06/10/2025
Confession no:232
From: unknown
To:nadim rahman
Sec:padma 1
"অদ্ভুত এক কাকতাল, কলেজ ক্যাম্পাসে হঠাৎ দেখা হয়েছিল ওর সাথে। জানি না কেন, প্রথম দেখাতেই মনে হলো যেন চেনা কারও সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। তারপর থেকে টানা তিনদিন ধরে শুধু দূর থেকে ওকে দেখি, আর প্রতিবারই মনে হয়—এমন করে কেন জানি আমার ভেতরটা নাড়া দিয়ে যায়। মজার ব্যাপার হলো, হয়তো ও এখনো আমার অস্তিত্বই জানে না, হয়তো একবারও আমায় চোখের কোণে খুঁজে নেয়নি। নামটা পর্যন্ত আমি জানি না, অথচ সেই অচেনা মানুষটাই কেন জানি আমার সব চিন্তার কেন্দ্র হয়ে উঠছে। দূর থেকে দেখা সেই কয়েক মুহূর্তই যেন আমার দিনটাকে নতুন করে সাজিয়ে দেয়। এ কি তবে পাগলামি? নাকি নিছক কাকতাল, যেটা আমি না চাইতেও মনে-প্রাণে বিশ্বাস করে বসছি? আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি… নাকি এটাই সেই অদৃশ্য টান, যেটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না?"
"অদ্ভুত এক কাকতাল, কলেজ ক্যাম্পাসে হঠাৎ দেখা হয়েছিল ওর সাথে। জানি না কেন, প্রথম দেখাতেই মনে হলো যেন চেনা কারও সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। তারপর থেকে টানা তিনদিন ধরে শুধু দূর থেকে ওকে দেখি, আর প্রতিবারই মনে হয়—এমন করে কেন জানি আমার ভেতরটা নাড়া দিয়ে যায়। মজার ব্যাপার হলো, হয়তো ও এখনো আমার অস্তিত্বই জানে না, হয়তো একবারও আমায় চোখের কোণে খুঁজে নেয়নি। নামটা পর্যন্ত আমি জানি না, অথচ সেই অচেনা মানুষটাই কেন জানি আমার সব চিন্তার কেন্দ্র হয়ে উঠছে। দূর থেকে দেখা সেই কয়েক মুহূর্তই যেন আমার দিনটাকে নতুন করে সাজিয়ে দেয়। এ কি তবে পাগলামি? নাকি নিছক কাকতাল, যেটা আমি না চাইতেও মনে-প্রাণে বিশ্বাস করে বসছি? আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি… নাকি এটাই সেই অদৃশ্য টান, যেটার ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না?"