Alor Ayaat

Alor Ayaat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alor Ayaat, Digital creator, Gazipur.

20/06/2025
22/08/2023

★ ঈমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ (আঃ) জানতেন না দরজা খুলে যাবে!

★ ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা (আঃ) যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তখন তিনি জানতেন না, সাগর চিরে পথ তৈরি হবে!

★ গভীর সমূদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুস (আঃ) জানতেন না, মাছ তাঁকে হজম করতে না পেরে আবার তীরে ফিরিয়ে দিবে!

★ ইব্রাহীম (আঃ) জানতেন না প্রজ্বলিত আগুন তাঁর জন্য আরামদায়ক হয়ে যাবে!

★ কুরবানী করতে নিয়ে যাওয়ার সময় ইসমাঈল (আঃ) জানতেন না যে, ধারালো ছুরি তাঁকে হত্যা করতে পারবে না।

★ আইয়ুব (আঃ) জানতেন না যে, পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে!

তাঁরা প্রত্যকেই নিশ্চিত জানতেন তাঁদের একজন দয়াময় রব আছেন। আর রবের উপর ছিলো তাঁদের প্রত্যেকের পূর্ণ তাওয়াক্কুল। নিশ্চয়ই তিনি (আল্লাহ) বিপদ থেকে রক্ষা করবেন। আর তাই হয়েছিল।

মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে শোকর ও সবর করার তাওফিক দান করুন। আমীন।

02/08/2023

❝কাউকে" গালির বদলে গালি দিও না, ❝লজ্জার" বদলে লজ্জা দিও না, ❝কষ্টের "বদলে কষ্ট দিও না।

"যদি"ও তোমার প্রতিশোধ নেওয়ার❞ অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,

"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!"

📖(সূরা আয-যুমারঃ ১০)

30/07/2023

একব্যক্তি প্রচুর কোরআন পড়ত, তবে তার থেকে কিছু তার মুখস্ত থাকত না। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাস করল, তুমি এত কোরআন পড় কিন্তু কিছুই মুখস্ত রাখতে পার না, এতে কি লাভ?

তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে এই প্রশ্নটির উত্তর দিব তার আগে তুমি এই বেতের ঝুড়িটি দিয়ে সমুদ্র থেকে পানি এনে আমাকে দেখাও।
ছেলেটি বলল, এটাতে পানি ভরে আনা তো অসম্ভব ব্যাপার।
লোকটি বলল, চেষ্টা করে দেখো।

বেতের ঝুড়িটি কয়লা আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত। ছেলেটি ঝুড়িটি নিলো এবং সমুদ্রের দিকে রওয়না হল৷ সমুদ্রের পানি তাতে ভরে পিতার কাছে নিয়ে আসতে আসতে ঝুড়িটি থেকে সব পানি বের হয়ে গেল।

এবার সে পিতাকে বলল, এতে কি লাভ? পানি তো সব বের হয়ে যাচ্ছে! পিতা বলল, চেষ্টা চালিয়ে যাও।

ছেলেটি দুইবার, তিনবার, চারবার, পাচবার এভাবে করেক বার চেষ্টা করেও পানি ধরে রাখতে পারলো না। অবশেষে ক্লান্তশ্রান্ত বদনে পিতার কাছে ফিরে এসে বললো, আমার পক্ষে পানি দিয়ে এই পাত্রটিকে ভরে আনা সম্ভব না।

পিতা তখন ছেলেটিকে বললো, তুমি কি খেয়াল করেছো ঝুড়িটির মধ্যে?
ছেলেটি বললো, হ্যা, ঝুড়িতে আমি পানি ধরে রাখতে পারিনি, তবে পানি ঝুড়ির মধ্যে থাকা কয়লার ময়লা ধুয়ে সাফ করে দিয়েছে। এখন সেটি পরিষ্কার ও চকচক করছে।

পিতা বলল, তুমি ঠিক ধরেছ। কুরআনও তোমার অন্তরের সাথে একই কাজ করে। অর্থাৎ দুনিয়া ও দুনিয়াবি কাজের কারণে তোমার অন্তর কলুষিত হয়ে যায়। কোরআন সমুদ্রের পানির মতো তোমার অন্তরকে পাক-সাফ করে দেয় যদিও তুমি তার থেকে কিছু তোমার অন্তরে সংরক্ষণ করে রাখতে না পারো।

মনে রেখো, কোরআনের নাযিলকৃত প্রথম আয়াত "পড়", "মুখস্ত করো" না।
সুতরাং কোরআন মুখস্ত করতে না পারার কারণে শয়তান যেন তোমার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে এবং তোমাকে কোরআন পড়া থেকে দূর করতে না পারে৷

~ শায়েখ আলী সাল্লাবী (হাফি)-এর লেখা থেকে।
(লিখা এবং ছবি সংগ্রহীত)

কপি/শেয়ার করতে পারেন চাইলে 🍀

29/07/2023

কাউকে গালির বদলে গালি দিও না।
লজ্জার বদলে লজ্জা দিও না।
কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তুমি প্রতিশোধ নিতে পারো! কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও! এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন।"

[সূরা আয-যুমারঃ ১০]

26/07/2023

"জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল, মাজলুম; আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।"
[বুখারী, ৬২০২]

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alor Ayaat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share