Sounds Good

Sounds Good Learn Something,
Do Something.
(2)

এই স্বার্থের শহরে নিঃস্বার্থতার খোঁজে এক নিঃসঙ্গ প্রান🥰🥰🥰🥰
07/11/2025

এই স্বার্থের শহরে নিঃস্বার্থতার খোঁজে এক নিঃসঙ্গ প্রান🥰🥰🥰🥰

06/11/2025

জীবন যেমনই হোক আল্লাহর দেওয়া প্রতিটি নেয়ামতের জন্য কৃতজ্ঞতা🥰

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালমা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর...
29/08/2025

রাসুল (সা.) বিখ্যাত নারী সাহাবি উম্মে সালমা (রা.)-কে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে, তখন (এই গর্ভকালীন) সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয়, তখন তার জন্য নয়ন শীতলকারী কী কী নিয়ামত লুকিয়ে রাখা হয়, তা আসমান-জমিনের কোনো অধিবাসীই জানে না। সে যখন সন্তান প্রসব করে, তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়।

এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে (অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমানে না দেয়) তাহলে সে আল্লাহর পথে নিখুঁত ৭০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে।

[তাবরানি, হাদিস: ৬৯০৮]

প্রেমের টানে সংসার শুরু করেছিলেন তারা। অনেক স্বপ্ন, অনেক আশা ছিলো তাদের জীবনে। এক বছর পর আল্লাহ তাদের কোলে এক টুকরো সুখে...
28/08/2025

প্রেমের টানে সংসার শুরু করেছিলেন তারা। অনেক স্বপ্ন, অনেক আশা ছিলো তাদের জীবনে। এক বছর পর আল্লাহ তাদের কোলে এক টুকরো সুখের ধন, একটি পুত্র সন্তান দেন। কিন্তু সেই সন্তান জন্মের পরপরই জন্ডিসে আক্রান্ত হয়। ভাগ্যের নির্মম পরিহাস—সেই অসুখ থেকে শিশুটি প্রতিবন্ধী হয়ে যায়।

যেই সন্তানকে ঘিরে মা-বাবার সব ভালোবাসা, সেই সন্তানকেই দেখে বাবা ধীরে ধীরে বদলে গেলেন। মায়ের বুক ভেঙে গেলো যখন দেখলো—সন্তান প্রতিবন্ধী হবার পর স্বামী তার সাথে খারাপ আচরণ করতে শুরু করেছে। একদিন সেই স্বামী ঘর ছেড়ে চলে গেলো, ফেলে রেখে গেলো স্ত্রী আর অসহায় শিশুটিকে।

পরে স্ত্রী জানতে পারলেন—যার সাথে প্রেম করে বিয়ে করেছিলেন, সেই স্বামী অন্যত্র আরেকটি বিয়ে করেছে। নিরাশ্রয় হয়ে স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গেলেন—
“আমার সন্তানের চিকিৎসার খরচ, মাসে অন্তত দশ হাজার টাকা দাও।”

কিন্তু নির্মম স্বামী সোজা কথায় বলে দিল—
“আমি কোনো খরচ দিতে পারবো না।”

আজ সেই মা তার প্রতিবন্ধী সন্তানকে কোলে নিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। একসময় যে সংসার ছিলো ভালোবাসায় ভরপুর, আজ সেখানে কেবল ভাঙা স্বপ্ন আর কান্নার সুর। সমাজ আর এলাকাবাসীর কাছে তিনি এখন বিচার প্রার্থনা করছেন—
“আমার সন্তানের অধিকার যেন বঞ্চিত না হয়।”

পুরুষ পাখিটাকে কি চিনতে পারছেন?
29/07/2025

পুরুষ পাখিটাকে কি চিনতে পারছেন?

সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ! 💔
29/07/2025

সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ! 💔

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম পথিকৃৎ, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দ...
09/06/2025

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম পথিকৃৎ, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব আজ কানাডার লেক অন্টারিওতে এক মর্মান্তিক বোট দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। তাঁর মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

কোরবানিতে ১২ জন মিলে, পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছ...
01/06/2025

কোরবানিতে ১২ জন মিলে, পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল, এখন দু'জনকে লা'শ হয়ে ভ্যান গাড়িতে বাড়ি ফিরতে হচ্ছে। হায়রে জীবন 😭

খবর: কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। আজ দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে ১টি টমটমকে সাইট দিতে গিয়ে নিয়'ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খা'দে পড়ে যায়। 😭এ সময় ট্রাকের নিচে চা'পা পড়ে ঘটনাস্থলেই দুই গরু ব্যাপারী নি'হ'ত হন, তাছাড়া ২টি গরুও মা'রা গেছে।

(COLLECTED)

31/05/2025

সত্য কথা সবসময় বক্তৃতার মত শোনায়!
আর মিথ্যা কবিতার মত😊

28/05/2025

জীবনে এতটুকু শান্তি হঠাৎ করেই আসুক।
অনেক ক্লান্ত লাগে এখন।

ঘটনা টা কতটুকু সত্য আইনের মাধ্যমে যাচাই করা জরুরি।এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার ...
28/05/2025

ঘটনা টা কতটুকু সত্য আইনের মাধ্যমে যাচাই করা জরুরি।

এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার বিংরাবো গ্রামের ঘটনা। বাড়ির পাশেই এমন ঘটনা দেখে মনে হচ্ছে কিয়ামত বেশি দেরি নাই।৪ বছরের এই বাচ্চা কে ডেকে নিয়ে তারই প্রতিবেশী নির্মম ভাবে খুন করার চেষ্টা চালায়।তার মাথার খুলি ভেংগে ফেলে।জিহ্বা টেনে ছিড়ে ফেলে।একপর্যায়ে শাসরোধ করে মৃত ভেবে পরিত্যক্ত জায়গায় ফেলে চলে আসে। ৪ বছরের এই নিষ্পাপ বাচ্চা টির কি দোষ?? কিন্তু আফসোস গত কয়েক দিন হয়ে গেছে অপরাধী ঘুরে বেড়াচ্ছে। গরিব বলে কেউ পাশে নাই 😪😪আর ফেসবুকে আমি তাকে নিয়ে পোস্ট করায় আমাকেও হুমকি দিচ্ছে 😪😪

Address

Joy Bangla Road
Gazipur

Telephone

+8801936087502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sounds Good posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sounds Good:

Share