খামারএইড বিডি- KhamarAid BD

খামারএইড বিডি- KhamarAid BD Greetings and congratulations to all. Additional number : 01912636658

On this page we will discuss the overall issues of livestock such as various livestock markets, livestock rearing, housing, various diseases and their remedies, food, dairy and fattening, publishing various reports.

৫০০ টাকা কেজিতে গরুর গোশত খেতে চাচ্ছেন? তাহলে এই বিষয়গুলো আপনার জানা উচিৎ। আপনি কি কসাইয়ের কাটিং গরু আর কুরবানির জন্য প্...
31/03/2024

৫০০ টাকা কেজিতে গরুর গোশত খেতে চাচ্ছেন? তাহলে এই বিষয়গুলো আপনার জানা উচিৎ।
আপনি কি কসাইয়ের কাটিং গরু
আর
কুরবানির জন্য প্রস্তুত করা সুন্দর রং, সুন্দর গঠন, উন্নত জাত, সুষম খাদ্য প্রদানের মাধ্যমে হৃষ্টপুষ্ট করা গরু গুলোকে একই মনে করেন?
যদি কোন ব্যবধান আপনার চোখে না পরে, তাহলে আপনি ভুল। কুরবানির শর্ত - “কুরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক গোশত সম্পন্ন, নিখুঁত, দেখতে সুন্দর” গরু গুলোই দেশের বড় বড় খামারে কুরবানির জন্য লালন পালন করা হয় যা দেশের মোট কুরবানির পশুর ১-২% এর বেশি হবে না। যদি মনে করে থাকেন গোশতের দাম বৃদ্ধিতে বড় বড় খামারিদের হাত, তাহলে আপনি আবারো ভুল করলেন।
তবে বলতে পারেন খামারে গরুর দাম বেশি, কেন হবে না? হাট বাজারের সেরা সেরা গরু গুলা বাছাই করে খামারিরা গরু সংগ্রহ করে থাকে। ঐ গরু গুলার দাম কসাই গরু থেকে অনেক বেশি দিয়েই ক্রয় করতে হয়। আপনি কি জানেন? এভারেজ থেকে শুধু ২-৩ ইঞ্চি দৈর্ঘ প্রস্থে লম্বা গরু হলেই কসাই গরু থেকে মন প্রতি ৫-১০ হাজার বেশি দিয়ে কিনতে হয়? আর যদি থাকে সুন্দর রং, সুন্দর গঠন, বড় নাভি, ঝুলন্ত গলকম্বল যেগুলা আপনারাই কুরবানির জন্য পছন্দ করে থাকেন, তাহলেতো কোন কথাই নাই। ঐ গরু গুলাতো আর গোশতের হিসেবে কিনতে পারেনা খামারিরা। উন্নত জাতের গরুর বাছুর ক্রয় করতে আজকাল ৩-৫ লক্ষ টাকা প্রয়োজন হয় যেগুলা ২-৩ বছর পালন করার পরেই যেয়ে ৮০০-১০০০ কেজি হয়ে থাকে। এই বাছুর খামারিরা হাট-বাজার অথবা প্রান্তিক খামারির গোয়াল থেকেই সংগ্রহ করে থাকে। যদি বলেন ৩-৫ লক্ষ টাকায় কেন কিনে, তাহলে আপনাকে জানতে হবে, সব এভারেজ দেশাল গরু ৮০০-১০০০ কেজি ওজনের হয় না। যেই উন্নত জাতের গরু গুলা এমন বড় হবে, সেগুলার বাছুর অনেক দামেই কিনতে হয়। এভারেজ গরু বাছুর ২-৩ বছর পালন করার পর ৫০০-৬০০ কেজি ওজন আসবে সর্বোচ্চ। একারনেই হেবিওয়েটের গরু গুলার দাম এভারেজ ৫০০-৬০০ কেজির গরু থেকে অনেক বেশি হয়ে থাকে।
【মূল প্রসঙ্গ】
