Live 24 Waz

Live 24 Waz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Live 24 Waz, Digital creator, Mawna, Sreepur, Gazipur-Dhaka, Gazipur.

হে ঈমানদারগণ! আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বপ্রাপ্ত। যদি তোমরা কোন বিষয়ে দ্বিমত পোষণ কর, তবে তা আল্লাহ ও তাঁর রাসূলের দিকে প্রত্যাবর্তন কর, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি সত্যিকারের বিশ্বাসী হও।
Live 24 Waz

02/08/2025

যে ব্যাক্তি বয়স্ক হয়েও ব্যাভিচারে লিপ্ত হয়েছে, ঔ ব্যাক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। Live 24 Waz

10/07/2025

ইসলামিক আলোচক শায়েখ আহমাদুল্লাহ || লাইভ ২৪ ওয়াজ || Ahmadullah

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
14/05/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

14/05/2025

বাংলাদেশে বহুত্ববাদ! প্রতিষ্ঠা করতে চায় দুই দিন আগে খাতনা করা ন্যাশনাল চিলড্রেন পার্টি-NCP
ড. এনায়েতুল্লাহ আব্বাসী উচিৎ জবাব।

গতকাল ড. নাসিমা হাসানের সাথে দুজন নারীবাদীর টকশোটা আপনারা শুনেছেন। উপস্থাপক বলছেন, যেহেতু ৯০% মুসলমানের দেশ, ইসলাম সম্পর...
05/05/2025

গতকাল ড. নাসিমা হাসানের সাথে দুজন নারীবাদীর টকশোটা আপনারা শুনেছেন।

উপস্থাপক বলছেন, যেহেতু ৯০% মুসলমানের দেশ, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে এমন একজনকেও কেন কমিশনে রাখা হলো না?

নারীবাদীটা উত্তর দিলো, ধর্মকে টানতে চায় নাই বলে রাখে নাই।

এই কমিশন রাষ্ট্রীয়ভাবে নারীদের প্রতিনিধিত্ব করছে, অথচ রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ নারীর কোন প্রতিনিধিত্ব রাখবে না, কারণ ধর্মকে তারা টানতে চায় না৷ টানতে না চাইলেও আঘাত ঠিকই করে৷

নারীবাদীটা বলছে, আমরা ধর্মকে আঘাত করি নাই, ধর্মের বাইরে যারা আছে, তাদের জন্য বলেছি।

উপস্থাপক বললেন, বিভিন্ন ধর্মের মধ্যেই তো বেশির ভাগ নারী পড়ে, ধর্মের বাইরে কত পারসেন্ট নারী আছে।

নারীবাদী বললো, আমরা ওসব জানি না।

উপস্থাপক বললো, বাইরে আর কোন কোন দেশে এমন আছে।

নারীবাদী বললো, আমরা ওসব জানি না। আমরা বাংলাদেশ নিয়ে কাজ করছি।

বেসিকালি, এই নারীবাদীরা হলো ব্রেনলেস। ড. নাসিমা হাসানের সামনে নারীবাদী দুটোতে ক্লাউনই মনে হলো।

এদেশে নারীবাদীদের মগজের চেয়ে টিপের সাইজ বড়।

゚viralシ

আল্লাহ  সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন     ゚viralシfypシ゚viralシalシ  ゚viralシ
05/05/2025

আল্লাহ সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক আমিন

゚viralシfypシ゚viralシalシ ゚viralシ

18/04/2025

ভুলেও কখনো কচিকাঁচা বাচ্চাদের ছবি ফেসবুকে দিবেন না।

ইতিহাসের পাতায় লেখা থাকবে—পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র।কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল যাদের হাতে,ত...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে—
পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্র।
কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা ছিল যাদের হাতে,
তবু গাজার রক্ষার্থে
একটি বোমাও আকাশে উড়ল না।
একটি গর্জনও ছুটে এল না নিরস্ত্র শিশুদের রক্ষায়।

