Hafez mohammad Tahsin

  • Home
  • Hafez mohammad Tahsin

Hafez mohammad Tahsin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hafez mohammad Tahsin, Digital creator, .

30/12/2024
05/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Mofazzal, MD Siam Hassan, Subuj Mia

15/05/2024

এই নিয়ে মোট ১০ বার পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিলো শুধুমাত্র গজ দাঁতের কারনে। আম্মা কতোবার করে বলেছে তোর এই গজ দাঁত তুলে দে। আর কত পাত্রপক্ষের সামনে অপমানিত হবি?
আসলেই তো জীবনে কম কথা শুনি নি এই দাঁতের জন্য। একবার তো এক পুলিশ পাত্র এসে আমাকে সোজা থানায় নিয়ে যেতে চাইলো আমার কাছে অবৈধ দাঁত থাকার অপরাধে। কিন্তু এতে আমার কোন আফসোস নেই আমার একটাই কথা আমি চিরকুমারী থাকবো তবুও গজ দাঁত তুলবো না। গজ দাঁত আমার বেশ ভালো লাগে। নিজেকে ❝কে আপন কে পর❞ সিরিয়ালের নায়িকা জবা’র মতো লাগে। ভেতরে ভেতরে নায়িকার ফিল পাই আমি। #গল্প_Story

এর বেশ কিছু দিন পরে হঠাৎ করে আম্মার দাঁতে ব্যথা শুরু হয়। যাকে বলে অসহ্য ব্যথা। আম্মাকে কোনরকম ব্যাথার ওষুধ খাইয়ে দিয়ে ভালো ডেন্টিস্টের খোঁজ করতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ভালো একজন ডেন্টিস্টের খোঁজ পেলাম। ভাবলাম ইনশাআল্লাহ আম্মাকে নিয়ে সকালেই ডাক্তারের কাছে যাবো।

প্রায় ১ ঘন্টা বসে আছি ওয়েটিং রুমে অথচ আমাদের সিরিয়াল আসছে না। গরমে আর বিরক্তিতে মুখ থেকে চ জাতীয় শব্দ বের হচ্ছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের ডাকা হলো। চরম বিরক্তি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। কিন্তু ভেতরে প্রবেশ করা মাত্রই আমার সব বিরক্তি মূহুর্তের মধ্যে হাওয়া হয়ে গেলো। ডক্টর’কে দেখে আমার হার্টবিট বেড়ে যেতে লাগলো। চারিদিকে প্রেমের ঘন্টা বাজার শব্দ শুনতে পেলাম। জীবনে প্রথমবারের মতো ক্রাশ খেলাম ডক্টর’কে দেখে। আহা কি তার পাগল করা হাসি!! আমি অন্য এক জগতে হারিয়ে গেলাম। যেই জগত শুধু আমার আর ডক্টরের।

রোগী কে??
এমন প্রশ্নে ধ্যান ভাঙলো আমার। জ্বী আমার আম্মা।

অতঃপর আম্মার দাঁত দেখলেন। সমস্যা তেমন জটিল না কারনে শুধুমাত্র কিছু ঔষধের নাম লিখে দিলেন। তিনি জানালেন আর ভিজিট করা লাগবে না ঔষধ খেলে সেরে যাবে। আর আসতে হবে না শুনে আমার হৃদয় টা ভেঙ্গে খানখান হয়ে গেলো। আর যদি ভিজিট না করি তাহলে ক্রাশ কে দেখতে পাবো কিভাবে শুধুমাত্র এই কথাটা মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক করতে লাগলো। বাসায় এসে স্থির থাকতে পারলাম না। সারাক্ষণ ক্রাশের চেহারা, হাসি চোখের সামনে ভাসতে লাগলো। সারারাত ক্রাশের কথা ভেবে ঘুমতে পারলাম না। ভাবতে লাগলাম কিভাবে আবার ক্রাশের দেখা পাবো? আম্মা তো আর যাবে না। আমারও দাঁতের কোন সমস্যা নেই শুধু গজ দাঁত ছাড়া।
অবশেষে সিদ্ধান্ত নিলাম আমার গজ দাঁত তুলে ফেলবো।ক্রাশের জন্য শুধু গজ দাঁত কেনো আমার সব দাঁত তুলে ফ

15/05/2024

সকালে রবিন কল দিয়ে বলল, "দোস্ত,পাঁচ হাজার টাকা বিকাশ কর।"

"টাকা দিয়ে কী করবি?"

