Rumman Majumder

Rumman Majumder সিরাজগঞ্জের ফসলি জমিতে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা জমিতে ঘাস খেয়ে থাকে আমাদের গাই গরুগুলো। আর সেই গরুর দুধ থেকেই তৈরী হয় আপনাদের খাঁটি গাওয়া ঘি।

নতুন পাটালি গুড় হাতে এসে পৌঁছেছে। পরিষ্কার ফয়েল পেপার দিয়ে মোড়ানো প্যাকেটটি দেখলে যে কারো ইচ্ছে হবে এখনই নিয়ে নেই। ...
09/12/2024

নতুন পাটালি গুড় হাতে এসে পৌঁছেছে। পরিষ্কার ফয়েল পেপার দিয়ে মোড়ানো প্যাকেটটি দেখলে যে কারো ইচ্ছে হবে এখনই নিয়ে নেই। আর স্বাদ, গন্ধ যেটাই বলুন না কেন ১০০তে ১০০ নাম্বার দিতেই হবে। এতোটাই মজা যে মুখে না দিলে বলা যাবে না। আর সাথে সিরাজগঞ্জের তৈরি ঘি তো আছেই আপনাদের জন্য।
আগ্রহীরা যোগাযোগ করুন ০১৬৭৬৫৬৯৮৮০

এমন প্রিমিয়াম কোয়ালিটির প্যাকে মোড়ানো পাটালি গুড় কার কার লাগবে?
08/12/2024

এমন প্রিমিয়াম কোয়ালিটির প্যাকে মোড়ানো পাটালি গুড় কার কার লাগবে?

23/10/2024
ঘি নিয়ে কিছু কথা (জানা প্রয়োজন) ত্বকের যত্নে👉🍯👉আমাদের নিজস্ব প্রডাকশন হাউজ, সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ঘি প্রজেক্টে ঘি তৈরি...
20/10/2024

ঘি নিয়ে কিছু কথা (জানা প্রয়োজন) ত্বকের যত্নে👉🍯

👉আমাদের নিজস্ব প্রডাকশন হাউজ, সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ঘি প্রজেক্টে ঘি তৈরি হয়।

🔹ঘি শুধু রান্নার কাজে ব্যাবহার হয় না।এটা আমাদের শরীরের ত্বকের জন্য ব্যাবহার করা যায়।

✅✅ত্বকে ঘী ব্যবহারের বিভিন্ন উপকারিতা নিচে উল্লেখ করা হলো:

#ময়শ্চারাইজার: ঘী ত্বককে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে।

#শুষ্কতা_কমানো: শীতকালে শুষ্ক ত্বককে হাইড্রেট করতে সহায়তা করে।

#রক্ত_সঞ্চালন_বৃদ্ধি: ম্যাসেজের মাধ্যমে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়।

#ত্বকের_উজ্জ্বলতা: নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল এবং তাজা দেখায়।

#প্রাকৃতিক_সানস্ক্রিন: সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে কিছুটা সুরক্ষা দেয়।

#নমনীয়তা: ত্বকের নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে।

#অবয়ব_কমানো: বয়সের কারণে চামড়ায় আসা রেখা ও বলিরেখা কমাতে সাহায্য করে।

#সাবধানতা: ত্বকে ঘী ব্যবহার করলে ক্ষত ও জ্বালা কমে।

#ফেস_মাস্ক: বিভিন্ন ফেস মাস্কে ঘী মেশালে ত্বক আরো স্বাস্থ্যকর হয়।

#পিম্পল_ও_ব্রণের_চিকিৎসা: ব্রণ এবং পিম্পল কমাতে কার্যকরী হতে পারে।

এভাবে, ঘী ত্বকের জন্য একটি উপকারী প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করে।

Showroom: Uttara, Transmitter
01676-569880

সঠিক মধু নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে বাজারে। BBC News বাংলা সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করেছে Google এ
04/10/2024

সঠিক মধু নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে বাজারে। BBC News বাংলা সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করেছে Google এ

মধু ব্যবসায়ী ও মধু নিয়ে কাজ করা অনেকের সঙ্গেই কথা বলে জানা যায় বাংলাদেশে সরিষা ফুল থেকেই সবচেয়ে বেশি মধু উৎপাদন কর...

খাঁটি গাওয়া ঘি অথবা মধু পেতে হলে সরাসরি যোগাযোগ করুন
01/10/2024

খাঁটি গাওয়া ঘি অথবা মধু পেতে হলে সরাসরি যোগাযোগ করুন

ভালোবাসার টানে পাশে আনে আর তাই সেই টানাটানি তে ৫০৳ ডিসকাউন্ট দিয়ে ফেল্লাম😁 বলছি আমার এক্স কলিগের কথা। আমরা একসাথে জব করত...
29/09/2024

ভালোবাসার টানে পাশে আনে আর তাই সেই টানাটানি তে ৫০৳ ডিসকাউন্ট দিয়ে ফেল্লাম😁 বলছি আমার এক্স কলিগের কথা। আমরা একসাথে জব করতাম। একটা পরিবারের মতো ছিলাম আমরা সবাই একসাথে।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Rumman Majumder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rumman Majumder:

Share