এবার আসি গোখাদ্যের দামে। গেল ৫-৬ বছরে গোখাদ্যের দাম বেড়েছে এভারেজে ১০০% এরও বেশি। ৫-৬ বছর আগে গোশতের দাম ছিল ৪০০-৫০০ টাকা। তাহলে এখন গোশতের দাম কত হওয়া উচিৎ বলে মনে করেন? হিসেব করলে ১০০০ টাকা চলে আসবে। যদি ৭০০-৮০০ টাকায় গরুর গোশত পেয়ে থাকেন তাহলে এটা বাংলাদেশ সরকারের ক্রেডিট।
তাছাড়া রাখলদের বেতন, বিদ্যুৎ বিল, সেড ভাড়া, পরিবহন খরচ, মেডিসিন খরচ ইত্যাদি কোন জিনিসটার খরচ বাড়েনি এই ৫-৬ বছরে?
যেকোন একটি প্রশ্নের উত্তর দিবেন -
১। দেশের বড় বড় খামারে কখনও কি দেখেছেন গোশতের/কসাইয়ের কাটার গরু পালতে?
২। কসাইদের কি দেখেছেন দেশের বড় বড় খামারে যেই গরু গুলা পালন করা হয় সেগুলা কাটতে?
বি:দ্র: শুধু মাত্র অসুস্থ হয়ে যাওয়া গরু গুলাই খামারিরা কম মুল্যে লসে কসাইয়ের কাছে বিক্রয় করে থাকে।
তাহলে গোশতের দাম বৃদ্ধিতে অল্প সংখ্যক বড় বড় খামারির হাত কিভাবে থাকতে পারে?
পুরো সাপ্লাই চেইন এর খরচ না কমিয়ে যদি গরুর গোশত ৫০০-৬০০ টাকায় নামানর চেষ্টা করা হয়, তাহলে অসংখ্য প্রান্তিক খামারি যারা মূলত সারা বছর এই কসাই গরুর উৎপাদন করে থাকে, তারা সহ দেশের বড় বড় খামার গুলাতেও আর গরু পালন করা সম্ভব হবে না। বন্ধ হয়ে যাবে ছোট বড় সকল খামার। কি ভাবছেন? এসবের পর ৫০০ টাকায় গোশত পাবেন? দিবে পার্শবর্তি দেশ কম দামে গরু? তাহলে আপনি আবারো ভুল। দেশের খামারিরা গরু পালন বন্ধ করলে গরুর গোশতের দাম ১০০০-১৫০০ হতে সময় লাগবে না।
সরকার যদি গোখাদ্যের দাম ২০১৯ সালে যেমন ছিল, ঐখানে নামিয়ে আনতে পারে, ১ বছর সময় লাগবে গোশতের দাম ৫০০ টাকার নিচে নামতে।
এভাবে দেশের খামারগুলা এবং এর সাথে জড়িত লক্ষ লক্ষ খামারিরাও বাঁচবে।
তবে খলিল এবং অন্যান্য ২-৪ জন কসাইরা কিভাবে পারলো ৬০০ টাকায় গোশত দিতে তা অনলাইনে কম বেশি আমরা সবাই দেখেছি। তবে খলিল বড় বড় খামারিদের দোষ দিয়ে, যাদের কন্ট্রিবিউশন ১-২% ও না, ভারতের বর্ডার খুলে দিতে বললো, এর পিছে অন্য কোন কারন থাকতেই পারে। তার এই দাবি দেশবিরোধী, লক্ষ লক্ষ গবাদিপশুর খামারিদের নিস্ব করার পরিকল্পনা। তাকে ভারতীয় এজেন্ট বললে কি ভুল হবে? তাছাড়া বর্ডারে যে সমস্ত চ্যানেল/করিডোর দিয়ে গরু চোরাচালান হয়, সেখানে গরুর সাথে অস্ত্র, মাদক, স্বর্ণ ইত্যাদির চোরাচালানের খবরও আমরা প্রায়শই মিডিয়াতে দেখে থাকি। তাহলে কি এজন্যই খলিল বর্ডার খুলে দিতে বলছে? গোখাদ্যের দাম কমানোর দাবি না করে বর্ডার খুলার দাবির পিছনে খলিলের স্বার্থ কি তা একটু ভাববার বিষয় বলে মনে করি।
খামারি বাঁচুক, দেশ বাঁচুক। গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ হোক। আমরাও চাই গোশতের দাম ৫০০ টাকা থেকে কম হোক।

