31/05/2025
আজকের দিনটা ছিল শুধুই আম, জাম, পিঠা, চা আর আড্ডা!
বন্ধুর বাড়িতে গিয়ে যেন এক টুকরো গ্রীষ্মের উৎসব পেয়ে গেলাম। গাছের টাটকা আম, জাম। আন্টির বানানো পিঠা এবং চা আর প্রাণখোলা হাসির মেলায় কেটে গেল এক দারুণ সন্ধ্যা।