হাদিয়া-Hadiah

হাদিয়া-Hadiah সমাজসেবা মূলক প্রতিষ্ঠান

গতবছর বিদ্যানন্দ আমাদের সাথে একটা গেইম খেলে। নেতৃত্ব থেকে সড়ে আসার নাটক সাজিয়ে দ্বীনি চেতনা লালনকারীদের প্রতি সাধারণ মান...
25/06/2022

গতবছর বিদ্যানন্দ আমাদের সাথে একটা গেইম খেলে। নেতৃত্ব থেকে সড়ে আসার নাটক সাজিয়ে দ্বীনি চেতনা লালনকারীদের প্রতি সাধারণ মানুষদের মাঝে এক প্রকার ঘৃণাবোধ তৈরি করে। এবং নিজেরা সিম্পেথি অর্জন করে নেয়। এই ধরণের সিম্পেথি গেইমগুলোতে নির্দিষ্ট চেতনাকে কালারিং করা যায় এবং সেই চেতনার ধারকবাহকদের ভিতর স্বীয় বিশ্বাসের প্রতি আপোষ এবং কৈফিয়তবাদী মানসিকতা ঢুকিয়ে দেয়া যায়। (ঐ সময়টাতে বিভিন্ন সেলিব্রেটির পোস্টে আমরা এর বাস্তবতা দেখতে পেয়েছি)। আর এই সুযোগে তারা যেই আদর্শ ছড়িয়ে দিতে চাচ্ছে সেটার জন্যও একটা নিরাপদ ও প্রশ্নহীন প্লেস তৈরি করা যায় সাধারণ লোকদের ভিতর।

বিদ্যানন্দ নিছক দাতব্য কোন প্রতিষ্ঠান নয়। বরং সেবার পাশাপাশি তারা নির্দিষ্ট আদর্শ মুসলিমদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এটা কেবল দাবিই নয়; বরং তাদের বিভিন্ন কার্যক্রম ও ভাষ্যে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কিছুদিন আগে তাদের পেইজ থেকে আপলোড করা এক পোস্টে দেখানো হয়, কিছু মাদ্রাসার ছাত্র পূজার ভোজ আয়োজনে খাবার গ্রহণ করছে।[১] যদিও সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কোন মাদ্রাসার ছাত্রই এই ধরণের আয়োজনে অংশগ্রহণ করেনি।[২] কিন্তু উদ্দেশ্যমূলকভাবে তারা এই চিত্রগুলো দেখিয়ে মুসলিমদের ঈমানী গায়রাত ও কুফুরের প্রতি সহজাত ঘৃণাবোধকে নষ্ট করে দিতে চাচ্ছে। এর আগে তারা পূজার অনুষ্ঠান থেকে এক মাদ্রাসার ছাত্রকে পাঞ্জাবি প্রদানের একটি চিত্র বেশ কয়েকটি দৈনিক পত্রিকাতে ছড়িয়ে দেয়। [৩]

মানবতা ও সেবার নামে তারা এই ধরণের আরো অনেক চিত্র ও শ্লোগানকে প্রচার করছে। যেই চিত্র ও শ্লোগানগুলো ঈমান ও কুফুরের সীমানাকে মিটিয়ে দেয়। একজন মুসলিমের ঈমানকে নষ্ট করে কুফুরে প্রবেশ করিয়ে দেয়। এমনকি সংশ্লিষ্ট পোস্টগুলোর কমেন্ট বক্সে মুসলিম নামধারী আইডি সমূহের মন্তব্য দেখলে শিউরে উঠতে হয়। কত মুসলিম আজকে হিউম্যানিজম আর ইন্টারফেইথের ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছে নিজের অজান্তেই।

আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হল, আমরা আল্লাহর বান্দা। আমাদের সর্বপ্রথম পরিচয় হল আমরা মুসলিম। আমাদের কাছে সবচেয়ে মূল্যবান বস্তু হল, আমাদের ঈমান। এই জায়গাগুলোতে কোন কম্প্রোমাইজের সুযোগ আল্লাহ আমাদের দেননি। আমরা আল্লাহর নির্ধারণ করে দেয়া অধিকার ও মানবতাকে বাস্তবায়ন করি। মানব রচিত কোন অধিকার ও মানবতার ধারণাকে আমরা বিশ্বাস করি না। বরং ঘৃণাসহ সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করি।

