Turtur the Snooty Biloi

Turtur the Snooty Biloi Daily activities of a Snooty Biloi
(1)

cos2
08/08/2025

cos2

ডায়েটে থেকে ভাত না খেয়ে নুডুলস খাওয়া তচ... 🫠
08/08/2025

ডায়েটে থেকে ভাত না খেয়ে নুডুলস খাওয়া তচ... 🫠

08/08/2025

পাঠার বাপে ভিডিও কলে নাক ডাক্তাছে, পাঠা বইয়া আছে.. 🙂

ভাবলাম নুংকু কাটছি, একুন অন্তত কয়ডা দিন বেথায় হইলেও চুপচাপ থাকবে, কিয়ের কি!!! ৪ ঘন্টা ঢুল ঢুল করছিলো...  তারপর সেই যে শু...
08/08/2025

ভাবলাম নুংকু কাটছি, একুন অন্তত কয়ডা দিন বেথায় হইলেও চুপচাপ থাকবে, কিয়ের কি!!! ৪ ঘন্টা ঢুল ঢুল করছিলো... তারপর সেই যে শুরু হইছে। 🙂
থামাথামি নাই..

08/08/2025

কেন আমি স্পে/নিউটার করতে এতো জোর দেই???

অনেকেই আমার প্রথম বাচ্চাটা "তুতুনের" সময় থেকে আমাকে চিনেন, বিড়াল ও যে কখনো নিজেদের সন্তানের মত হয়ে যেতে পারে তা আমি বুঝতে পেরেছিলাম তুতুন আমাদের কাছে আসার পরে, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই সময়টা তে অনেক কিছুই জানতাম না বুঝতাম না, অথবা জানলেও গুরুত্ব দেইনি, তারমধ্যে একটা ছিলো বিড়ালের স্পে নিউটার করানো... যার ফলে ও হিটে এসে বাইরে চলে যেতো, বাচ্চা হলো, সেই বাচ্চাও বাচলো না, ও আবার বাইরে গেলো, মানুষের মাইর খেলো, আধামরা হয়ে পরে থেকে শেষ সময়ে হয়তো ফ্লু ও হয়েছিলো, মেয়েটা আমার হাতের উপর দিয়ে বমি করে করে মরে গেলো... আমি এখানে অন্য কাউকে দোষ দেওয়ার আগে নিজের দোষ দেখি, কারন আমি ঠিক টাইমে বুঝে স্পে করিয়ে দিলে হয়তো ও বাইরে যেতো না, কেউ ওকে আঘাত ও করতো না।।।
মাত্র ১৯ মাস, ১৯ টা মাস আমার কাছে থেকে আমাকে এক সমুদ্র কষ্ট দিয়ে মেয়েটা চলে গেলো...

তুরতুর কে এনেছিলাম তুতুন মারা যাবার ঠিক দু মাস পরে, একদম তুতুনের মত দেখতে, সুধু গায়ের রং টা আলাদা..
এবার আমি ভুল করিনি, তুরতুর মাত্র ৩.৫ মাসে হিটে এসেছিলো, কারন হেলদি বাচ্চা ছিলো, আমি মাত্র ৪ মাসেই ওকে স্পে করিয়ে দিয়েছিলাম, যার জন্য, এই প্রায় ৭ বছর হতে চললো, মেয়েটা সুস্থ, হেলদি এবং ভেজাল ছাড়াই বড় হলো।

আমার বাকি যত বাচ্চা ছিলো, বাবাই হুতু, ওদের প্রয়োজন না থাকার পর ও আমি স্পে নিউটার করিয়ে দিয়েছিলাম, হুতু তো পারসিয়ান ও ছিলো.. চাইলেই বাচ্চা কাচ্চা করানো যেতো..