লেখা থাকবে—
মিশরের বুক চিরে শতাব্দীর পর শতাব্দী ধরে
বয়ে গেছে নীলনদ।
যা প্রাণ জুগিয়েছে সাহারা মরুভূমিকেও।
কিন্তু পাশেই গাজার শিশুরা
তৃষ্ণায় কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়েছিল রক্তাক্ত মাটিতে।
তাদের জন্য খুলে যায়নি সীমান্ত,
চলে আসেনি এক ফোঁটা পানিও।

লেখা থাকবে—
সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সমুদ্র।
বিলাসের রাজ্য, সোনায় মোড়ানো শহর।
কিন্তু গাজার অ্যাম্বুলেন্সগুলো
পেট্রোল না পেয়ে থেমে ছিল পথের মাঝে—
নিঃশব্দ, নিরূপায়, ব্যথার ভারে নুয়ে থাকা ইঞ্জিন।
নীরবতাই যেন তাদের একমাত্র আর্তনাদ ছিল।

লেখা থাকবে—
তুরস্কের দিকে তাকিয়েছিল লক্ষ কোটি চোখ,
নেতৃত্বের প্রত্যাশায়, উম্মাহর আশায়।
তারা বলেছিল— “আমরাই মুখপাত্র।”
কিন্তু গাজার রক্তে তারা কিছুই জোগাল না—
না রসদ, না সামরিক সাড়া, না কূটনৈতিক প্রতিরোধ।
তাদের উচ্চারণেও ছিল কৌশল, সাহসে ছিল শূন্যতা।

লেখা থাকবে—
দুনিয়ার মুসলমানদের ছিল পঞ্চাশ লক্ষ সৈন্য,
ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট,
ছিল হাইড্রোজেন বোমা পর্যন্ত।
তবুও গাজার আকাশে
একটিও ছায়া ফেলেনি ওসব অস্ত্রের।
গাজার পথে কেউই হাঁটেনি।

এ ইতিহাস শুধু গাজার হবে না—
এতে থাকবে কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা,
আরো অসংখ্য নামহীন জনপদের কথা।
যারা ডুবে আছে জুলুমের অন্ধকারে।
তবে সবচেয়ে ভারী করে লেখা থাকবে একটিই বাক্য—

“তারা চুপ ছিল। সবাই চুপ ছিল।
মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।”
Live 24 Waz

14/03/2025

ইসলামি আলোচক আবদুল্লাহি মারুফ সাহেব, (জন্ম ১৯৬৭) একজন ভারতীয় ইসলামী পণ্ডিত।
মুফতি এবং লেখক যিনি হাদিস অধ্যয়নে বিশেষজ্ঞ । ২০০১ সাল থেকে তিনি দারুল উলুম দেওবন্দে হাদিসের বিশেষায়ন বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে তিনি বিভাগের তত্ত্বাবধায়ক।

১ম রাকাত সুরা নাস পড়লে২য় রাকা'ত সূরা নাসই পড়তে হবে তবে নামাজ ত্রুটিপূর্ন হবে, নামাজের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা মেনে চল...
14/03/2025

১ম রাকাত সুরা নাস পড়লে
২য় রাকা'ত সূরা নাসই পড়তে হবে তবে নামাজ ত্রুটিপূর্ন হবে, নামাজের ক্ষেত্রে সূরার ধারাবাহিকতা মেনে চলা সুন্নত। তাই আমাদের উচিত সুরা নাস ১ম রাকা'ত এ না পড়া।
আলহামদুলিল্লাহ!

13/03/2025

আলহামদুলিল্লাহ! "যাকাত" নিয়ে সুন্দর আলোচনা।
আমার যাকাত ফরজ হয়েছে কি না এই ভিডিও টি দেখুন।

#যাকাত

Address

Mawna, Sreepur, Gazipur-Dhaka
Gazipur
1704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Live 24 Waz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share