"আজ বয়ফ্রেন্ড দিবস। গার্লফ্রেন্ড কে নিয়ে একটু বের হতে হবে। তুই জলদি টাকা পাঠা কেমন।"

আমার বিকাশে ছয় হাজার টাকা আছে। রবিনের লেনদেন খারাপ না। ওকে পাঁচ হাজার টাকা পাঠালাম। আমার মনটা খারাপ হয়ে গেল! আজ বয়ফ্রেন্ড দিবস! আমার কোনো গার্লফ্রেন্ড নাই! অধরা নামে একটা মেয়ের সাথে অনেকদিন ধরে চেষ্টা করতাছি কিন্তু কাজ হচ্ছে না! অধরা আমাদের পাশের বাসার মেয়ে। দেখতে খুব সুন্দরী! আমাদের বাসায় মাঝেমধ্যে আসে।

সকালে অধরা আমাদের বাসায় এসেছে। ওকে আসতে দেখে আমি বাসা থেকে বের হলাম না। আমার রুমে আসল অধরা। হালকা গোলাপি রংয়ের একটা জামা পরেছে। কী সুন্দর লাগছে!

মিষ্টি হাসি দিয়ে বলল, " কেমন আছেন ভাইয়া?"

হাসিটা দেখতে কী যে ভালো লাগছে! আমি অনেকটা সময় ধরে অধরার দিকে তাকিয়ে রইলাম।

"ভালো। তুমি কেমন আছ?"

"ভালো। আজ আপনার সময় আছে ভাইয়া?"

মেয়েটা আমাকে নিয়ে বের হবে মনে হয়। আমার কী যে ভালো লাগছে! বুকের ভিতরে ঢোল বাজতে শুরু করেছে! আজ বয়ফ্রেন্ড দিবস উপলক্ষে আমাকে নিয়ে ঘুরতে যাবে! মানে মেয়েটা ঠিকই আমাকে ভালোবাসে। আমি হাঁদারাম ধরতে পারিনি!

"আমি সারাদিন ফ্রি আছি।"

"আমার সাথে একটু বাইরে যাবেন?"

ঠিক যা ভেবেছি! আমার মেজাজটা খারাপ হয়ে গেল। রবিনকে পাঁচ হাজার টাকা না দিলে হতো। অধরাকে নিয়ে প্রথম বের হবো। মাত্র এক হাজার টাকায় হবে! আমার কপালটাই এমন!

"কখন যাবা? "

"এগোরটার দিকে। "

"আচ্ছা ঠিক আছে। "

অধরা চলে গেল। আমি দ্রুত গোসল টোসল করে নতুন একটা শার্ট পরলাম। জীবনের প্রথম ডেটে যাচ্ছি। মা একবার জিজ্ঞেস করল, "কোথায় যাবি?"

"একটু কাজ আছে মা।"

অধরাকে নিয়ে বাসা থেকে বের হলাম। আমরা একই রিকশায় চড়ে যাচ্ছি। কোথায় যাব এখনো জানি না। আমাদের এলাকা থেকে অনেকটা দূরে আসার পর অধরা রিকশা থামাল। এখানে কী আছে বুঝতে পারছি না। কোনো বান্ধবির বাসা মনে হয়।

অধরা রিকশা থেকে নেমে গেল। আমি নামবো কিনা বুঝতে পারছি না।

অধরা আমার দিকে তাকিয়ে বলল, "ধন্যবাদ বাবু ভাই। আপনি না থাকলে আজ বাসা থেকে বের হতেই পারতাম না! আপনি সাথে যাবেন বলায় আম্মু রাজি হয়েছে।"

আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। অধরা চলে যাচ্ছে। একটু দূরে গিয়ে বলল, "এখন বাসায় যাবেন না ভাইয়া। বিকালে একসাথে ফিরব কেমন?"

আমার রিকশা চলতে শুরু করেছে। আমি দেখলাম অনেকটা দূরে রবিন দাঁড়িয়ে আছে। রবিন ম

15/05/2024

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

লেখক- হুমায়ূন ফরিদ স্যার ...🌼🍂

14/05/2024

🤣 বল্টু প্রতিদিন বিছানায় প্রস্রাব করে।
বল্টুর বউ তো বিছানা পরিষ্কার করতে করতে ক্লান্ত,
একদিন বল্টুর বউ খুব রেগে বললো,

বউঃ "তুমি প্রতিদিন বিছানায় প্রস্রাব করো কেনো??" 😤
বল্টুঃ " আমার কি দোষ!!😜
শয়তান প্রতিদিন আমার স্বপ্নে এসে বলে যে,
"মুতে দে তাহলে সোনার বাটি দেবো"
কিন্তু শালা সোনার বাটি দেয় না!!😁

বউঃ ওও এবার আসলে আগে সোনার বাটি চাইবে তারপর যা খুশি করবে!!🙄

এরপর স্বপ্নে শয়তান মুততে বলতেই
বল্টু আগে বাটি চাইলো...
শয়তান তো ভারি চিন্তায় পড়ে গেলো। 🥴

শয়তান বললঃ "তাহলে চল রাজার বাড়িতে।"🤔

রাজার বাড়িতে গিয়ে বাটি নিতে গিয়েই
শব্দে রাজার ঘুম ভেঙ্গে গেলো।
শয়তান ও বল্টু ছুটতে শুরু করলো।
রাজাও তাদের পেছনে ছুটতে লাগলো।🤣

এক সময় শয়তান একটা ডাব গাছে উঠে পড়লো।
বল্টুও ডাব গাছে উঠতে গেলো কিন্তু
রাজা বল্টুর পা টেনে ধরলো।😁😜

বল্টু বললো,"এখন আমি কি করবো??"

