30/05/2025
খারাপ লাগলে দুঃখিত!লেখার মত কি কিছুই খুজে পায়না মানুষ?
আইডিকে প্রফেশনাল মুডের বদৌলতে সারাদিন শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি আর শুভকামনার পোস্ট দেখতে দেখতে বিরক্ত😣। এংগেজমেন্ট আর উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য এইগুলা করতে হয় কে শিখাইছে আপনাকে? এইগুলা করে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন?
একটা স্টার পাওয়ার আশায় কমেন্টে আপনার নতুন পরিবারে স্বাগতম জানাইতেছেন, ফুলের ভালোবাসা চাইতেছেন, অযাচিত অনর্থক লাইভ শেয়ার করে যাচ্ছেন, এক বছরে ১০০ স্টার মিলাইতে পারবেন? ১০০ স্টার থেকে কয় টাকা পাওয়া যায় জানেন?
ফ্রেন্ডলিস্টের কত শিক্ষিত মানুষ এইগুলা করতেছে।
আপনারা কেন করেন এইগুলা?
আপনাদের পারসোনালিটিতে বাধেনা?
ফেইসবুক থেকে ইনকাম করতে চাইলে নিজে স্মার্ট হোন, স্মার্ট কন্টেন্ট বানান। নিজের জ্ঞানকে বিসর্জন দিয়ে জ্ঞানহীন হইয়েন না প্লিজ🙏