Sounds Good

Sounds Good Learn Something,
Do Something.
(2)

পুরুষ পাখিটাকে কি চিনতে পারছেন?
29/07/2025

পুরুষ পাখিটাকে কি চিনতে পারছেন?

সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ! 💔
29/07/2025

সে নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ! 💔

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম পথিকৃৎ, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দ...
09/06/2025

বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অন্যতম পথিকৃৎ, বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব আজ কানাডার লেক অন্টারিওতে এক মর্মান্তিক বোট দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অপ্রত্যাশিত দুর্ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। তাঁর মরদেহ দ্রুত ঢাকায় পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

কোরবানিতে ১২ জন মিলে, পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছ...
01/06/2025

কোরবানিতে ১২ জন মিলে, পরিবারের জন্য একটু বাড়তি রোজগারের আশায়, মৌসুমি গরুর ব্যবসায় নেমে, ট্রাকে ১৪টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছিল, এখন দু'জনকে লা'শ হয়ে ভ্যান গাড়িতে বাড়ি ফিরতে হচ্ছে। হায়রে জীবন 😭

খবর: কুষ্টিয়া থেকে ১৪টি গরু নিয়ে ব্যবসায়ীরা একটি ট্রাকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। আজ দুপুর দেড়টার দিকে গরুবোঝাই ট্রাকটি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট নামক স্থানে ১টি টমটমকে সাইট দিতে গিয়ে নিয়'ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খা'দে পড়ে যায়। 😭এ সময় ট্রাকের নিচে চা'পা পড়ে ঘটনাস্থলেই দুই গরু ব্যাপারী নি'হ'ত হন, তাছাড়া ২টি গরুও মা'রা গেছে।

(COLLECTED)

31/05/2025

সত্য কথা সবসময় বক্তৃতার মত শোনায়!
আর মিথ্যা কবিতার মত😊

28/05/2025

জীবনে এতটুকু শান্তি হঠাৎ করেই আসুক।
অনেক ক্লান্ত লাগে এখন।

ঘটনা টা কতটুকু সত্য আইনের মাধ্যমে যাচাই করা জরুরি।এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার ...
28/05/2025

ঘটনা টা কতটুকু সত্য আইনের মাধ্যমে যাচাই করা জরুরি।

এই টুকু বাচ্চার কি দোষ ছিলো।বার বার আমার মনকে কাঁদাচ্ছে।রূপগঞ্জ থানার বিংরাবো গ্রামের ঘটনা। বাড়ির পাশেই এমন ঘটনা দেখে মনে হচ্ছে কিয়ামত বেশি দেরি নাই।৪ বছরের এই বাচ্চা কে ডেকে নিয়ে তারই প্রতিবেশী নির্মম ভাবে খুন করার চেষ্টা চালায়।তার মাথার খুলি ভেংগে ফেলে।জিহ্বা টেনে ছিড়ে ফেলে।একপর্যায়ে শাসরোধ করে মৃত ভেবে পরিত্যক্ত জায়গায় ফেলে চলে আসে। ৪ বছরের এই নিষ্পাপ বাচ্চা টির কি দোষ?? কিন্তু আফসোস গত কয়েক দিন হয়ে গেছে অপরাধী ঘুরে বেড়াচ্ছে। গরিব বলে কেউ পাশে নাই 😪😪আর ফেসবুকে আমি তাকে নিয়ে পোস্ট করায় আমাকেও হুমকি দিচ্ছে 😪😪

বৃষ্টির সময় যারা অপ্রয়োজনে বাসা থেকে বের হন তারা সাবধান🙅‍♂️আজ দুপুর ২টার কিছু সময় পরে, বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলা লক্ষী...
28/05/2025

বৃষ্টির সময় যারা অপ্রয়োজনে বাসা থেকে বের হন তারা সাবধান🙅‍♂️
আজ দুপুর ২টার কিছু সময় পরে, বজ্রপাতে দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে খেলার মাঠে এই ছেলেটি মারা যায়।

ভাবা যায়!! ঢাকায় প্রথম সিংকহোল!🤨ধানমন্ডি শংকরে সাত মসজিদ রোডে যান চলাচল বন্ধ।আজ ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো একটি স...
28/05/2025