আমাদের শরীয়ত অবস্থাভেদে অমুসলিমদেরকে তাদের অভাব, চিকিৎসা, আহার সহ এই ধরণের মানবিক জায়গাগুলোতে সাহায্য করার অনুমোদন দেয়। কিন্তু তাদের ধর্মীয়, কুফুরি, শিরকি আয়োজনে কোন ধরণের সহায়তা ও অংশগ্রহণের বৈধতা দেয় না। মহান আল্লাহ তা'য়ালা কুফুর ও শিরককে আমাদের কাছে ঘৃণিত করে দিয়েছেন। ফলে এর থেকে সর্বপ্রকার দূরুত্ব বজায় রাখি। আমাদের রব সৎ কাজে একে অপরকে সহায়তা করতে বলেছেন। কিন্তু কুফুর ও শিরকি কর্মকাণ্ড থেকে সম্পর্ক ছিন্ন করতে নির্দেশ দিয়েছেন।

আমরা বিশ্বাস করি ধর্মে ধর্মে ভেদাভেদ আছে। এই ভেদাভেদ ঈমান ও কুফুরের। আমরা বিশ্বাস করি, আমাদের দ্বীনে ইসলাম একমাত্র সত্য, বাকি সব ধর্ম মিথ্যা ও বাতিল। আমরা বিশ্বাস করি, একজন মানুষ যত ভাল কাজই করুক- ইসলাম গ্রহণ না করলে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এবং আমাদের একজন নিম্নতম মুসলিমও তার থেকে উত্তম। কিন্তু এই ভেদাভেদের কারণে আমরা আল্লাহপ্রদত্ত ন্যায়ের সীমাকে অতিক্রম করি না। আল্লাহর জন্যই আমাদের সম্পর্ক ও ভালবাসা, আল্লাহর জন্যই আমাদের বিচ্ছেদ ও ঘৃণা।

বিদ্যানন্দ ইসলামের এই মৌলিক বিশ্বাসগুলোতেই আঘাত হানছে। উপরোক্ত বিশ্বাসগুলো পোষণ করা ছাড়া কেউ মুসলিম থাকতে পারে না। মানবতার দোহাই দিয়ে এই বিশ্বাসগুলোকে তারা উগ্র হিসেবে আখ্যায়িত করছে। মানবতার দোহাই দিয়ে উল্লেখিত বিশ্বাসগুলোকে প্রত্যাখ্যান করা, অস্বীকার করা কিংবা উগ্র মনে করার নামই হিউম্যানিজম। হিউম্যানিজম ইসলাম বিরোধী একটি দর্শন, ধর্ম ও বিশ্বাস। আল্লাহ প্রদত্ত শরীয়তকে বাদ দিয়ে মানব কল্পনাপ্রসূত হিউম্যানিটির ধারণাকে প্রাধান্য দেয়া প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে অস্বীকার করারই নামান্তর। আজ অনেক অবুঝ মুসলিম হিউম্যানিজমের ধর্মে দীক্ষিত হয়ে আল্লাহর দেয়া শরীয়তকে ঘৃণা করছে এবং সেটাকে উগ্র মনে করছে। এর পিছনে ভূমিকা রাখছে বিদ্যানন্দের মত সেবাদানকারী নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিত্ব। সুতরাং মানবসেবা করতে গিয়ে হিউম্যানিজমে দীক্ষিত হয়ে আমরা যেন আখেরাতে এর মূল্য না হারিয়ে ফেলি, আমরা যেন সেবার নামে নিজের ঈমানকে প্রত্যাখ্যান করে না বসি- সে ব্যাপারে সচেতন হতে হবে। এবং এই ধরণের প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ব্যাপারে মুসলিমদের ভিতর সচেতনা তৈরি করতে হবে।

24/05/2022

আবদুল্লাহ ইবনু ‘উমার (রা:) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) গাছের ফল উপযোগী হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই নিষেধ করেছেন।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৩৬৭
হাদিসের মান: সহিহ হাদিস

কোনো ইঞ্জিনিয়ারের মাথায় কি ধরবে কিভাবে একটি পাখি এত জ্ঞান পেল!  পাখি কি কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে! উত্তর-! না!সুবহানা...
20/05/2022

কোনো ইঞ্জিনিয়ারের মাথায় কি ধরবে কিভাবে একটি পাখি এত জ্ঞান পেল! পাখি কি কোন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছে!
উত্তর-! না!
সুবহানাল্লাহ!!!

