Mr.Man

Mr.Man I will show videos that will have an educational role in the society, And people can get entertainmen

হ্যালো 🫡
12/03/2025

হ্যালো 🫡

শুধু মাত্র লিজেন্ডদের জন্য।।😆বুঝতে চাইলে zoom করেন
19/02/2024

শুধু মাত্র লিজেন্ডদের জন্য।।😆
বুঝতে চাইলে zoom করেন

বিশেষ সময়েযখন কেউ পিছনে তাকাতে না বলে,,তখন লে আমি 😁
04/12/2023

বিশেষ সময়ে
যখন কেউ পিছনে তাকাতে না বলে,,
তখন লে আমি 😁

ফাইনালি আমার জজন্মতারিখটি খুজে পেয়েছি,75। আপনার টা কত?
26/07/2023

ফাইনালি আমার জজন্মতারিখটি খুজে পেয়েছি,75। আপনার টা কত?

পৃথিবীতে সবচেয়ে অসহায় বাবা হচ্ছে কাক😞😔যে বাবা হবার সত্বেও, তার বাচ্চারা তাকে কাকা বলে ডাকে😁😂
30/05/2023

পৃথিবীতে সবচেয়ে অসহায় বাবা হচ্ছে কাক😞😔
যে বাবা হবার সত্বেও,
তার বাচ্চারা তাকে কাকা বলে ডাকে😁😂

21/05/2023

মেয়েদের প্রতিভা ×ছেলেদের প্রতিভা😉💁‍♂️

মধ্যবিত্তরা বুকে শত কষ্ট জমা রেখেও হাসতে পারে,☺️
29/03/2023

মধ্যবিত্তরা বুকে শত কষ্ট জমা রেখেও হাসতে পারে,☺️

26/03/2023

শেষে মজা আছে 😆!
দেখতে থাকুন...

সারাদিনের রোজার ক্লান্তি দূর করবে এই বেল। বেলের উপকারিতা অনেক।  তাই ইফতারে এর থাকা প্রয়োজন। বেলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য ...
25/03/2023

সারাদিনের রোজার ক্লান্তি দূর করবে এই বেল। বেলের উপকারিতা অনেক। তাই ইফতারে এর থাকা প্রয়োজন।
বেলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে উপকারী ফল হিসেবে পরিচিত বেল। কারণ বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর এই ফল। অ্যান্টি অক্সিডেন্ট তো রয়েছেই, এছাড়াও রয়েছে আরো নানাবিধ পুষ্টিগুণ।

১০০ গ্রাম বেলে আপনি পাবেন ১.৮ গ্রাম প্রোটিন, ৩১.৮ গ্রাম কার্বোহাইড্রেট, ০.৩ গ্রাম ফ্যাট, ৫৫ মিলিগ্রাম ভিটামিন এ, ৬০ মিলিগ্রাম ভিটামিন সি, ৮৫ মিলিগ্রাম ক্যালসিয়াম, ৬০০ মিলিগ্রাম পটাশিয়াম। সুতরাং, বুঝতেই পারছেন কতখানি পুষ্টিগুণে সমৃদ্ধ এই বেল।

চলুন আজ জেনে নেওয়া যাক বেলের কিছু অসাধারণ পুষ্টিগুণ আর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

১. কোষ্ঠকাঠিন্যের মহৌষধ বেল

পেট পরিষ্কার করার জন্য বেল খেতে হয়- কথাটি কিন্তু বৈজ্ঞানিকভাবেও সত্য। বেল সুন্দরভাবে মল পরিষ্কার হতে সাহায্য করে। নিয়মিত রোজ টানা ৩ মাস যদি আপনি বেলের শরবৎ খান তবে আপনার কোষ্ঠকাঠিন্য পুরোপুরি ভালো হয়ে যাবে।
২. ডায়েরিয়া কমাতে বেল খান

