Jinnat Ara Jim

Jinnat Ara Jim DIGITAL MARKETER

সফলতা তাকেই খুঁজে বেড়ায় যে সকল সমস্যার মাঝে সমাধান খোঁজে...�

27/12/2023

নারী কিংবা পুরুষ বিবেচনায় সফলতা আসে না। সফলতা এমনকি বয়স বিবেচনায়ও আসে না৷ সফলতা আসে তীব্র আকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম, নির্দিষ্ট ফোকাস থেকে। ধৈর্য, অধ্যবসায় আর মেধার প্রয়োগ ঘটিয়ে তিনি কাজ করছেন এফিলিয়েট সেক্টরে। স্বপ্ন এবং ফোকাস ঠিক রেখে, কঠোর পরিশ্রম আর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।

27/12/2023

আসুন নিজেকে তৈরী করি একজন দক্ষ মানুষ
হিসাবে,
ফ্রিল্যান্সিং করে নিজেকে একজন দক্ষ মানুষ হিসাবে তৈরী করি,
দিন দিন বাংলাদেশের বেকারত্ব হার যেন বেড়েই চলছে। সরকারি চাকরি হয়ে উঠেছে সোনার হরিণ।
ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। যেখানে লাগবে না
মামা - খালুর টাকা পয়সা। নিজেকে সঠিক ভাবে দক্ষ করে
তুললে ভালো একজন ফ্রিল্যান্সার তৈরী হতে পারবেন।
আমরা নিজের দক্ষতা বাড়িয়ে নিজের বেকারত্ব দুর
করতে পারি।

👉সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে। নিজেকে একজন
দক্ষ ফ্রিল্যান্সার তৈরী করে বেকারত্ব থেকে মুক্ত হয়ে সুন্দর
একটা ক‍্যারিয়ার গড়তে পারবেন এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে।
তাই আপনাদের জন্য ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে A To Z
একটি ক্লাসের আয়োজন করা হয়েছে।
উক্ত ক্লাসটি করতে আগ্রহীরা,,,,
ইনবক্স করুন
ধন্যবাদ

26/12/2023

নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?

ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর করা হয় না। কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

একটা প্রশ্ন সকলেরই থাকে যে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।
সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি।

যেমন ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের উপর ভালো দক্ষতা অর্জন করলেন। এরপর আপনাকে যে কোন মার্কেটপ্লেসে ভালো একটি একাউন্ট তৈরি করতে হবে কোনো একটি অর্ডার পাওয়ার জন্য।

সব কমপ্লিট।
কাজ কিভাবে পাবেন?
কাজ পাওয়ার জন্য আপনাকে মনে রাখতে হবে যে বিষয়ের উপর আপনি কাজ পেতে চাচ্ছেন সেই বিষয়টাকে আরো ভালোভাবে শিখে সুসম্পন্ন করা।
মনে রাখবেন, বায়ারের সাথে যতো ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ক্যারিয়ার ততো বেশি সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি বায়ারের সাথে সুসম্পর্ক তৈরি করার।

ঠিক এভাবেই আপনিও হতে পারেন একজন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী।

24/12/2023

☑️☑️
** ইচ্ছা থাকলে সবই সম্ভব।
** যে কোন পেশার পাশাপাশি শিখুন ফ্রিল্যান্সিং।
** নিজের ক্যারিয়ারকে স্বাবলম্বী করতে শিখুন ফ্রিল্যান্সিং।
** যেখানে আছে সময়ের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা,অধিক সম্মান।
✅✅
** পরের অধীনে থেকে চাকরি করবেন আর কত?
** অসুস্থ শরীর নিয়ে অফিসে যাবেন আর কত?
** উচ্চমাধ্যমিক পাশ করে বেকার বসে থাকবেন আর কত?
** পরিবারের কাঁধে ভর করে বসে কতদিন আর খাবেন?
** অযথা সময়গুলো নষ্ট করছে কেন?
✅✅
** তাই আসুন সময়গুলোকে কাজে লাগাতে শিখি।
** মুক্ত এবং স্বাধীন পেশায় নিজের জীবন গড়ি।
** অন্যের অধীনে থেকে কাজ করার মানসিকতা বাদ দেই।
** ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গঠন করি।
** সবাই পারলে, আমি কেন পারব না?
তাই আসুন সঠিক সময় সঠিক পদক্ষেপ নেই। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ুন। অযথা সময়গুলো নষ্ট করা থেকে বিরত থাকুন। সময়গুলোকে সঠিক কাজে লাগাই।

Happy freelancing 🥰

23/12/2023

শিক্ষিত বেকার না হয়ে, হয়ে উঠুন সফল ফ্রিলান্সার
ঘরে বসে সহজ কিছু কাজের মাধ্যমে আপনার সময় কে কাজে লাগিয়ে মাস্টার আইটির সাথে গড়ে তুলুন আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ার।
আমরা আপনাকে সহজ কিছু ক্লাস ও কাজের মাধ্যমে গড়ে তুলব বেসিক থেকে এডভান্স লেভেলের ফ্রিলান্সার হিসেবে।