Credit: Ahmed Rasib vai.

যে কোনো জমিতেই কি পেঁয়াজ চাষ করা যায়? অভিজ্ঞরা পরামর্শ দেবেন প্লিজ ।
29/03/2024

যে কোনো জমিতেই কি পেঁয়াজ চাষ করা যায়? অভিজ্ঞরা পরামর্শ দেবেন প্লিজ ।

গত মাসে ভালই কম দামে খাইলেন? এই মাসে কি অবস্থা গাইস?সরকার পলটি না নিলেও আমরা ঠিকই পলটি নিছি। হাম্বা লীগ।  #গরু  #গরুরখাম...
16/01/2024

গত মাসে ভালই কম দামে খাইলেন? এই মাসে কি অবস্থা গাইস?
সরকার পলটি না নিলেও আমরা ঠিকই পলটি নিছি।

হাম্বা লীগ।
#গরু #গরুরখামার #প্রান্তিক #গরুর

প্রতিরোধ গড়ে তুলি।
28/07/2023

প্রতিরোধ গড়ে তুলি।

সাদকার জন্য কিছু সুন্দর টিপসঃ 🟪🟣 ১. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।🟣 ২. একটি জায়নামাজ কিনে...
04/02/2023

সাদকার জন্য কিছু সুন্দর টিপসঃ 🟪
🟣 ১. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।
🟣 ২. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।
🟣 ৩. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।
🟣 ৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।
🟣 ৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।
🟣 ৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।
🟣 ৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।
🟣 ৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।
🟣 ৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।
🟣 ১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।
🟣 ১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।
🟣 ১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।
🟣 ১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।
🟣 ১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে।
(সংগৃহীত)

01/02/2023

আত্তার প্রশান্তি 😌😌।

 #রকসল্ট গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ঘোড়া এদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও উৎপাদন বৃদ্ধি করতে হিমালয় পিংকসল্ট বা রকসল্ট দারু...
30/01/2023

#রকসল্ট

গরু, মহিষ, ছাগল, ভেড়া বা ঘোড়া এদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ও উৎপাদন বৃদ্ধি করতে হিমালয় পিংকসল্ট বা রকসল্ট দারুণ ভাবে সহায়তা করে। গরু বা অন্যান্য প্রাণী যখন হিমালয় পিংক সল্ট চাটতে থাকে তখন প্রানীর লালার নিঃসরণ বৃদ্ধি পায়। এতে প্রাণীর হজম সহ সকল শরীরবৃত্তীয় প্রক্রিয়া বৃদ্ধি পায়। এতে গরু অধিক সুস্থ ও অধিক উৎপাদনশীল হয়।

এই রক সল্ট থেকে ৯২ টি অর্গানিক বা জৈব মিনারেল পাওয়া যায়। যা প্রানীর শরীরের মিনারেলের অভাব পূরন করে।

✓হজম ক্ষমতা বৃদ্ধি করে।
✓খাবার গ্রহনের রুচি বৃদ্ধি করে।
✓গরুর প্রজনন স্বাস্থ্য উন্নত করে।
✓দুধের উৎপাদন বৃদ্ধি করে।
✓মাংসের উৎপাদন বৃদ্ধি করে।
✓দেখতে সুন্দর ও চকচকে করে।
√ট্রায়ালে দেখা গিয়েছে যে, এই রক সল্ট দুধের ফলন প্রায় 13% বৃদ্ধি করে। (সংগৃহীত)

ইউ এম এস বা ইউরিয়া মোলাসেস স্ট্র গরু ফ্যাটেনিং বা মোটাতাজা করণের জন্য একটি উত্তম খাদ্য"ইউরিযা,খড় চিটাগুড়  পানি সমন্নয়ে ...
28/01/2023

ইউ এম এস বা ইউরিয়া মোলাসেস স্ট্র গরু ফ্যাটেনিং বা মোটাতাজা করণের জন্য একটি উত্তম খাদ্য"

ইউরিযা,খড় চিটাগুড় পানি সমন্নয়ে তৈরিকৃত খাদ্য অত্যন্ত পুষ্টিকর মান সন্মত,,

এতে ভিটামিন আমিষ, শর্করা ও খনিজ পদার্থের উপস্থিতি থাকে প্রচুর পরিমাণে,

কাঁচা ঘাসের বিকল্প হিসেবে ums অতি অবশ্যক
তবে যথেষ্ট পরিমাণে ন্যাচারালি কাচা ঘাস থাকলে ums না দিয়ে
কাঁচা ঘাসের পাশাপাশি বার্গাফ্যাট পাউডার এবং ট্যাবলেট
রুমিফ্যাট বা ফেটিভেট কিংবা ফসক্যাল ডিবি ট্যাবলেট এবং
ডি জিংক ভেট বা এ্যাজিংক ভেট
নির্দেশনা অনুযায়ী খাওয়াতে পারেন,

উপরন্তু মেডিসিন গুলো প্রতি মাসে 10/15 দিন খাওয়াবেন,

এর পাশাপাশি গম ভুট্টা খেশারি
আধা ভাঙ্গা করে সাথে ধানের কুঁড়া সরিষার খৈল ভাতের মাড়
বা সামান্য করে খুদের জাউভাত আয়োডিন যুক্ত লবণ
সাথে 2 গ্রাম করে খাবার সোডা সামান্য পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন,