কাঁচা বেল ডায়েরিয়ার জন্য অব্যর্থ ওষুধ। যদি অনেক দিন ধরে আপনি এই সমস্যায় ভোগেন তাহলে কাঁচা বেল স্লাইস করে কেটে রোদে শুকিয়ে গুঁড়ো করে এই গুঁড়ো ১ চামচ নিয়ে ব্রাউন সুগার আর গরম জলে মিশিয়ে খান। দিনে দুইবার খেতে হবে এই জল। ভালো ফল পেতে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

৩. পেপটিক আলসারের ওষুধ বেল
পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে সাহায্য করে। সপ্তাহে তিন দিন বেলের শরবৎ করে খান আলসার কমাতে। এছাড়া বেলের পাতা সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন সেই জল খেলেও কিন্তু অনেক কমে যায় আলসার।

৪. ডায়াবেটিস কমায়
ডায়াবেটিস রোগীর খাবার এর মধ্যে পাকা বেল হল অনেক উপকারী। পাকা বেলে আছে মেথানল নামের একটি উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ দেয়। সাম্প্রতিক গবেষণায় এটি ধরা পড়েছে। তবে ভালো ফল পেতে পাকা বেল শরবৎ করে নয়, এমনিই খেতে হবে।

৫. যক্ষ্মা কমায়
পাকা বেলে আছে অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান, যা যক্ষ্মা কমাতে সাহায্য করে। তবে ভালো ফল পেতে আপনাকে ব্রাউন সুগারের সঙ্গে বা মধু দিয়ে বেলের শরবৎ করে রাতে খেতে হবে শুতে যাওয়ার আগে। এটি টানা চল্লিশ দিন খান। উপকার পেতে আপনি বাধ্য।

৬. আর্থ্রারাইটিস উপশম করে
এটি একটি এমন সমস্যা যা আজকাল শুধু বয়স্কদের নয়, অনেক কম বয়সের মানুষদেরও হচ্ছে। গাঁটে গাঁটে ব্যথা, চলতে সমস্যা এই সবই এর লক্ষণ। কিন্তু বেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই ব্যথার হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে। নিয়ম করে তাই বেল খান।

৭. স্কার্ভি কমায়
স্কার্ভি হল দাঁতের একটি সমস্যা যেটি মূলত ভিটামিন সি’র অভাবে হয়। দাঁতের ক্ষয় হয় মূলত এই রোগ হলে। বেল এই রোগের প্রকোপ কমায়। আমরা দেখেইছি যে বেল হল ভিটামিন সি’র একটি অনবদ্য উৎস। তাই আমরা আমাদের দৈনন্দিন ভিটামিন সি’র চাহিদা বেল থেকে পূরণ করতে পারি।

৮. ক্যানসার থেকেও দূরে রাখে
ক্যানসার আজকের দিনের এক মহামারী বলা যায়। আমরা সবাই চাই এই রোগটি থেকে দূরে থাকতে। বেল কিন্তু আমাদের এই রোগ থেকে দূরে রাখে। এতে আছে অ্যান্টি প্রলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান। এই উপাদান টিউমার হতে দেয় না সহজে। আর যেহেতু এই ফলে হাই অ্যান্টি অক্সিডেন্ট উপাদান আছে তাই ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

১০. ম্যালেরিয়া কমায় কাঁচা বেল
ম্যালেরিয়া হলে কাঁচা বেল নিয়ে গুঁড়ো করে নিন। এবার ১ চামচ এই বেল গুঁড়ো নিয়ে তার সঙ্গে তুলসীর রস নিন। সঙ্গে মধু মিশিয়ে খেয়ে নিন দিনে দু বার। এটি কিন্তু অসাধারণ কাজ দেয়।

24/03/2023

কার বিএফ হতে পারে 😆
মেনশন করুন......

20/03/2023

আমি যদি গায়ক হইতাম, তাহলে যা হতো 🤭😆😆

Address

Mawna
Gazipur

Telephone

+8801980411997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Man:

Share

Category