Azker Patrika

Azker Patrika This is news channel. Please follow us and see update new news. Thankyou

আহারে অমানুষ কবে মানুষ হবি? সব সোস্যাল মিডিয়ায় আমরা খারাপ জিনিস দেওয়ার কারণে। পর্দা না করার কারণে।
04/02/2024

আহারে অমানুষ কবে মানুষ হবি? সব সোস্যাল মিডিয়ায় আমরা খারাপ জিনিস দেওয়ার কারণে। পর্দা না করার কারণে।

কেউ যদি ভাবেন তিনি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন তবে এটা ভূল তিনি আগামী প্রজন্মকে সঠিক রাস্তা দেখাতে চান। আর দেশের মান...
29/01/2024

কেউ যদি ভাবেন তিনি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন তবে এটা ভূল তিনি আগামী প্রজন্মকে সঠিক রাস্তা দেখাতে চান। আর দেশের মানুষ সবাই চায় আগামী প্রজন্ম সঠিক রাস্তায় চলুক। আর একটা কথা মনে রাখতে হবে, সকল ভালো রাস্তাই ইসলামিক যদি সেটা কোন খ্রিষ্টান ও চলে। কিন্ত উনি টকশোতে বলেছেন উনি ইসলামিক না এটা আগামী প্রজন্মের জন্য বলেছেন। একজনকে হিরু বানাতে গিয়ে দেখা যায় ব্রাদার রাহুলের মত কন্টেন্ট-ক্রিয়েটররা বক্তা হয়ে যায়। তবে উনার প্রতিবাদ ঠিক ছিল।

👉👉👉একমত হলে শেয়ার করুন...  👇এক দফা এক দাবি!!!  বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবি!!!  ১ম শ্রেণি  থেকে মাস্টার্...
29/01/2024

👉👉👉একমত হলে শেয়ার করুন...
👇

এক দফা এক দাবি!!! বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রাণের দাবি!!!
১ম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত পাঠ্য পুস্তকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)এর জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।

@ফলোয়ার
27/01/2024

@ফলোয়ার

প্লিজ কেউ ট্রল করবেন না আর উনাকে। সে দেখিয়েছে মানুষের কাছে যেয়ে যদিও সে নর্তকী। কিন্ত ভোটে জিতাবেন না আবার ফেরদৌসের মত ত...
10/01/2024

প্লিজ কেউ ট্রল করবেন না আর উনাকে। সে দেখিয়েছে মানুষের কাছে যেয়ে যদিও সে নর্তকী। কিন্ত ভোটে জিতাবেন না আবার ফেরদৌসের মত তাহলে কিন্ত উলঙ্গপনার সংসদ হয়ে যাবে, যেরকম করেছিল বাউল সংসদ মমতাজে।

সামাজিক মাধ্যমের পরিচিত মুখ। নানা সময়ে নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে থাকেন আলোচনায়। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজন...
07/01/2024

সামাজিক মাধ্যমের পরিচিত মুখ। নানা সময়ে নানা বিষয়ে প্রতিবাদ জানিয়ে থাকেন আলোচনায়। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। সেই সৈয়দ সায়েদুল হক সুমন এবার লড়েছেন হবিগঞ্জ-৪ আসন থেকে। নৌকা পাননি; মার্কা ছিল ঈগল। সেই ঈগল প্রতীকেই করলেন বাজিমাত।

রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারি ফলাফলে ব্যারিস্টার সুমন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। অর্থাৎ, ফুটবলপাগল ব্যারিস্টার সুমনের ফ্লাইং কিকে শেষ পর্যন্ত উড়েই গেলেন বিমান প্রতিমন্ত্রী।

চুরুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে হবিগঞ্জ-৪ আসন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ছিল ১৭৭ টি।

হবিগঞ্জ-৪ আসনে মাহবুব আলী ও ব্যারিস্টার সুমন ছাড়াও ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, ইসলামী ঐক্যজোটের আবু ছালেহ, জাতীয় পার্টির আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আবদুল মমিন, বিএনএমের মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন ও বাংলাদেশ কংগ্রেসের সৈয়দ মো. আল আমিন।

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।যে কারণে নেটিজেনদের তোপের ...
07/01/2024

একটি অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায় তাকে। তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যে কারণে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।
ধোনির হুঁকা টানার ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘এমএস ধোনি গাঁজা আর ড্রাগসের প্রচার করছেন।