তারা কি লক্ষ্য করে না, তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী? রহমান আল্লাহ-ই তাদেরকে স্থির রাখেন। তিনি সর্ব-বিষয় দেখেন।
সুরা মুলক(আয়াত-১৯)---
! আফ্রিকান উইবার পাখি! সাপ থেকে বাচার জন্য ২ টা দরজা বানায় একটি নকল, আরেকটি আসল.
তথ্যসুত্র-https://earthlymission.com/penduline-tit-fake-entrance-trick-predators-camouflage/ #

18/05/2022

"যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়াত দেন, তবে তা হবে তোমার জন্য একপাল লাল উটের চেয়েও উত্তম।"
(আবু দাউদ, ৩৬৬১)

এই সেই রাজার কবর যিনি পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ভবন নির্মাণ করেছেন, আরবদের মরুভূমিকে মহৎ ও বিলাসবহুল শহর তৈরি ক...
14/05/2022

এই সেই রাজার কবর যিনি পৃথিবীর সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ভবন নির্মাণ করেছেন, আরবদের মরুভূমিকে মহৎ ও বিলাসবহুল শহর তৈরি করেছেন
তুমি রাজা হও আর ফকির হও, এটাই তোমার জায়গা।
এখানে নেক আমল করলে উপকার হয়।
শুধু মন জয় করার চেষ্টা করুন যাতে একজন মুসলমান আপনাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং মৃত্যুর পর আপনার জন্য দোয়া করে।
কিছু নিঃস্বার্থ সম্পর্ক গড়ুন যারা আপনার চলে যাবার পরে চোখের পানিতে দুআ করবে। আছে কি এমন বন্ধু?

01/05/2022

রমজানের বিদায়ে মুমিনের চোখ কীভাবে অশ্রুসিক্ত হয় না— অথচ সে জানে না যে, তার জীবনে রমজান আবার ফিরে আসবে নাকি আসবে না।

(ইবনু রজব হাম্বলি রহ.; লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা : ২১৭)

রমাদানে রাতের মজা😥
29/04/2022

রমাদানে রাতের মজা😥

আল্লাহ সবাইকে হারাম ইনকাম থেকে বাচিয়ে রাখুকআমিন
28/04/2022

আল্লাহ সবাইকে হারাম ইনকাম থেকে বাচিয়ে রাখুক
আমিন

27/04/2022

শবে কদর হয়ে গেছে বা অমুক দিনই হবে, আলামতে বোঝা গেছে ইত্যাদি বেহুদা আলাপ থেকে বিরত থাকা চাই। যেহেতু কেউ-ই জানি না এই দিনেই শবে কদর সেহেতু অমুক দিন হয়ে গেছে এ ধরনের কথাবার্তা মানুষকে আমল থেকে বিমুখ করবে। আমাদের কাজ তালাশ করা, সে অনুযায়ী আমল করা কিন্তু আমরা করছি বেহুদা কাজ। হয়ে গেছে কী হয়নি তা আল্লাহপাক ভালো জানেন; আমাদের সবজান্তা সাজার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানুষকে আমল থেকে বিমুখ করার।

#শবেকদর #শেষদশক

25/04/2022

আজ চব্বিশতম রজনী,
আজও লাইলাতুল কাদর হতে পারে।

عَنِ ابْنِ عَبَّاسٍ الْتَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ‏.‏
ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে অন্য সূত্রে বর্ণিত যে, তোমরা চব্বিশতম রাতে(লাইলাতুল কদর)তালাশ কর।
সহিহ বুখারী, হাদিস নং ২০২২

Address

Gazipur

Telephone

+8801311643599

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাদিয়া-Hadiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হাদিয়া-Hadiah:

Share