ডাক্তার বাড়ি

ডাক্তার বাড়ি বিভিন্ন সমস্যার প্রাথমিক সমাধান পেতে পেজ টি ফলো দিয়ে রাখুন। মানুষ মানুষের জন্য,

মুখে রাখুন ১ টা জিনিস, স্ত্রী মিলন চলবে দীর্ঘক্ষণ১. লবঙ্গ মুখে রেখে সহবাসে যাওয়ালবঙ্গে আছে প্রাকৃতিক শক্তি ও স্নায়ু শিথি...
02/08/2025

মুখে রাখুন ১ টা জিনিস, স্ত্রী মিলন চলবে দীর্ঘক্ষণ

১. লবঙ্গ মুখে রেখে সহবাসে যাওয়া

লবঙ্গে আছে প্রাকৃতিক শক্তি ও স্নায়ু শিথিলকারী উপাদান
সহবাসের সময় উত্তেজনা নিয়ন্ত্রণে থাকে
ইজাকুলেশন (বীর্যপাত) দেরিতে হয়
১০-১৫ মিনিট আগে ১টি লবঙ্গ মুখে রেখে চুষে নিন গিলে ফেলবেন না

২. মাজু ফলের গুঁড়া কোমরে বেঁধে রাখা

মাজু ফল স্নায়ু টোনার হিসেবে কাজ করে
সহবাসের সময় সাহস ও স্থায়িত্ব বাড়ে
কাচা কাপড়ের পুটলিতে ২ চা চামচ গুঁড়া বেঁধে কোমরে রাখুন

৩. অশ্বগন্ধা ও বেদানা ছাল মিশ্রণ মুখে রেখে চুষা

অশ্বগন্ধা— শক্তি ও সহ্যক্ষমতা বাড়ায়
বেদানা ছাল— বীর্য দ্রুত বের হওয়া আটকায়
সমান পরিমাণ মিশিয়ে গুঁড়া করুন, সামান্য চিনি মেশান, আধা চা চামচ মুখে রেখে চুষুন

প্রয়োজনে যে কোন একটা প্রয়োগ করতে পারেন

বিশেষ সতর্কতা:

বেশি উত্তেজনা থাকলে যেকোনো কিছু কাজ করবে না, মন শান্ত রাখতে হবে

নিয়মিত চর্চা ও পরিমাণ ঠিক রাখুন

cc

প্রস্রাবের জ্বালা-পোড়া থেকে শুরু করে আমাশয়, গ্যাস্ট্রিক, সাদা স্রাব, ঘন ঘন প্রস্রাব সব সমস্যার একসাথে সমাধান! বহুপরীক্ষি...
01/08/2025

প্রস্রাবের জ্বালা-পোড়া থেকে শুরু করে আমাশয়, গ্যাস্ট্রিক, সাদা স্রাব, ঘন ঘন প্রস্রাব সব সমস্যার একসাথে সমাধান!
বহুপরীক্ষিত একটি সহজ আয়ুর্বেদিক ফর্মুলা মেন্দা গাছের পাতা

নিচের লক্ষণগুলো কি আপনার মাঝে আছে?

১.প্রস্রাবের সময় বা পরে জ্বালা পোড়া
২. কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হয়ে আসা
৩. মলদ্বার দিয়ে রক্ত যাওয়া (পাইলস বা আমাশয়)
৪. জন্ডিসে হাত-পা ও শরীর জ্বালা করে
৫.পেট ফুলে থাকে, আগুনের মতো গ্যাস্ট্রিক
৬. মাথার তালু জ্বলে, ঘুম আসে না
৭.নতুন-পুরাতন আমাশয় সারছেই না
৮.প্রস্রাবের আগে/পরে ধাতু বের হয়ে যায়
৯. উত্তেজনার কথায় পেনিসের মাথায় পানি চলে আসে
১০. বীর্য পাতলা, দুর্বলতা
১১. মহিলাদের নতুন-পুরাতন সাদা স্রাব (লিকোরিয়া)
১২. ঘন ঘন প্রস্রাব, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি
১৩.হাত-পা চাবানো, কামড়ানো অনুভূতি
১৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইছেন

সমাধান

খারাজরা বা মেন্দা গাছের পাতা ব্যবহার করুন!

উপকরণ

মেন্দা গাছের পাতা – এক মুঠো

পানি – আধা সের

আখের গুড় – পরিমাণমতো

প্রস্তুতপ্রণালী
পাতাগুলো আধা সের পানিতে ভালোভাবে কচলিয়ে ছেঁকে নিন। এরপর গুড় মিশিয়ে সকাল ও রাতে খান।

খাওয়ার নিয়ম
সকালে খালি পেটে – ২৫০ গ্রাম
রাতে ভরা পেটে – ২৫০ গ্রাম
একটানা ২০ দিন খেতে হবে।

বহু পরীক্ষিত ও কার্যকর ফর্মুলা ইনশাআল্লাহ উপকার নিশ্চিত!

টিপস
এটা নিয়ম করে খেলে শরীর ঠান্ডা থাকবে, লিভার ঠিক থাকবে, প্রস্রাব, ধাতু, সাদা স্রাব, গ্যাস্ট্রিক, আমাশয়,শরীর, হাত, পা, মাথার তালু জ্বলা ঘুম কম হওয়া সব সমস্যায় আরাম পাবেন।

শেয়ার করুন আপনার শেয়ার হয়তো কাউকে সুস্থতা এনে দিতে পারে।

 #বিষাক্ত কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়ে মানুষ মারা যায় যদি কাউকে বিষাক্ত কুকুর কামড় দেয় তাহলে ১ মিনিটে কুকুরের বি...
01/08/2025

#বিষাক্ত কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়ে মানুষ মারা যায় যদি কাউকে বিষাক্ত কুকুর কামড় দেয় তাহলে ১ মিনিটে কুকুরের বিশ পানি করতে পারবেন যদি এই আপাং গাছের পাতা ডাল শিকড় বেটে রস করে সাথে সাথে কুকুর কামড়ানো রোগী কে ৫ চামুচ রস খাওয়াইতে পারেনআপাং

আপাং গাছ, লটজিলা বিলাইখামচি উপল্যাংগা একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। আপাং গাছের উপকারিতা ও ভেষজ গুণাবলীর কারণে অনেকে বাড়িতে রাখে

কিছু কিছু লক্ষণ আগে থেকেই খেয়াল রাখলে কিডনি ক্যানসার অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।
29/06/2024

কিছু কিছু লক্ষণ আগে থেকেই খেয়াল রাখলে কিডনি ক্যানসার অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।

Address

Gazipur

Telephone

+8801953901944

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাক্তার বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডাক্তার বাড়ি:

Share

Category