শুধু ভাবুন একবার যে এটি ভক্তদের উপর কেমন প্রভাব ফেলছে। দেশের মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলার জন্য এই মানুষটাকে গ্রেপ্তার করা উচিত।
এই প্রতারক খেলোয়াড়কে বয়কট করুন। ’
আরেকজন লিখেছেন, ‘এটা এমএস ধোনি! আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। তবুও আমি তার একজন ভক্ত। ‘

তবে শুধুই যে ভক্তদের রোষানলে পড়েছেন ধোনি তা কিন্তু নয়। কেউ কেউ লিখেছেন, ‘মাঝেমাঝে শখ করে অনেকেই হুঁকা টান দেন। ধোনি নিয়মিত ধূমপান করেন না। একটি অনুষ্ঠানে গিয়ে হুঁকায় দু’একটা টান দিতেই পারেন তিনি। ধোনি কী করবেন, কী খাবেন— এ সব কিছুই তার ব্যক্তি স্বাধীনতা। ’

ধোনির ধূমপানের অভ্যাসের কথা বেশ ভালোই জানেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জর্জ বেইলি। আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে একসঙ্গে খেলেছেন তারা। পাঁচ আগে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে বেইলি বলেন, ‘সে একটু শিশা ও হুঁকা টানতে পছন্দ করে। প্রায়শই এটা নিজের ঘরে বেশ খোলাখুলি রাখত। ভেতরে গেলে সেখানে অনেক তরুণ খেলোয়াড়ের দেখা মিলবে। ‘

ক্রিকেটারদের ধূমপান নতুন কোনো ঘটনা নয়। যে ক্যারিয়ার জুড়েই বিতর্কে ছিলেন কিংবদন্তি অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গাঁজা কেনার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানের চার ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, আকিব জাভেদ ও মুশতাক আহমেদ।

@ফলোয়ার

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তুরস্কে আটক ৩৩3 January 2024 08:14 — আল জাজিরাইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্...
03/01/2024

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে তুরস্কে আটক ৩৩
3 January 2024 08:14 — আল জাজিরা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে আরও ১৩ ব্যক্তিকে খুঁজছে তুরস্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষপ্রতীকী ছবি: এএফপি
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে তুরস্কে ৩৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ থাকার সন্দেহে আরও ১৩ ব্যক্তিকে খোঁজা হচ্ছে।

তুরস্কের আনাদোলু নিউজ গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আঙ্কারার পক্ষ থেকে আগেই সতর্ক করে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে তুরস্কের সীমানার ভেতরে ইসরায়েলকে কোনো অভিযান চালাতে দেওয়া হবে না।

ইস্তাম্বুল ও আরও সাতটি প্রদেশে একযোগে চালানো পুলিশি অভিযানে ৩৩ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বলা হয়েছে, আটক ব্যক্তিরা তুরস্কে বসবাসকারী বিদেশি নাগরিকদের ‘অনুসরণ, হামলা ও অপহরণের’ পরিকল্পনা করেছিলেন।

(এরকম প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ নিউজ পেতে ফলো দিয়ে রাখবেন)

এই ফিলিস্তিনিরা যুদ্ধ করে মুসলিম বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ঈমান নামেও কিছু আছে। তারা চাইলে পালিয়ে যেতে পারতো বহু আগেই অথবা ই...
21/11/2023

এই ফিলিস্তিনিরা যুদ্ধ করে মুসলিম বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ঈমান নামেও কিছু আছে। তারা চাইলে পালিয়ে যেতে পারতো বহু আগেই অথবা ইহুদী ধর্ম মেনে নিতে পারতো। যদি তারা তাদের ঈমানের জন্য এসব করে আমরাকি দুর্নিতি অনিয়ম বন্ধ করতে পারিনা? সুদ ঘুষ বন্ধ করতে পারিনা? চোরি বাট পারি বন্ধ করতে পারিনা? আমাদের ৯৯% মানুষি অনিয়ম করে খাবারে ভেজাল দেয় বাকী ১% ওই গ্রামের ছোট্ট মুদি দোকানী ঠিকভাবে বিক্রি করে। সব ১০০% খাবারে ভেজাল আর ভেজাল।
🫳 আমরা পরিবর্তন হতে পারবনা কারণ তাদের ভিতর কাজ করে ঈমানী শক্তি আর আমাদের শয়তানি শক্তি।

19/11/2023

সিনহা হত্যায় ওসী প্রদীপের মৃত্যুদন্ডের রায়ে আপনিকি খুশী হয়েছেন?

সময় এসেছে এক হও
05/11/2023

সময় এসেছে এক হও

সাব্বাস হামাস
05/11/2023

সাব্বাস হামাস

Address

Dhaka
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Azker Patrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share