ে তাদের চরম- বাস্তবতা মৃ*ত্যুর সম্মুখীন হতে হয়। 🥲🥹

তাই আসুন ওদের মাছ দিলেও
আমরা কাঁটা গুলো ছাড়িয়েই দিবো।

©️ লেখা এবং ছবি সংগৃহীত।

সে কহিল প্রেমে পড়িবার আগে ভাবা উচিৎ ছিল,,,সে কি জানে...??? ভেবে-চিন্তে ষড়যন্ত্র হয় প্রেম নয়,,,!!!
01/04/2025

সে কহিল প্রেমে পড়িবার আগে ভাবা উচিৎ ছিল,,,
সে কি জানে...???
ভেবে-চিন্তে ষড়যন্ত্র হয় প্রেম নয়,,,!!!

লে সেমাই 🤣 আমার সরম করতাছে🤭প্লীজ কি করব এখন পরামর্শ চাই। সেমাই হচ্ছে না।না হলে আজ বাড়িত জায়গা দিবেনা মা🥹 কতগুলো তেল আর ক...
28/03/2025

লে সেমাই 🤣 আমার সরম করতাছে🤭
প্লীজ কি করব এখন পরামর্শ চাই। সেমাই হচ্ছে না।না হলে আজ বাড়িত জায়গা দিবেনা মা🥹 কতগুলো তেল আর কনফ্লাওয়ার নষ্ট করছি 🥹🥹

28/03/2025

আই হাই 🥰
রিয়েকশনটা ☺️😍

বেগম রা কই? সালামি দিতে বলবেন এভাবে ।✨❤️
16/03/2025

বেগম রা কই? সালামি দিতে বলবেন এভাবে ।✨❤️

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share