08/08/2025
কেন আমি স্পে/নিউটার করতে এতো জোর দেই???
অনেকেই আমার প্রথম বাচ্চাটা "তুতুনের" সময় থেকে আমাকে চিনেন, বিড়াল ও যে কখনো নিজেদের সন্তানের মত হয়ে যেতে পারে তা আমি বুঝতে পেরেছিলাম তুতুন আমাদের কাছে আসার পরে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই সময়টা তে অনেক কিছুই জানতাম না বুঝতাম না, অথবা জানলেও গুরুত্ব দেইনি, তারমধ্যে একটা ছিলো বিড়ালের স্পে নিউটার করানো... যার ফলে ও হিটে এসে বাইরে চলে যেতো, বাচ্চা হলো, সেই বাচ্চাও বাচলো না, ও আবার বাইরে গেলো, মানুষের মাইর খেলো, আধামরা হয়ে পরে থেকে শেষ সময়ে হয়তো ফ্লু ও হয়েছিলো, মেয়েটা আমার হাতের উপর দিয়ে বমি করে করে মরে গেলো... আমি এখানে অন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষ দেখি, কারন আমি ঠিক টাইমে বুঝে স্পে করিয়ে দিলে হয়তো ও বাইরে যেতো না, কেউ ওকে আঘাত ও করতো না।।।
মাত্র ১৯ মাস, ১৯ টা মাস আমার কাছে থেকে আমাকে এক সমুদ্র কষ্ট দিয়ে মেয়েটা চলে গেলো...
তুরতুর কে এনেছিলাম তুতুন মারা যাবার ঠিক দু মাস পরে, একদম তুতুনের মত দেখতে, সুধু গায়ের রং টা আলাদা..
এবার আমি ভুল করিনি, তুরতুর মাত্র ৩.৫ মাসে হিটে এসেছিলো, কারন হেলদি বাচ্চা ছিলো, আমি মাত্র ৪ মাসেই ওকে স্পে করিয়ে দিয়েছিলাম, যার জন্য, এই প্রায় ৭ বছর হতে চললো, মেয়েটা সুস্থ, হেলদি এবং ভেজাল ছাড়াই বড় হলো।
আমার বাকি যত বাচ্চা ছিলো, বাবাই হুতু, ওদের প্রয়োজন না থাকার পর ও আমি স্পে নিউটার করিয়ে দিয়েছিলাম, হুতু তো পারসিয়ান ও ছিলো.. চাইলেই বাচ্চা কাচ্চা করানো যেতো..
দেখেন, আপনি একটা বাচ্চা কে রাস্তা থেকে তুলে আনলেন, কিন্তু আপনার হয়তো এক্টার বেশী বাচ্চা পালার সামর্থ্য বা ইচ্ছা নেই, কিন্তু বাচ্চা হলে সেই ৫ টা বাচ্চাকে আপনি কাউকে দিতে পারলেন না বা রাস্তায় ফেলে দিলেন, তাহলে কি আসলে কারো কোন উপকার হইলো?
বিড়াল বছরে ৩ বার বাচ্চা করে, ৪ তা করে হলেও ১২ টা বাচ্চা.. অনিশ্চিত ভবিষ্যৎ... কি দরকার ভাই? অথচ এই বাচ্চা টাকে স্পে করিয়ে আপনি ওর ও স্বাস্থ্য ঝুকি কমালেন, হেলদি থাকল, সুস্থ থাকলো, নিরাপদ ও থাকলো.. সেটাই কি ভালো না? অনেকে ভাবেন স্বাভাবিক জীবন ব্যাহত হয়, বিশ্বাস করেন, কিছু হয়না, মেটিং ওরা ঠিক ই করতে পারবে, শুধু তার থেকে বাচ্চা হবেনা।
তাই কস্ট হলেও বাসায় পালা বাচ্চা গুলাকে অন্তত স্পে নিউটার করে দেন। ওদের কে একটা সুস্থ ভবিষ্যৎ দেন, বাকি হায়াত তো আল্লাহর হাতে...