18/07/2025
আমি যে পথ একবার পেছনে ফেলে আসি, সেখানে আর ফিরে যাই না। কারণ আমি জানি, পুরোনো দরজায় বারবার কড়া নাড়লে নতুন কিছু পাওয়া যায় না।
একবার যেখান থেকে চলে আসি, সেটা আমার জন্য আর উপযুক্ত নয়,পেছনের গল্প নয়, আমি সামনের অধ্যায়ে বিশ্বাসী। ভুল করলেও শিখি, কিন্তু ফিরে যাই না।
আত্মসম্মান আর সিদ্ধান্তে আমি কখনো আপস করি না। তাই আমার চলার পথে কেউ যদি একবার হারিয়ে যায়, আমি আর তাকে খুঁজি না। আমি এগিয়ে যাই, ফিরে তাকানো আমার অভ্যাস না।🌸🤍