Md Ridoy Hasan

Md Ridoy Hasan Sustainable Business Growth Trainer ।। Author।। Investor ।। Marketer ।। Entrepreneur ।। Brand Promoter Grammo Food That’s why I’m now known as Trainer Ridoy.
(2)

Champions Don’t Rise Alone — They Train

I’m Md Ridoy Hasan, born in 1995 in a remote village of Sherpur, Bangladesh. Once a boy from a struggling family with big dreams, today I’m the founder of Grammo Food & More Brands — one of the country’s leading safe and organic food companies, employing 45+ passionate individuals. But this journey is more than business —
It’s a story of self-belief, sacri

fice, and relentless effort. Along the way, I equipped myself with both government and private training, mastered digital marketing, brand growth strategies, and real-world entrepreneurship — all from scratch. Now, I dedicate my life to empowering those who truly want to grow, lead, and transform. I believe:
👉 Every young person has leadership potential
👉 Every dreamer needs the right guide
👉 And real change comes from real experience

My mission as Trainer Ridoy is simple —
To sharpen your skills, accelerate your growth, and guide you toward total transformation. Because if you want to be the exception,
You need exceptional preparation. And on that journey — I stand with you.

ইদ মোবারক।। আল্লাহুম্মা তাক্বাব্বাাল মিন্না ওয়া মিনকুম" হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকেও কবুল করে নিন...
07/06/2025

ইদ মোবারক।।

আল্লাহুম্মা তাক্বাব্বাাল মিন্না ওয়া মিনকুম"

হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকেও কবুল করে নিন।

গত ৩বছরে ফেসবুক এডস এর যা শিখেছি। সব কিছু হাতে কলমে দেখিয়ে দিয়ে দিচ্ছি আমার 100 Dollar A Day Coaching programme. আলহামদু...
26/05/2025

গত ৩বছরে ফেসবুক এডস এর যা শিখেছি।
সব কিছু হাতে কলমে দেখিয়ে দিয়ে দিচ্ছি আমার 100 Dollar A Day Coaching programme.

আলহামদুলিল্লাহ ১ম ব্যাচ সফলতার সাথে সম্পূর্ণ হয়েছে।

থেমে থাকার জন্য পৃথিবীতে আসি নাই এসেছি নিজের জন্য,মানুষের জন্য ইমপ্যাক্টফুল কিছু কাজ করার জন্য।

এই যাত্রায় যাদের কাছে পাচ্ছি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া চাচ্ছি।

❤️❤️❤️

world biggest market China canton fair
27/04/2025

world biggest market
China canton fair

“Lit up the night under the vibrant lights of Canton Tower!”
25/04/2025

“Lit up the night under the vibrant lights of Canton Tower!”

18/04/2025

HelicopterRide

জুতার মধ্যে শুয়ে থাকা ! কতটা ভালোবাসলে এভাবে জুতার মধ্যে শুয়ে থাকা যায় ?আর এই ভালোবাসা ছড়িয়ে আজ $1.2 বিলিয়ন ডলারের বিশা...
13/04/2025

জুতার মধ্যে শুয়ে থাকা !
কতটা ভালোবাসলে এভাবে জুতার মধ্যে শুয়ে থাকা যায় ?

আর এই ভালোবাসা ছড়িয়ে আজ $1.2 বিলিয়ন ডলারের বিশাল কোম্পানি Zappos.

তাদের সফলতার মূলমন্ত্র হলো: ভালোবাসা, বিশ্বাস আর মানবতা।

চলুন একটু ব্রেকডাউন করি👇

✡️কেন Zappos এত সফল হলো, যখন অধিকাংশ ব্যবসা শুধু লাভের দিকেই নজর দেয়?
Zappos তাদের ব্যবসার ভিত্তি গড়েছে "সততা" (Honesty) এর উপর। তারা ক্রেতাদের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য আচরণ করেছে — এমনকি যখন এতে তাত্ক্ষণিক লাভ হতো না।

ইসলামে সততা শুধু একটি গুণই নয়, বরং ব্যবসার একটি মূলনীতি। প্রিয় নবী (সা.) নিজেও একজন সৎ ব্যবসায়ী ছিলেন এবং সততা দিয়েই তিনি মানুষের মন জয় করেছিলেন।

✡️সততা কীভাবে সম্পদ গড়ে তোলে ?
সৎ ব্যবসা মানুষকে বিশ্বাস দেয়। আর যখন মানুষ বিশ্বাস করে, তখন তারা বারবার ফিরে আসে, রেফার করে, এমনকি বেশি দাম দিয়েও পণ্য কিনে।

Zappos-এর কাস্টমাররা এতটাই সন্তুষ্ট ছিলো যে তারা কোম্পানির প্রতি একধরনের আবেগ তৈরি করেছিল। শুধু প্রোডাক্ট নয়, তারা সার্ভিস, সততা এবং আন্তরিকতাকে ভালোবাসতো।

✡️সততা একটি ফ্রি মার্কেটিং টুল !
যখন আপনি সৎ থাকেন, মানুষ নিজের থেকেই আপনার কথা অন্যদের বলে। এটা "ওয়ার্ড-অফ-মাউথ" মার্কেটিং যা একেবারেই খরচ ছাড়া ঘটে।

কম সময়ের লাভ নয়, বরং বছরের পর বছর গ্রাহকের বিশ্বাস ধরে রাখাই একটি ব্র্যান্ডকে দীর্ঘজীবী করে তোলে।

ইসলামি মূল্যবোধগুলো শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, বরং আধুনিক ব্যবসাতেও অসাধারণ সাফল্য বয়ে আনতে পারে।

#সততার_বিজয়

©️ Md Ridoy Hasan

ঈদের ছুটিতে ফেসবুক অ্যাড বন্ধ?তবুও আপনার ব্র্যান্ড থাকবে কাস্টমারের Top of Mind-এ!অনেকেই ঈদের সময় তাদের ফেসবুক বিজ্ঞাপন ...
27/03/2025

ঈদের ছুটিতে ফেসবুক অ্যাড বন্ধ?
তবুও আপনার ব্র্যান্ড থাকবে কাস্টমারের Top of Mind-এ!

অনেকেই ঈদের সময় তাদের ফেসবুক বিজ্ঞাপন বন্ধ রাখেন। কিন্তু এই ‘চুপ থাকা সময়টা’ই হতে পারে আপনার ব্র্যান্ডকে স্মরণীয় করে তোলার মোক্ষম সুযোগ।

কিভাবে? → স্মার্ট কনটেন্ট + স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং = টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস!

যেখানে অন্যরা চুপ, সেখানে আপনি যদি ভ্যালু দেন – কাস্টমার আপনাকেই মনে রাখবে।

এবং ঈদের পর যখন সবাই আবার অ্যাড চালাবে, তখন আপনি থাকবেন ১ ধাপ এগিয়ে!

এছাড়াও,
𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞 𝐄𝐱𝐜𝐞𝐩𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐑𝐎𝐈 𝐰𝐢𝐭𝐡 𝐘𝐨𝐮𝐫 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐀𝐝𝐬
যখন আপনি ডেটা-ড্রিভেন এবং কনভার্সন ফোকাসড স্ট্র্যাটেজিতে কাজ করেন, তখন ROI বেড়ে যায় কয়েকগুণ!

ঈদের সময়েও টপ অব মাইন্ডে থাকতে চাইলে →
✅ ব্র্যান্ড স্টোরি এবং ইমোশনাল কনটেন্ট শেয়ার করুন
✅ রিমাইন্ডার পোস্ট দিন পণ্য/সার্ভিস সম্পর্কে
✅ পুরনো ক্রেতাদের নিয়ে বানানো রিভিউ ভিডিও/রিল শেয়ার করুন

বিজ্ঞাপন বন্ধ, কিন্তু ব্র্যান্ডিং নয়।
বুদ্ধিমত্তার সাথে প্ল্যান করুন, আর দেখবেন—ঈদের ছুটির পরও সবাই আপনাকেই আগে মনে রাখছে!

কনটেন্ট বানাই, কিন্তু রেজাল্ট পাই না—এর কারণটা জানেন?কারণ বেশিরভাগ ব্যবসা বাইরের দিক থেকে শুরু করে—মানে Copywriting, Des...
22/03/2025

কনটেন্ট বানাই, কিন্তু রেজাল্ট পাই না—এর কারণটা জানেন?

কারণ বেশিরভাগ ব্যবসা বাইরের দিক থেকে শুরু করে—মানে Copywriting, Design, Video…

কিন্তু সফল ব্র্যান্ডগুলো শুরু করে একদম ভিতর থেকে—Content Plan দিয়ে!

এই ছবিটা দেখুন
Content Marketing-এর ৩টি লেয়ার দেখানো আছে:
1. Content Plan (মূল ভিতর)
• কাকে বলবেন (Target Audience)
• কী বলবেন (Messaging)
• কীভাবে আলাদা হবেন (Positioning)
• নিয়মিত কী ধরনের কনটেন্ট দেবেন (Content Pillars)

2. Content Strategy (মাঝের স্তর)
• টার্গেট কী? বাজেট কত? কোন চ্যানেলে দেবেন?
• কতদিন চলবে?আবার কনটেন্ট ব্যবহার করবেন কিভাবে?

3. Content Creation (সবচেয়ে বাইরের স্তর)
• Copywriting, Design, Video, Frameworks ইত্যাদি

রেজাল্ট চাইলে ভিতর থেকে শুরু করুন।
Content Plan ছাড়া শুধু কনটেন্ট বানিয়ে গেলে, তা অনেকটা দিকভ্রান্ত জাহাজের মতো হবে।

আমারও তাই হয়েছিল, বাট এখন চেষ্টা করছি প্লান অনুযায়ী করার। তাই আমার লার্নিং গুলো শেয়ার করছি আপনার সাথে।

JCI Bangladesh Iffter programme
15/03/2025

JCI Bangladesh Iffter programme

Address

NAljani, Greatwall City(beside Madipath Hospiital)
Gazipur
1704

Alerts

Be the first to know and let us send you an email when Md Ridoy Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Ridoy Hasan:

Share