21/12/2023

ডিজিটাল মার্কেটিং কি??🤔🤔

বর্তমান যুগ ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন ঘরে বসে অনলাইনে কেনাকাটা থেকে শুরু করে, অনলাইনে বিজনেস, অনলাইনে ইনকাম সবকিছুই এই ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভর করে।

ডিজিটাল মার্কেটিং বলতে মূলত অনলাইনে পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকে বুঝায়। সেটা হতে পারে সোস্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে বা হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি, রেডিওর মাধ্যমে পণ্য বা সেবার বিজ্ঞাপন করাও একপ্রকার ডিজিটাল মার্কেটিং।
এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেজিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।

তাহলে বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শিখার কোনো বিকল্প নেই।

ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ :

->এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
->এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
->এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং
->কন্টেন্ট মার্কেটিং
->এফিলিয়েন্ট মার্কেটিং
->ইমেইল মার্কেটিং
->ই-কমার্স প্রোডাক্ট মার্কেটিং
->সিপিএ Marketing

★ #ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং কোর্সের নতুন আরো একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে

★ লাইভ ক্লাস শেষে স্পেশালি ক্লাস রিভিউ এর জন্য পাচ্ছেন লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও।

★ কোর্স শেষে সার্টিফিকেট প্রদান

★ সাথে লাইফ টাইম সাপোর্ট তো আছেই

Freelancing Career

21/12/2023

শূন্য থেকে শুরু হোক আপনার ফ্রিল্যান্সি এর পথচলা শুরু টা হতে পারে ডাটা এন্ট্রি সাথে ফ্রিল্যান্সিং আপনার জিবনকে সাজাতে আপনার একটি ভালো চিন্তা থেকে শুরু করা যেটি কোন এক সময় নিয়ে যাবে আপনাকে সফলতার শীর্ষে তাই বসে না থেকে নিজেকে নিজের জন্য তৈরী করুন যোগ্যতা আপনাকে আপনার গন্তব্যে পৌছে দিবে একটা ব্যবসা করতে পুঁজি প্রয়োজন আর চাকরি করতে প্রয়োজন সামর্থ্য ও যোগ্যতা, যা সবার জন্য সম্ভব হয়ে উঠে না । কিন্তু ফ্রীলান্সিং এমন এক প্লাটফর্ম যেখানে সব শ্রেণী পেশার মানুষ তার ক্যারিয়ার গড়ে তুলতে সক্ষম। আমরা আপনাকে শূন্য থেকে এডভান্স পর্যন্ত কাজ শিখিয়ে দিব ।

✅ক্লাস চলাকালীন সময়েই হবে আপনার অল্প অল্প ইনকাম ✅

19/12/2023

ফ্রিল্যান্সিং কি? #পড়ুন_জানুন

ফ্রিল্যান্সিংকে আজ অনেকেই একটি পেশা হিসেবে গ্রহণ করেছে । সম্প্রতি সকল ফ্রিল্যান্সারদের তাদের পরিচয় ব্যবহারের জন্য একটি আইডি কার্ড এর ব্যবস্থা করা হয়েছে । আবার আমাদের অনেকেই এই পথে পা ডুবিয়ে হতাশ হয়ে হয়ত ফিরে এসেছে । এর প্রধান কারণ হলো অনভিজ্ঞতা এবং সঠিক পদ্ধতি অবলম্বন না করা । যার ফলে অনেকেই অনেক উৎসাহের সাথে শুরু করেও তা থেকে ফিরে আসতে হয়েছে ।
সোজা ভাবে বললে, ফ্রিল্যান্সিং এমন একটি আলাদা মাধ্যম বা উপায়, যার দ্বারা আপনারা অনলাইন কাজ করে টাকা আয় করতে পারবেন ।

18/12/2023

যেকোনো কাজ করতে হলে সেই কাজ সম্পর্কে আগে থেকে অভিজ্ঞতা ও সেই কাজ কিভাবে করে তার শিক্ষা নেওয়া দরকার হয়। ১০ থেকে ১৫ বছর পড়াশুনা করে শেষ মেশ বেকার কিভাবে থাকে মানুষ তাই ই আশ্চর্যের বিষয়।

অনেকেই দেখি যাদের ইন্টারনেট সম্পর্কে কোনো ধারণা নেই। তারা কম্পিউটার চালানো শিখতে চায়। তারা বিভিন্ন আইটি সেন্টার এ মাইক্রোসফট অফিস শেখে। তো কিসের জন্য শিখে?
কারণ তারা অফিস এর কাজ গুলো চাকরির সময় কাজে লাগাতে পারবে এবং অনেক জায়গায় চাকরিতে এটির সার্টিফিকেট ছাড়া চাকরি হবে না।

