26/12/2023
নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে?
ফ্রিল্যান্সিং হলো কোন প্রতিষ্ঠানে পার্মানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা। ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত বছর ধরে। যেমন একজন রিক্সাওয়ালাও ফ্রিল্যান্সার, কারণ সে অন্যের রিক্সা চালায়, ইচ্ছা হলে প্যাসেঞ্জার নেয়, নাহলে নেয় না। তার ফ্রিডম আছে।
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর করা হয় না। কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।
একটা প্রশ্ন সকলেরই থাকে যে কিভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।
সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি।
যেমন ধরুন আপনি ডিজিটাল মার্কেটিং কিংবা গ্রাফিক্স ডিজাইনের উপর ভালো দক্ষতা অর্জন করলেন। এরপর আপনাকে যে কোন মার্কেটপ্লেসে ভালো একটি একাউন্ট তৈরি করতে হবে কোনো একটি অর্ডার পাওয়ার জন্য।
সব কমপ্লিট।
কাজ কিভাবে পাবেন?
কাজ পাওয়ার জন্য আপনাকে মনে রাখতে হবে যে বিষয়ের উপর আপনি কাজ পেতে চাচ্ছেন সেই বিষয়টাকে আরো ভালোভাবে শিখে সুসম্পন্ন করা।
মনে রাখবেন, বায়ারের সাথে যতো ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ক্যারিয়ার ততো বেশি সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি বায়ারের সাথে সুসম্পর্ক তৈরি করার।
ঠিক এভাবেই আপনিও হতে পারেন একজন ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবী।