Kazi Azimuddin University And College

Kazi Azimuddin University And College আসসালামু আলাইকুম 🥰

04/07/2025

শুভ জন্মদিন প্রাণের ক্যাম্পাস কাজী আজিমউদ্দিন কলেজ।
ধন্যবাদ :- of Gazipur

🔥 কাজী আজিমউদ্দিন কলেজে অনার্স (২০২৪-২৫) ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি।✅📍 ভর্তি ফি ৭৬০০ টাকা সাউথইস্ট ব্য...
30/06/2025

🔥 কাজী আজিমউদ্দিন কলেজে অনার্স (২০২৪-২৫) ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি।✅
📍 ভর্তি ফি ৭৬০০ টাকা সাউথইস্ট ব্যাংক, শিববাড়ি শাখায় জমা দিতে হবে।

28/06/2025

আহাম্মক hed a face 🙂

26/06/2025

কাজী আজিমউদ্দিন কলেজে যারা ভর্তি পরিক্ষার মাধ্যমে উত্তির্ন হয়েছে সকলকে জানাই অভিনন্দন।

25/06/2025

জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ভোগান্তির নাম। অনাস প্রথম বর্ষের হাজার হাজার শিক্ষার্থীদের ফরম ফিলাপ এর জন্য কী পরিমান ভোগান্তি হতে হচ্ছে বলে বোঝানো যাবেনা। কথা হচ্ছে ক্লাসে ৭০% উপস্থিত চাওয়ার আগে অবশ্যই শিক্ষার মান আর সেবা ঠিক ঠাক প্রদান করেন তার পর ৭০% উপস্থিত কামনা করেন।

আসন বিন্যাস, HSC -2025কেন্দ্র : কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর
24/06/2025

আসন বিন্যাস, HSC -2025
কেন্দ্র : কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর

23/06/2025

- কত সালে PSC Exam দিছেন 🤗🫶🏻

পানিতে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। 📍 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।©️
31/05/2025

পানিতে বসেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা।

📍 কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
©️

খেলা জইমা গেছে😀
24/05/2025

খেলা জইমা গেছে😀

24/05/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৭৫% উপস্থিতি নিয়ে ছাত্রদের মাঝে যে সমস্যাটি দাঁড়িয়েছে কিছু ভাই বোনেরা একটা ডায়লগ পাইছেন সবাই এটা মারাও শুরু করছেন বাপের টাকায় খায় আর পড়াশোনা করতে পারে বলে ৭৫% উপস্থিতির পক্ষে তারা কথা বলে।এখন আসেন আপনাদেরই যুক্তিতে, সারা বছর চাকুরী করে পড়ার টেবিলে কি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারছেন আপনারা ....আরে ভাই দিনশেষে গ্রাজুয়েশন কইরা যখন বের হবেন তখন বলবেন শিক্ষিত বেকার.... বাংলাদেশে যে বলে মাস্টার্স পাশ কইরা কিছু করতে পারে না এরা কারা এরা বেশিরভাগই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির।

আমরা যেমন দুই নৌকায় পা দেই চাকরিও করবো আবার পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে নিবো রেজাল্ট হইলেই হইছে তেমনই বিভিন্ন কাজের সেক্টরে তারাও ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের গুনে না। তখনই বলে আমি মাস্টার্স পাশ তাও চাকরি পাই না। প্রতিবছর খালি পাশ কইরা বাইর ই হইতাছে এমনে হইলে কয়দিন। আপনার কোয়ালিটি ছাড়া আপনাকে কে চাকরি দিবে কার এতো ঠ্যাকা।

এরথেকে ভালো যেকোনো একটা করেন হয় পড়াশোনা করে ডিগ্রী নেন ভালো আর না হইলে চাকরি করে সেটেল হন।
হ্যা এটা দাবি করতে পারেন ৪ বছরের সিলেবাস যাতে ৪ বছরেই শেষ হয়।৷৷৷৷৷এছাড়াও আমাদের শিক্ষার মান বাড়ানোর জন্য যেসব নিয়ে কথা বলা দরকার তা নিয়ে কথা বলতে পারি। আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে। কিন্তু একটা কথা নিজেরাও ঠাণ্ডা মাথায় ভেবে দেখবেন,, একটি নৌকার মাঝি কখনোই সমানভাবে দুই নৌকা পরিচালনা করতে পারে না। আমার কথায় অনেক ভুল হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

লেখনি :- জাকারিয়া ২৩-২৪ অনার্স প্রথম বর্ষ।

গাজীপুর সরকারি মহিলা কলেজের আপুদের  জন্য বিমানের ব্যবস্থা করা হলো ❤️❤️কে কে আছেন সাড়া দিন ❤️❤️Thia picture is generated ...
24/05/2025

গাজীপুর সরকারি মহিলা কলেজের আপুদের জন্য বিমানের ব্যবস্থা করা হলো ❤️❤️
কে কে আছেন সাড়া দিন ❤️❤️

Thia picture is generated by Ai ❤️

#গাজীপুর #জয়দেবপুর #গাজীপুরসরকারীমহিলাকলেজ

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Azimuddin University And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Azimuddin University And College:

Share