দেখেন, আপনি একটা বাচ্চা কে রাস্তা থেকে তুলে আনলেন, কিন্তু আপনার হয়তো এক্টার বেশী বাচ্চা পালার সামর্থ্য বা ইচ্ছা নেই, কিন্তু বাচ্চা হলে সেই ৫ টা বাচ্চাকে আপনি কাউকে দিতে পারলেন না বা রাস্তায় ফেলে দিলেন, তাহলে কি আসলে কারো কোন উপকার হইলো?
বিড়াল বছরে ৩ বার বাচ্চা করে, ৪ তা করে হলেও ১২ টা বাচ্চা.. অনিশ্চিত ভবিষ্যৎ... কি দরকার ভাই? অথচ এই বাচ্চা টাকে স্পে করিয়ে আপনি ওর ও স্বাস্থ্য ঝুকি কমালেন, হেলদি থাকল, সুস্থ থাকলো, নিরাপদ ও থাকলো.. সেটাই কি ভালো না? অনেকে ভাবেন স্বাভাবিক জীবন ব্যাহত হয়, বিশ্বাস করেন, কিছু হয়না, মেটিং ওরা ঠিক ই করতে পারবে, শুধু তার থেকে বাচ্চা হবেনা।

তাই কস্ট হলেও বাসায় পালা বাচ্চা গুলাকে অন্তত স্পে নিউটার করে দেন। ওদের কে একটা সুস্থ ভবিষ্যৎ দেন, বাকি হায়াত তো আল্লাহর হাতে...

08/08/2025

বিড়ালটা খিলগাওয়ের একটা বাসার সিড়িেত থাকতো, প্রেগনেন্ট হলে বাচ্চাগুলো নিয়ে বাড়ির সবাই ঝামেলা করতো, বাচ্চাগুলো সেফ জায়গায় দিতে পারে, আর ওকে যেন স্পে করে ছেড়ে দিতে পারি এজন্য উত্তরা একটা শেল্টারে দিয়েছিলাম, বাচ্চা দিয়ে এখন অনেক সিক হয়ে গেছে, খাওয়া বন্ধ, হ্যান্ড ফিড করানো লাগছে, আপু তার মতো যথেস্ট চেষ্টা করছে, আমরা এতোদিন পার্সোনালি ডোনেশন তুলে ওর খরচ চালিয়েছি, এখন আর সম্ভব না, বাচ্চাটা বেওয়ারিশ, তাই বলে ওকে এভাবে মরতে দিতে পারি না, আপনারা প্লিজ একটু সাহায্য করুন, না হলে চিকিৎসা না হলে বন্ধ করে দিতে হবে, ওর চিকিৎসা বাবদ খচর হয়ে গেছে প্রায় সাড়ে ৭ হাজার টাকা, এরমধ্যে ৩০০০ টাকা পরিশোধ করেছি, ডিউ ৪৪৮০ টাকা, শেল্টার খচর ১৫০০ টাকা। আপনারা সাহায্য করলে ওর চিকিৎসা চালাবো, না হলে ওকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া উপায় নেই। প্লিজ একটু দয়া করেন আপনারা, শেষ চেষ্টা করে দেখতে চাই। কেউ ডোনেট করতে চাইলে জানাবেন, ইনবক্সে বিকাশ নম্বর দিয়ে দিবো, কোন প্রমাণ লাগলে যে শেল্টারে আছে, তার ঠিকানা দিবো, চাইলে ভিডিও কলে ওর অবস্থাও দেখতে পারবেন।

বিচি যখন চলেই গেচে.. peace is not an option now... 🤨
07/08/2025

বিচি যখন চলেই গেচে..
peace is not an option now... 🤨

কামের ভিত্রে দুই.. খাই আর সুই...
07/08/2025

কামের ভিত্রে দুই..
খাই আর সুই...

06/08/2025

যখন কাউরে দেখি, নুডলস বা চাউমিন ভাইংগা গুড়া গুড়া কইরা পানিতে ছাড়তাছে, বিশ্বাস করেন! রাগে পুটকি ডা জইল্লা যায়.. 🙂

06/08/2025

বালু পাঠার মায়ের সি বিচ ভিউ রুমের ভিডু দেকে দেকে মনে পরল গতো মাসে কাইল্যাপাঠার মায় ও সমুদ্দুর ঘুরে আইছিলো... 😒

🙂🙂🙂🙂🙂
05/08/2025

🙂🙂🙂🙂🙂

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turtur the Snooty Biloi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turtur the Snooty Biloi:

Share