Freelencer Papia

Freelencer Papia I am a freelencer

ফেসবুক চালানো যদি হয়ে থাকে আপনার প্রতিদিনের নেশা!!!!! তাহলে ফেসবুককেই বানিয়ে নিন ইনকামের পেশা ✌️✌️
07/06/2023

ফেসবুক চালানো যদি হয়ে থাকে আপনার প্রতিদিনের নেশা!!!!!
তাহলে ফেসবুককেই বানিয়ে নিন ইনকামের পেশা ✌️✌️

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা... ১। চাউল ১ বস্তা       =   ৩,০০০/-২। তৈল ৪ লিটার     =       ৮০০/-৩...
28/05/2023

একটি মধ্যবিত্ত পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা...
১। চাউল ১ বস্তা = ৩,০০০/-
২। তৈল ৪ লিটার = ৮০০/-
৩। বাসা ভাড়া = ৪,০০০/-
৪। সবজি = ৪,০০০/-
৫। মাছ = ৪,০০০/-
৬। গ্যাস সিলিন্ডার = ১,৮০০/-
৭। শ্যাম্পু,সাবান৷ = ৫০০/-
৮। মুদি বাজার = ২,০০০/-
৮। বিদ্যুৎ বিল = ৭০০/-
৯।মোবাইল খরচ। = ৫০০/-
১০।বাবা মায়ের হাতে নিম্নে৫০০০/-
-------------------------------------------------
সর্বমোট = ২৬,৩০০/-

সাথে বাচ্চাদের পড়াশুনা, চিকিৎসা খরচ, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ আরও অন্যান্য খরচ।

কিন্তু,
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-
যাদের বেতন ২০,০০০/-

কি করবে তারা ???

এটার সমাধান এখন একটাই ফ্রিল্যান্সিং। চাকুরী পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এ জন্যই দেশের বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। আর তাই ফ্রিলেন্সিং এমন একটা প্লাটফর্ম যেখানে ঘরে বসেই শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। এর সাথে এখানে কাজের ক্ষেত্রে রয়েছে স্বাধীনতা যেটা আর অন্য কোনো কাজের ক্ষেত্রে নেই।

শুধু তাইনয় আজকাল গণপ্রজাতন্ত্রী সরকার এর উক্তি ও এটাই চাকুরিজীবী নয় ফ্রিল্যান্সার হও। চাকুরীর পিছে না ছুটে ফিল্যান্সার হয়ে বেকারত্ব দুর করো।
এটাই বর্তমান সময়ে মধ্যবিত্ত পরিবারের জন্য একমাত্র সুযোগ।

চাকুরীর পিছে ছুটে সময় নষ্ট না করে ফ্রিল্যান্সার হয়ে দেশের বেকারত্ব সমস্যার সমাধান করো

19/05/2023

ধরেন আপনার নিজের প্রতি কনফিডেন্স একেবারেই কমে গেছে। নিজেকে সব কিছুর জন্য Unworthy মনে হয়। বোঝা মনে হয়। কি করবেন?

একটা কাজ করেন। খাতা কলম নিয়ে বসেন। আগামি ৪ মাসে নিজের জন্য কি করতে পারেন দেখেন। আমি বলতেসি না জিনিস টা materialistic হইতে হবে।
আপনি দান করার অভ্যাস করেন বা ভিন্ন ভাষা শিখেন। নামাজ পরেন, রান্না শিখেন বা গাড়ি চালানো শিখেন। ফুটবল শিখেন বা লেখা-লেখি করেন। কিছু একটা করেন,নিজে নিজে কি কর‍তে পারেন দেখেন। যতই ছোট হোক না কেন। লাগলে ডিম ভাজা শিখে আমাকে দাওয়াত দিয়েন।

পয়েন্ট হলো, আপনি নিজেকে আরেকটু better human বানান। আপনার চেষ্টা আপনার নিজের এখনের version কে হার মানানোর মত হওয়া উচিত🌸✨

ফ্রিল্যান্সিং  যাত্রা শুরু করার আগে এই কয়েকটি বিষয় দেখে বুঝে তারপরফ্রিল্যান্সিং শুরু করুন। ★ আপনাকে প্রথমেই জানতে হবে  ফ...
08/05/2023

ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার আগে
এই কয়েকটি বিষয় দেখে বুঝে তারপর
ফ্রিল্যান্সিং শুরু করুন।

