
26/06/2025
📲 CapCut-এর নয়া আপডেট: আপনার ছবি কি আর আপনার থাকছে না? 🧩
আপনি কি জানেন— জনপ্রিয় মোবাইল ভিডিও এডিটিং এপ CapCut এ কিছুদিন আগে একটি নতুন আপডেট এসেছে,
আর CapCut এর সেই আপডেটেড ভার্সনের Terms & Conditions-এ লেখা রয়েছে এমন কিছু,
যা জানলে আপনি হয়তো আঁতকে উঠবেন।
🔍 শর্ত অনুযায়ী:
আপনি যখন CapCut-এ কোনো ছবি বা ভিডিও এডিট করেন—
সেটা আপনার একান্ত ব্যক্তিগত হলেও, CapCut সেই কনটেন্ট ব্যবহার করতে পারে নিজের মতো করে।
✅ তারা চাইলে—
• আপনার ছবি বা ভিডিও বিক্রি করতে পারে
• যেকোনোভাবে পরিবর্তন করে প্রকাশ করতে পারে
• এমনকি আপনার অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারে বানিজ্যিক উদ্দেশ্যে
📜 ভয়ংকর বাস্তবতা হলো—
আপনি যখন অ্যাপটি ব্যবহার করেন,
তখন আপনি নিজেই এই শর্তে সম্মতি দেন,
কারণ শর্তপত্র না পড়ে “Agree” বাটনে চাপ দেন।
⚠️ এবং সবচেয়ে ভয়ের বিষয়:
আপনি আইনি ব্যবস্থা নিতেও পারবেন না,
কারণ তারা বলবে—"আপনি তো সম্মতি দিয়েছেন!"
📌 তাহলে কী করবেন?
১. Terms & Conditions পড়ুন—যতটা সম্ভব।
২. ব্যক্তিগত ছবি/ভিডিও এমন অ্যাপে এডিট করা এড়িয়ে চলুন,
যাদের নীতিমালা অস্বচ্ছ বা ঝুঁকিপূর্ণ।
৩. প্রাইভেসি সেটিংস ও Permission Access ভালোভাবে যাচাই করুন।
🛡️ ডিজিটাল যুগে সচেতন থাকাটাই আত্মরক্ষার প্রথম ধাপ।
না জানার অজুহাতে অধিকার হারালে, দোষ কার?