13/09/2024                                                                            
                                    
                                                                            
                                            ২০১৮ সালে যে নিয়মে গ্রেডিং সিস্টেম চেইঞ্জ হয়েছিল, এবছর সে নিয়মে চেইঞ্জ করা হলে, B+,B,B- গ্রেডগুলো A+ হয়ে পয়েন্ট 4.00 থাকবে, সেক্ষেত্রে মার্কসের কোনো পরিবির্তন হবে না।
কিন্তু, অথোরিটি তাদের ওয়েভার ও রিটেক ব্যবসা টিকিয়ে রাখতে, এখন আবার কোন নিয়ম বের করলো?
এমনিতেই, জব ইন্টারভিউতে IUBAT এর সার্টিফিকেট ও মার্কশীট অবমূল্যায়ন করা হয়, তারপর আবার এই   Grading Evaluation System  নামক এক্সট্রা সার্টিফিকেটের নাটক দেখার টাইম আছে তাদের? তারা আমার ইন্টারভিউ ই নিবেন,বসে বসে নাকি মার্কশীটের কম্বাইন্ড গ্রেডিং মিলাবেন?
শুধু এই পর্যন্তই নয়, আমরা যারা দেশের বাহিরে পোস্ট গ্র্যাজুয়েশনের উদ্দেশ্যে যাব,  তারা অনেক বড় একটা সমস্যায় পড়ব। যেভাবে আমাদের প্রাপ্ত (৮১-৮৯) মার্কসগুলো ১০ করে কমিয়ে ক্রমানুসারে (৭১-৭৯) করা হবে, এর ফলে বিদেশী ভার্সিটি অথোরিটি আমাদের মার্কশীট গুলোকে এই কম নম্বরের জন্য মূল্যায়ন করবে না এবং সেসব ভার্সিটির ইনভাইটেশন / অফার লেটার পাবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমাদের হার্ড ওয়ার্কের দ্বারা অর্জিত মার্কস অথোরিটি এভাবে কমানোর কোনো অধিকার রাখে না। অথোরিটির ব্যবসা টিকিয়ে রাখার জন্য আমাদের ব্রাইট ফিউচার কেন নষ্ট করবে?
সকলের উদ্দেশ্যে বলছি, Grading Evaluation System নামক এই নতুন ধান্দাবাজির বিরুদ্ধে আগামী ২১ শে সেপ্টেম্বর আমরা আন্দোলন করবো ইন-শা-আল্লাহ ✊
১৮ ই আগস্টের মত আবারো আমরা সবাই এক হব ইন-শা-আল্লাহ ✊ 
এবার দফা, দাবি একটাই:
Grading Evaluation System বন্ধ করুন,
মার্কস না কমিয়ে পূর্বের গ্রেডিং সিস্টেমে প্রাপ্ত নম্বর ও গ্রেডসমূহকে নতুন গ্রেডিং সিস্টেম অনুযায়ী কনভার্ট করুন।
বি:দ্র: যেসকল ভাই/বোনদের সিজিপিও ৩.৮০+,  আপনারা হাহা রিয়েক্ট না দিয়ে সকলের পাশে দাড়ান, এ দাবি সফল হলে আপনাদের সিজি ৪.০০ হবার সম্ভাবনা আছে।
ধন্যবাদ