★ আপনাকে প্রথমেই জানতে হবে ফ্রিল্যান্সিং সম্পর্কে,
বুঝতে হবে এটা আসলে কি।
★-তার পরে শুরু করতে হবে।
★-আপনি এমন একটি প্রতিষ্ঠান থেকে শুরু করুন
যেখানে টিচার প্যানেলের সবাই টপ রেটার ফ্রিল্যান্সার।
★-যেখানে প্রথমে আপনাকে বেসিক শিখানো হবে।
★- ব্যাসিক টা শিখানোর পরে অ্যাডভান্স শিখানো হবে এবং
আপনি যতক্ষণ শিখতে না পারবেন ততক্ষণ শিখাবে।
★- ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কিভাবে কাজ পাবেন,
কিভাবে কাজ করবেন এবং বায়ারকে কিভাবে কাজ
সাবমিট করবেন,সকল বিষয় আপনাকে বুঝাবে।
★- ফাইবার,আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসের যে
কোনো আপডেট আসলে সাপোর্টিং ক্লাসের মাধ্যমে তা
সকলকে জানিয়ে ও বুঝিয়ে দিবে।
★- তাদের কাছে লাইভ টাইম সাপোর্ট পাবেন।।।

আপনি যেখান থেকে শুরু করুন না কেন
এই বিষয় গুলো অবশ্যই খেয়াল রাখবেন,
ইনশাআল্লাহ। 💚

চাকুরী নয়,
ফ্রিলান্সিং করুন।
বেকারত্ব দূর করুন। ❤️

 #ফ্রিল্যান্সিং_কি?ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ...
11/02/2023

#ফ্রিল্যান্সিং_কি?

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

07/01/2023
প্রবাদ আছে, 'পরিশ্রম সাফল্যের চাবিকাঠি'। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কা...
07/01/2023

প্রবাদ আছে, 'পরিশ্রম সাফল্যের চাবিকাঠি'। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে।

সুতারং - পরিশ্রমের বিকল্প নেই।

ফ্রিল্যান্সিং কি?ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে অফিস কিংবা কর্মস্থলে না যেয়ে ঘরে বসে কাজ করে আয় করা বুঝায়। অর্থাৎ আপ...
05/01/2023

ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হলো অনলাইনের মাধ্যমে অফিস কিংবা কর্মস্থলে না যেয়ে ঘরে বসে কাজ করে আয় করা বুঝায়।

অর্থাৎ আপনার নির্দিষ্ট কাজটা কর্মস্থলে না গিয়ে অনলাইনের মাধ্যমে সম্পন্য করাকে বুঝায়। এখন *ফ্রিল্যান্সিং দুই প্রকারের :

অফিসের কাজ কিংবা
স্বাধীন কাজ
অফিসের কাজ বলতে বুজায় আপনি একটি অফিসে কাজ করেন এখন আপনি চাচ্ছেন অফিসে না যেয়ে ঘরে বসে কাজ করবেন এটাকেও ফ্রিল্যান্সিং বলে।
*স্বাধীন পেশা কোনগুলো?
ওয়েব ডিজাইনার
গ্রাফিক্স ডিজাইনার
এনিমেটর
ডিজিটাল মার্কেটিং
গেম ডেভেলপার
মোবাইল এ্যাপ ডেভেলপারআপনার জন্য: *ডিজিটাল মার্কেটিং কি?
উদাহরণস্বরূপ আপনি একজন মোবাইল অ্যাপ ডেভেলপার। অথবা আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার। এখন আপনি ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান!

তাহলে আপনি সহজে অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কাজ খুজে নিতে পারেন। কিন্তু সর্বদায় মনে রাখতে হবে আপনাকে যেকোনো একটি কাজ অবশ্যই জানা থাকতে হবে ।

নাহলে ফ্রিল্যান্সিং আপনার দ্বারা হবে না । আপনি মার্কেটপ্লেসে গিয়ে কি কাজ খুঁজবেন? যদি কাজই জানা না থাকে!

27/12/2022

‼️বেশিরভাগ মানুষের সফল না হওয়ার প্রদান কারণগুলো হল মনের ভিতর নেতিবাচক চিন্তা রাখা।এই চিন্তা ভাবনা গুলো অন্য কিছু নিয়ে চিন্তা করতে মনকে বাধাঁ দেয়। ফলে আপনার দৈনন্দিন রুটিন ব্যাহত হয়। তাই আপনাকে অবশ্যই নেতিবাচক চিন্তা ভাবনা গুলো বাদ দিতে হবে।

একজন হতাশা গ্রস্থ মানুষ কখনো সফল হতে পারেনা। কারন তারা নিজেরাও হতাশা হয়ে থাকে এবং তাদের চারপাশে মানুষের জন্য একটি নেতিবাচক ব্রিবতকর পরিবেশ সৃষ্টি করে তোলে।

তবে মনে আশা এবং বিশাস থাকলে প্রতেকের জিবনেই চমৎকার কিছু ঘটতে পারে। এই বিশ্বাস প্রতেক পরিস্থিতি তে একটি পরিস্কার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে সাহায্য করে। পজিটিভ ধারনাগুলো আপনার জন্য কেবল নতুন সম্ভবনার পথই খুজে দিবেনা বরং আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে সাহায্য করবে‼️

Address

Bason
Gazipur
1346

Alerts

Be the first to know and let us send you an email when Freelencer Papia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelencer Papia:

Share