অল্প করে ফিট ব্যবহার করতে পারেন,
তবে মোটাতাজা করণ প্রকল্প গ্রহণ করলে
যে কোনো ধরনের মেডিসিন ব্যাবহারের পূর্বে
পরিমাণ মতো কৃমিনাশক দিবেন নির্দেশনা অনুযায়ী,

কৃমিনাশক ট্যাবলেট-- এলটি ভেট কিংবা এনডেক্স ভেট অথবা এন্টিওয়ার্ম ভেট, বা টাইক্লাজল ভেট,

UMS তৈরির নিয়মঃ-

10 কেজি খেরের তৈরির নিয়ম দেয়া হলো --

10 কেজি শুকনো খড় আনুমানিক 2 ইঞ্চি সাইজে কেটে নিবেন,
5 লিটার পরিষ্কার বিশুদ্ধ পানি,
2 থেকে 2.5 কেজি(আড়াই কেজি) চিটাগুড়

250 --- 300 গ্রাম ইউরিয়া,

অর্থাৎ যে পরিমান সুকনো খড় নিবেন তার
প্রায় অর্ধেক পরিমান পানি নিবেন,

পানির অর্ধেক পরিমান চিটাগুড় নিবেন
এবং
প্রতি কেজি খড়ের জন্য 25--30 গ্রাম ইউরিয়া নিতে হবে,
উল্লেখিত পানি, চিটাগুড় ও ইউরিয়া একত্রে একটি পাত্রে ভাল করে মিশিয়ে দ্রবন তৈরি করতে নিবেন,,

মেঝেতে পরিষ্কার পলিথিন বিছিয়ে দিয়ে
পলিথিনের ওপর সমান ভাবে খেড় বিছিয়ে দিতে হবে,

পূর্বে চিটাগুড় ইউরিয়া সার মেশানো পানি
খড় বা খেরের উপর ছিটিয়ে দিতে হবে,
হাত দিয়ে ভালো করে ওলট পালট করে দিবেন,

যাহাতে করে
তৈরিকৃত দ্রবন সকল খড়ের সাথে সহজে মিশে যেতে পারে,

তৈরিকৃত ums ভালো ভাবে সংরক্ষন করতে হবে
যাতে বায়ু চলাচল না করতে পারে,

বাতাস বা বায়ু চলাচলে করলে ums এর পুস্টিগুন কিছুটা কমে যাবার সম্ভাবনা থেকে যায়,

তৈরিকৃত ইউ এম এস খাওয়ানোর এক দেড় ঘন্টা পূর্বে ও এক দেড় ঘন্টা পর সময়ের মধ্যে
পানি বা মিনারেল জাতীয় কোনো ধরনের খাদ্য
দেওয়া উচিত নয়,,

তৈরিকৃত ইউ এম এস প্রতিদিনের টা প্রতিদিন খাওয়ানো উচিত,

তবে ভালো ভাবে সংরক্ষন করতে পারলে
এক দিনের তৈরিকৃত ইউ এম এস
পরেরদিন খাওয়াতে পারেন,
একটি উপযুক্ত ষাঁড়কে বা গাভিকে দুই বেলা মিলে 3--4 কেজি পর্যন্ত ইউ এম এস খাওয়ানো যায়,

প্রেগন্যান্সি পশুকে এই ইউ এম এস খাওয়ানো উচিত নয়,
ইউ এম এস খাওয়ানো পশুকে অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে,
ছায়াযুক্ত স্থানে রাখতে হবে,,

Ak Azad ভাইয়ের ওয়াল থেকে ❤️❤️।

গবাদিপশুর জন্য সাইলেজ তৈরী 🙂সাইলেজ এখন শুধু কাঁচা ঘাস সংরক্ষণের প্রক্রিয়াই নয়, এটা এখন গবাদিপশুর জন্য অধিক পুষ্টিকর খাদ্...
25/01/2023

