Kasib er Ammu

Kasib er Ammu Hi, my name is ananna.I am very happy to a member of facebook. Its my vlogging page Kasib er ammu.
(2)

25/07/2024

এত দিন পর অনলাইন জগতে😭

18/07/2024

Good morning
বাপ-বেটা🧡

17/07/2024

বৃহস্পতিবার সারাদেশে
"কমপ্লিট শাটডাউন"

17/07/2024

অলরেডি 406K হ্যাসট্যাগ পূর্ণ হয়ে গেছে, কিন্তু যে পরিমাণ হ্যাসট্যাগ পড়ছে 10 M হয়ে যেত, আমরা ভুলভাবে হ্যাসট্যাগ দেওয়ার কারণে কাউন্ট হয় নি।
প্রিয়,ভাই ও বোনেরা এই ভাবে _ হ্যাসট্যাগ ইউজ করবেন না,কাউন্ট হয় না এই ভাবে হ্যাসট্যাগ দিলে।


হ্যাসট্যাগ দেওয়ার নিওম হচ্ছে : ✅

★টার্গেট 1M 💪✊

শুভ রাত্রি 🥀আমার বাবার তখন মাত্র ১ মাস🌺
16/07/2024

শুভ রাত্রি 🥀
আমার বাবার তখন মাত্র ১ মাস🌺

16/07/2024

🚫সতর্কীকরণ বিজ্ঞপ্তি ‼️

বিভিন্ন সূত্রে জানাচ্ছে যে, আমাদের প্রায় সবার একাউন্ট ক্লোন করা হচ্ছে! আপনার প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে আরেকটি একাউন্ট খোলা হচ্ছে! এরপর তারা আপনার বন্ধুকে বন্ধুত্বের রিকোয়েস্ট পাঠাচ্ছে। আর আপনার বন্ধুরা আপনি ভেবে তা গ্রহণ করছে। আর আপনাকে ফাঁসাতে বিভিন্ন সরকার বিরোধী,ধর্মবিরোধী যা লেখা/ছবি পোস্ট করবে। এই সুযোগে এই দল তাদের বার্তা ছড়াবে আপনার পরিচয়ে।
আমি নিশ্চিত করে জানাচ্ছি যে, আমার নামে নতুন করে আর কোন একাউন্ট খোলার কোন ইচ্ছা বা পরিকল্পনা আমার নেই। তাই আমার কোন রিকোয়েস্ট আসলে তা গ্রহন করবেন না।
এবং কেউ আমার পরিচয়ে ভ্রান্তি ছড়ালে আমি দায়ী নই। এই ম্যাসেজটি কপি পেস্ট করে আপনার ওয়ালে রাখুন। আমিও রাখলাম। নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান।
ধন্যবাদ।

©️

Good morning
14/07/2024

Good morning

13/07/2024

💖বাচ্চার জন্য হারিয়ে ফেলা জীবন, ঘুম, শান্তি, আরাম সবই একদিন ফিরে আসবে.......

শুধু বাচ্চার শৈশবটা ফিরে আসবে না, সকাল সকাল তার ময়লা কাঁথা কাপড়গুলো আর সযত্নে ধুতে হবে না.......☺
তার জন্য শখ করে আর খেলনা কেনা হবে না।

জিদ করে দাঁত হীন মারি দিয়ে কামড় দিতে চাইবে না, দুই হাত মুঠ করে আমার চুল ছিড়বে না,বাবার চুল ধরে টান দিবে না।

ঘন্টায় ঘন্টায় তার জন্য আলাদা খাবার রান্নার পেরেশানি টা থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুলো গুছানোর কাজ আর পাবো না। নতুন খেলনা দেখলে তার বাবা আর কিনবে না। এই হাতে তাকে আর গোসল করিয়ে দিতে হবে না,খালি বুকটায় তাকে আর জড়িয়ে ধরে ঘুম হবে না।

কারণ সন্তান বড় হয়ে যাবে। অসীম যে যন্ত্রণায় ভুগে তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে জন্ম দিয়েছিলাম, সেই যন্ত্রণার ব্যথাও শেষ হয়ে গেছে।

কাটা ছেঁড়া সেলাই হওয়া শরীরটা নিয়ে এই দুই হাতে তাকে প্রথমবার জড়িয়ে ধরেছিলাম সেই দিনও গত হয়ে গেছে।

এইভাবে কত শত দিন, কাল,মাস, বছর, পেরিয়ে যাবে, আমার কোল ছেড়ে দিয়ে নিজে সংগ্রাম করে বাঁচা শুরু করবে।বুলি না ফোটা যে মুখটার কথার সাথে আমি মা তাল মিলাই এই মায়ের সাথে অনেক কথা তার আর বলা হবে না।

মিস করবো, ভীষণ মিস করব।

এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সকল ব্যস্ততাকে ছুটি দিতে হবে।

সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে।
যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না....
তার সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে।

13/07/2024

মেয়েদের চেহারা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি 🙂

13/07/2024

Good morning 😋

11/07/2024

এত রাতে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায়???

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Kasib er Ammu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category