তো মনে করেন আপনিও অফিস এপ্লিকেশন এ কোর্স করেছেন। আপনি এখন চাকরির জন্য এটি শিখে রাখলেন। আপনার উপকার হলো।

কিন্তু এই দিকে আমি বা অন্যরা যারা ইন্টারনেট সম্পর্কে জানি তারা চাকরির আগেই কাজ করা শুরু করে দিয়েছে। দেখা যায় তারা অফিস এপ্লিকেশন কেই কাজে লাগাচ্ছে মুনাফা আয় করার জন্য।
কিভাবে? সবারই প্রশ্ন থাকতে পারে যারা জানেন না।
কারণ এগুলো বলা হয় না। মানুষ শুধু মাত্র এই কাজ জেনে বড় বড় মার্কেট প্লেস এ কাজ করছে। কিভাবে?
বলছি।
আপনি যদি অফিস এপ্লিকেশন জানেন এবং অনলাইন মানে ইন্টারনেট এর বেসিক ধারণা যেমন ওয়েব রিসার্চ কিভাবে করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে ও কিভাবে সার্চ করে তথ্য বের করতে হয় তা জানলেই আপনি অনলাইন থেকে মুনাফা আয় করতে পারবেন।

বি দ্র: বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দিতে পারেন।

শীতকাল! চলে এসেছে অসহায় পথ শিশুদের বা গরীব মানুষের কষ্টের আর শেষ নেই, শীতের  রাতগুলো কতটা কষ্টদায়ক সে অনুভূতি বুঝার     ...
17/12/2023

শীতকাল! চলে এসেছে অসহায় পথ শিশুদের বা গরীব মানুষের কষ্টের আর শেষ নেই, শীতের রাতগুলো কতটা কষ্টদায়ক সে অনুভূতি বুঝার আমাদের অনেকেরই ক্ষমতা নেই, কারন আমরা আমাদের নিজেদের শীত নিবারনের জন্য হাজার দামি পোশাক কিনে থাকি.. আমার কখনো ওদের কথা ভাবি না, 😢 দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের 💔
চলেন না আমার সবাই মিলে পথ শিশু, অসহায় মানুষের পাশে দাঁড়াই।
শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের কতর্ব্য, সহযোগিতার হাত বাড়িয়ে শীতের মানবিকতার উর্মেষ ঘটাতে হবে। আর তখনই শীত কষ্টের ঋতু না হয়ে উৎসবের ঋতু হবে,
তাই আমাদের ( F W F ) Social Service গ্রুপ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতের বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করতে যাচ্ছি, এই মাসের ২৫-৩০ তারিখ এর মধ্যে, তাই আমরা সকলের সহোযোগি কামনা করছি,
আমাদের সহযোগিতা করতে
bkash/Nagad
-01311-242296
আর আমাদের সকল মানবিক কাজের আপডেট জানতে আমাদের ফেসবুক গ্রুপ এ এড হউন
https://www.facebook.com/groups/208983711330781/?ref=share_group_link
- ধন্যবাদ💝

⭕ফ্রিল্যান্সিং  যাএা শুরু করার আগে এই ৫ টি বিষয়  দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন। ১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং ...
09/07/2023

⭕ফ্রিল্যান্সিং যাএা শুরু করার আগে এই ৫ টি বিষয় দেখে ফ্রিল্যান্সিং শুরু করবেন।

১-আপনাকে প্রথমে জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে।
২-তার পরে শুরু করতে হবে।
৩-আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন যেখানে টিচার প্যানেল টপ রেটার ফ্রিল্যান্সার।
৪-যেখানে আপনাকে বেসিক শিখিয়ে তার পরে অ্যাডভান্স শিখানো হবে এবং আপনি যতো দিন শিখতে চাইবেন ততদিন শিখানো হবে।

৫- লাইভ টাইম সাপোর্ট দিবে।

আপনি যেখান থেকে শুরু করুন না কেন এই বিষয় গুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।

চাকুরী নয় ফ্রিলান্সিং করুন।

🥰 ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ দিয়ে সহযোগীতা করবো🌹🌹🌹

ইনবক্স করুন

আজব হলেও সত্যি ,,,😊অশিক্ষিত কেউই বেকার নেই__যত বেকার আছে সব শিক্ষিত,,‼️সিদ্ধান্ত আপনার হাতে আপনি বেকার থাকেবেন নাকি স্কি...
08/07/2023

আজব হলেও সত্যি ,,,😊
অশিক্ষিত কেউই বেকার নেই
__যত বেকার আছে সব শিক্ষিত,,‼️
সিদ্ধান্ত আপনার হাতে আপনি বেকার থাকেবেন নাকি স্কিল অর্জন করে নিজের ক্যারিয়ার গড়বেন!!

Address

Gazipura Tongi Gazipur
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jinnat Ara Jim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share