গবাদিপশুর জন্য সাইলেজ তৈরী 🙂
সাইলেজ এখন শুধু কাঁচা ঘাস সংরক্ষণের প্রক্রিয়াই নয়, এটা এখন গবাদিপশুর জন্য অধিক পুষ্টিকর খাদ্য হিসাবে সারাবিশ্বে সমাদৃত! আপনারা হয়তো জেনে অবাক হবেন ভালো মানের সাইলেজে ড্রাই মেটার ব্যাসিসে ৯-১২ মেগাজ্যুল/কেজি এনার্জি বা শক্তি এবং ১৬% পর্যন্ত প্রোটিন থাকে! তাই এখন সব খামারীর উচিৎ তাদের গবাদিপশুর খাদ্য তালিকায় সাইলেজ অন্তর্ভুক্ত করা। আমাদের দেশে অনেকে এটাকে গবাদিপশুর আপদকালীন খাদ্য হিসেবে গণ্য করে থাকে। যেমন বর্ষা মৌসুমে অনেকেই গরু বাছুরকে কাঁচা ঘাস ও খড় দিতে পারেনা তখন সাইলেজের উপর নির্ভরশীল হন।

🐮 সাইলেজ তৈরী করার জন্য নির্ধারিত হাইব্রিড ঘাস অথবা ভুট্টা কেটে তা ছোট ছোট হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সাইজে কেটে সেটাকে এয়ার প্রুফ করে রাখাই হচ্ছে সাইলেজ। সাইলেজ হচ্ছে গরুর জন্য এক প্রকার অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ আচার।

🐮 ১০০ কেজি ঘাস বা ভুট্টার সাইলেজ তৈরি করতে ৪ কেজি চিটাগুড় সাথে সমপরিমাণ পানি মিশিয়ে তা একটি ঝর্নার সাহায্যে ঘাসের উপরে ছিটিয়ে, ভালো করে মিশিয়ে, এয়ারপ্রুফ প্লাস্টিকের বস্তা, ড্রাম অথবা পলেথিনের সাহায্যে মাটি চাপা দিয়ে রাখতে হবে। যাতে বাহির থেকে বাতাস না ঢুকে।
রৌদ্রজ্জ্বল দিনে জমি থেকে সাইলেজের জন্য নির্ধারিত ঘাস বা ভুট্টা গাছ কাটবেন। কারণ তখন সেগুলিতে ময়েশ্চার কন্টেন্ট কম থাকে, যেটা সাইলেজ তৈরীর ক্ষেত্রে খুব সহায়ক।
ভুট্রা ও পাকচং ঘাসের সাইলেজ তৈরিতে চিটাগুড়ের প্রয়োজন নেই। তবে চিটাগুড় দিলে এতে সাইলেজের গুণগতমান অনেকটা বাড়ে।

🐮 সাধারণত সাইলেজ তৈরীর সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হতে ২১ দিন সময় লাগে। ২১ দিন (তিন সপ্তাহ) পর সাইলেজ সম্পূর্ণ ভাবে তৈরী হয়ে গবাদিপশুকে খাওয়ানোর উপযোগী হয়। আপনি চাইলে সারাবছর এই খাবার সংরক্ষণ করে গবাদিপশুকে খাওয়াতে পারেন।

🐮 সাইলেজ ব্যবহারের সুবিধা
দুগ্ধদানকারী প্রাণী থেকে দুধ বাড়ানোর জন্য ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত ফিড খাওয়ানো জরুরী। খাওয়ার ঘাটতির কারণে আমরা প্রাণীদের কাছ থেকে সর্বোত্তম দুধ উৎপাদন পাইনা।

🐮 ভুট্টা সাইলেজ একটি উচ্চ শক্তির ঘাস এবং গরুর গোশত এবং দুগ্ধ উভয়ের জন্য একটি দুর্দান্ত খাদ্য, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং শক্তি রয়েছে।

🐮 ভুট্টা সাইলেজ হলো একটি উচ্চ মানের উচ্চ-ক্যালোরি ফিড। যা বিশেষত দুগ্ধ গাভী এবং গরুর মাংসের গবাদি পশুর জন্য জন্য উপযুক্ত। উচ্চ পুষ্টি উপাদান এবং হজমতা সহ, এটি গবাদি পশুদের আরও স্বাস্থ্যকর করতে পারে এবং দুধের গাভীর উৎপাদনশীলতা এবং গুণমানকে অনুকূল করতে পারে।

#বিস্তারিত জানতে আপনার এলাকার থানা প্রাণীসম্পদ কর্মকর্তার সহায়তা নিন।
Rubel
২৫ জানুয়ারি ২০২৩, রাজশাহী।

গ্ৰুপের সবাইকে জানাই নতুন বছরের অভিনন্দন।
31/12/2022

গ্ৰুপের সবাইকে জানাই নতুন বছরের অভিনন্দন।

Address

Gazipur
1710

Telephone

+8801866486282

Website

Alerts

Be the first to know and let us send you an email when খামারএইড বিডি- KhamarAid BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খামারএইড বিডি- KhamarAid BD:

Share