বোনাই ভাই

বোনাই ভাই Digital content creator funny �� video on
(1)

12/12/2024

অনেক দিন পর আবার ফিরে আসলাম।

08/05/2024
22/12/2023

অরিজিনাল খেজুরের গুড় যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন।
মোবাইল:০১৯১১৬০৭৪৫৩

আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা কেউ যদি পুলিশকে পছন্দ না করেন।এমন ভদ্র ফ্যামিলির ছেলে বা মেয়ে থাকলে নিজ থেকে স্ব-সম্মানে...
31/10/2023

আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা কেউ যদি পুলিশকে পছন্দ না করেন।এমন ভদ্র ফ্যামিলির ছেলে বা মেয়ে থাকলে নিজ থেকে স্ব-সম্মানে আনফ্রেন্ড করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি ।

প্রথমে আমি গর্ববোধ করি,আমি পুলিশ বাহিনিতে চাকুরী করি, আমি আমার পেশাকে ও পোষাককে সম্মান করি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব পালন করি, যেটা আমার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে।

আমি জেনে বুঝে কোন দিন কারো ক্ষতি করি নাই। ইনশাআল্লাহ করবোও না কোন দিন। এটা মনে রাখা দরকার, পুলিশ কোনো দলের না" (সরকারের")। যখন যে দল সরকারে থাকে পুলিশ তখন সেই সরকারের হয়ে কাজ করে আর এটাই স্বাভাবিক ।

আসলে বিপদে পরলে পুলিশ খুব ভালো,(আর বিপদ উদ্ধার হয়ে গেলেই পুলিশ কোন চ্যাটের বাল)।
তখন পুলিশের সহযোগিতা ছাড়া মাথায় কিছু আসে না,
আবার মারা গেলে আলহামদুলিল্লাহ,
ফেসবুকে হ্যা হ্যা রিয়াকশন দ্বারা আনন্দ উল্লাস করা
এমন ভদ্র ফ্যামিলির মানুষ আমার ফ্রেন্ডলিস্টে থাকার দরকার নেই বলে আমি মনে করি।
এটা আমাদের মনে রাখা উচিত, কোনও পুলিশ অন্য গ্রহ থেকে আসে নাই, এই পুলিশ আপনার আমার ভাই, বাবা, সন্তান, প্রতিবেশি এবং কারও আত্মীয়-স্বজন। আবার কেউ কেউ এই পুলিশ ভাইয়ের বেতনের টাকার একটা অংশ দিয়ে চলেন তারপরও পুলিশকে গালি দেন।

কতিপয় কিছু সংখ্যক খারাপ পুলিশ দিয়ে সব পুলিশকে একরকম দেখা ঠিক নয় ।
কারণ ভালো মন্দ সব জায়গাতেই আছে, তেমনই পুলিশেও আছে এটাই স্বাভাবিক, পুলিশ জনগণের সম্মুখীন হয়ে কাজ করে, তাই দুই একজন পুলিশ খারাপ কাজ করলে এটাই আমাদের চোখের সামনে আসে, তাই আমরা সব পুলিশকে খারাপ মনে করি এটা আমাদের ভুল ধারণা।

ভালো থাকবেন সবাই,
ধন্যবাদ।

Address

Warles Joydebpur, Gazipur
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when বোনাই ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বোনাই ভাই:

Share