শয়তানঃ "রাজার মাথায় হাগু করে দে!!" 😃

তারপর বল্টু রাজার মাথায় হাগু করে দিয়ে
ঘুম থেকে উঠে দেখে যে সে বিছানায়
হাগু করে দিয়েছে!! 😁🤣🤣🤣🤣

🤣🤣🤣🥀

14/05/2024

রুমের মধ্যে বাতি বন্ধ করে শুয়ে আছি। একটু পরে বড় ভাইয়া আমার রুমে এসে বললো,

- কি করিস আরিফ?

- কিছু করি না ভাইয়া, কিছু বলবা?

- তোর চাকরির কি অবস্থা? যেখানে ইন্টারভিউ দিলি সেখান থেকে কিছু জানায়নি?

- না ভাইয়া।

- তোকে একটা কথা বলার জন্য এসেছি।

- বলো।

- আমার শাশুড়ী গ্রাম থেকে শহরে আসবেন কিছু দিনের জন্য বেড়াতে। সঙ্গে হয়তো আমার শশুড় ও আসতে পারে।

- আচ্ছা।

- তুই জানিস আমাদের এই একটা মাত্র ফ্ল্যাট। থাকার যে কি ব্যবস্থা করবো সেটা নিয়ে গতকাল রাত থেকে টেনশনে আছি।

- হুম, টেনশন করারই কথা।

- আমি একটা উপায় বের করতে পেরেছি।

- কি?

- তোর তো চাকরি হচ্ছে না। তাই বলছিলাম যে তুই যদি মাকে নিয়ে গ্রামের বাড়িতে কিছুদিন ঘুরে আসিস তাহলে দুটো রুম ফাঁকা হয়ে যাবে।

আমি ভাইয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম। সে হয়তো পুরোপুরি চাইছে মাকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। এর আগে ভাবির সঙ্গে এসব নিয়ে অনেক ঝগড়া করতে শুনেছি।

আমি বললাম,
- মা যদি রাজি হয় তাহলে আমার আপত্তি নেই।

- সেখানে তো সমস্যা, মা তো রাজি হচ্ছে না। সে গ্রামের বাড়িতে যেতে চায় না, বলে তার শরীর নাকি খুব অসুস্থ।

- হ্যাঁ এটা ঠিক, আমাকেও প্রতিদিন বলে তার শরীর ভালো নেই। বাবাকে নাকি প্রতি রাতে স্বপ্নে দেখেন, বারবার মৃত্যুর কথা বলে।

- অসুস্থ হলে এরকম সবারই হয়। মৃত্যু যদি আসে সেটা তো শহর গ্রাম সবজায়গা আসবে তাই না? তাছাড়া শহরের দূষিত খাদ্য আর আবহাওয়ার চেয়ে গ্রামে গেলে শরীর ভালো হতে পারে।

আমি কিছু বললাম না। কারণ আমি বুঝতে পারছি ভাইয়া যেভাবেই হোক মাকে বাসা থেকে গ্রামের বাড়িতে পাঠাবেই। আর সেই কাজটা সে আমাকে দিয়ে করতে চাইছে। কিন্তু মায়ের কথা মনে পড়লে আমারই খারাপ লাগে। দিন দিন মা বেশ অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে এখন শুধু নামাজ পড়তে আর বাথরুমে যাবার জন্য ওঠে।

- বললাম, তুমি চিন্তা করো না। মাকে বুঝিয়ে বলে গ্রামের বাড়িতে নিয়ে যাবার দায়িত্ব আমার।

- ধন্যবাদ ভাই, টাকাপয়সা যা লাগে আমার কাছ থেকে নিয়ে যাবি সমস্যা নেই। আর সেখানে গিয়ে টাকার দরকার হলে কল দিলেই হবে। মাত্র তো কয়েকটা দিন, তারপর আবার ফিরে আসবি।

- ঠিক আছে সমস্যা নেই।

ভাইয়া উঠে দরজা পর্যন্ত গেল। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম,

- আমার কি মনে হয় জানো?

- ভাইয়া পিছনে ফিরে তাকিয়ে বললো, কি?

- আমার মনে হয় মাকে আর কোনদিন তোমাকে এই বাসাতে আসতে হবে না। এটাই হয়তো শহর থেকে তা

Address


Telephone

+8801629119526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafez mohammad Tahsin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share