ভাবা যায়!! ঢাকায় প্রথম সিংকহোল!🤨

ধানমন্ডি শংকরে সাত মসজিদ রোডে যান চলাচল বন্ধ।

আজ ঢাকা শহরের ইতিহাসে প্রথমবারের মতো একটি সিংকহোল (Sinkhole) ধরা পড়েছে — তাও আবার ব্যস্ত শংকর এলাকায়! ধানমন্ডি সাত মসজিদ রোডে শংকর বাস স্ট্যান্ডের কাছে রাস্তায় হঠাৎ বড় একটি গর্ত সৃষ্টি হয়, যা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বর্তমানে ঐ অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে, ঢাকার রাস্তাগুলো কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।

সিংকহোল আসলে কী?
সিংকহোল হলো হঠাৎ ধসে যাওয়া একটি গর্ত, যা মাটির নিচে ফাঁপা জায়গা তৈরি হলে এবং ওপরের স্তর ভেঙে পড়লে ঘটে। মনে হয় যেন রাস্তা হঠাৎ করেই গিলে ফেলছে মাটি।

কেন হয় সিংকহোল?
১. ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেলে মাটি দুর্বল হয়ে পড়ে।
২. ড্রেন বা পানির পাইপ লিক হয়ে মাটি ধুয়ে গিয়ে ফাঁপা হয়ে যায়।
৩. সেফটিক ট্যাংক বা পুরনো পাইপলাইন ভেঙে পড়লে নিচে ফাঁকা জায়গা তৈরি হয়।
৪. কিছু এলাকায় প্রাকৃতিকভাবে চুনাপাথর বা দ্রবণীয় শিলা পানিতে গলে গর্ত তৈরি করে।

---

কীভাবে সাবধান থাকবেন?

ফাটলধরা বা পানি জমে থাকা রাস্তায় ভারী যান না চালান।

হঠাৎ গর্ত বা ধস দেখলে দ্রুত স্থান ত্যাগ করুন।

পুরনো পাইপলাইন ও ড্রেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে।

নগর কর্তৃপক্ষের উচিত ভূগর্ভস্থ জরিপ ও ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করা।

এই প্রথম সিংকহোল আমাদের জন্য একটা অ্যালার্ম। এখনই সময় অবকাঠামোর দুর্বলতা মেরামতের — নয়তো বিপদ আরও বাড়বে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

আপনি যা দেখছেন তা হল একটি সহজ এবং নির্ভরযোগ্য পুনর্গঠন কৌশল যা গভীর পোড়ার পরে কার্যকরী এবং সংবেদনশীল আঙ্গুলগুলি পুনরুদ্...
28/05/2025

আপনি যা দেখছেন তা হল একটি সহজ এবং নির্ভরযোগ্য পুনর্গঠন কৌশল যা গভীর পোড়ার পরে কার্যকরী এবং সংবেদনশীল আঙ্গুলগুলি পুনরুদ্ধার করে।

আক্রান্ত আঙ্গুলগুলি রোগীর পেটে 30 দিনের জন্য রোপণ করা হয়। পেটের টিস্যু থেকে ত্বকের কয়েকটি টুকরো রোগীর আঙ্গুলের উপর গ্রাফ্ট করা হয়। দুটি ক্ষেত্র একত্রিত হয় এবং রক্তনালীগুলি সংযুক্ত থাকে, যা আপনাকে আপনার পেট থেকে অবশিষ্ট ত্বককে ভাগ করে আপনার হাতে স্থানান্তর করতে দেয়।
#সংগৃহীত

দীর্ঘ দিনের গুঞ্জন জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে এবার.....আগামী ২৩ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন Ayman Sadiq ...
14/09/2023

দীর্ঘ দিনের গুঞ্জন জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে এবার.....
আগামী ২৩ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন Ayman Sadiq ও Munzereen Shahid।
অগ্রিম শুভকামনা ❤️

Address

Joy Bangla Road
Gazipur

Telephone

+8801936087502

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sounds Good posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sounds Good:

Share