নিরবতা

নিরবতা New page anyone support me.
(3)

Long distance relationship ❤️
25/11/2024

Long distance relationship ❤️

24/11/2024

- ভালোবাসলে বলে দাও, ভালোবাসি..!🙂🖤

24/11/2024

প্রয়োজন ছাড়া কখনোই কেউ প্রিয়জন হয় না😒

মায়া লাগে না...!!যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দিয়ে..!!! কিভাবে কথা শোনায় মায়া লাগে না, যে মানুষটা তোমার....
24/11/2024

মায়া লাগে না...!!

যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে তাকে কষ্ট দিয়ে..!!! কিভাবে কথা শোনায় মায়া লাগে না, যে মানুষটা তোমার...!! চোখের দিকে তাকিয়ে দুঃখ ভুলে যায় সারাদিনের...!!! ক্লান্তি ভুলে যায় তাকে ছেড়ে যাওয়ার কথা কিভাবে..!!🌹
ভাবো কান্না পায় না...!!
যে মানুষটা তোমার অভিমান ভাঙানোর জন্য ব্যাস্ত হয়ে যায়..!! সে মানুষটা কিভাবে ভুলে থাকতে চাও কষ্ট লাগে না...!!! জানো তো মানুষ সব কিছু সহ্য করতে পারে শুধু...!! পেয়ে হারানোর ব্যাথা না...!!!🌹

24/11/2024

Facebook TikTokHood (Cộng đồng NBH TikTok Shop chính thức Việt Nam)

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্র...
08/03/2024

ছোট খাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি, প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে, প্রায় ১৫,০০০৳ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন।

- বাবা, কেমন আছেন?

- হ্যাঁ, মা ভালো। তুই ভালো আছিস ত?

- আছি বাবা ভালো।

- এইভাবে বলছিস কেনো? তোর শ্বশুররা খুশি হয়েছে তো?

- ওরা কিছু বলেনি। ফুফু (জামাইয়ের ফুফু) বলেছে ইফতারি একটু কম হয়েছে।

- (তখন আমার চোখের পানি টলটল করছিল) আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরো বাড়িয়ে দিবো।

- বাবা শুনো। তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না?

- হ্যাঁ মা, দিবো। কেনো?

- তুমি কাপড় দিওনা। খালা (জামাইয়ের খালা) বলেছে, কাপড় দিলে সবার পছন্দ হবে না। কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। ৩০,০০০৳ টাকা দিলে, সবার নাকি হয়ে যাবে।

- আচ্ছা মা। তুই চিন্তা করিস না। আমি এখনও বেঁচে আছি।

(আমার বুঝতে দেরী হলো না, এতক্ষণে মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে।)

- আচ্ছা বাবা, এখন রাখি।

- আচ্ছা মা, ভালো থাকিস।

রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো।

- বাবা, তুমি আছো?

- হ্যাঁ, আছি। কিছু বলবি?

হ্যাঁ, ঈদের পর ২য় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিলাপ ও অন্যান্য সহ ২৫ হাজার টাকা লাগবে। আমার টিউশনির কিছু টাকা আছে। আপনি ২০ হাজার দিলে হবে।

- আচ্ছা দেখি। খেয়ে ঘুমিয়ে পর।

না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না।

নতুন জামাই! বাড়িতে মৌসুমী ফলমূল দিতে হবে। তাতে ১০-১৫ হাজার টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে ৫০,০০০৳ টাকা তো লাগবে। আবার নিজের জন্য ও একটা লাগবে।

এইখানে শেষ নয়, আরো রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন।

এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। নাবিলার মা অনেক কিছু জিজ্ঞেস করেছিলো, কিছু না বলে শুয়ে পড়েছি।

মাথায় একটা বিষয় কাজ করছে। টাকা! টাকা! আর মেয়ের সুখ।

এইভাবে রাত ১২ টা। হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত-পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তা গুলো এখনো আমার পিছু ছাড়ছে না।

পরদিন সকাল বেলা। সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সব চেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে এসে গেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি। কিন্তু কিছুই বলতে পারতেছিনা। ঠিক ২ মিনিট পর আর কিছু জানি না।

এইভাবে হারিয়ে যাচ্ছে অনেক বাবা। আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে-মেয়ে। হয়তো অনেকে এখন ও জানে না, তাদের বাবার মৃত্যুর রহস্য।

এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের।

আমাদের এই কু-প্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেনো? কেন হচ্ছে না?

শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে ৯০% লোক এই কু-প্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি।

চলুন আমরা জেগে উঠি। ধ্বংস করি এই অপসংস্কৃতি।

- লিখা সংগৃহীত

অবশেষে কাপ লঞ্চ ওয়ালারাই নিলোcongratulations Barisal❤️❤️ মোরা জিতা গেছি 🫰❤️
02/03/2024

অবশেষে কাপ লঞ্চ ওয়ালারাই নিলো
congratulations Barisal❤️❤️ মোরা জিতা গেছি 🫰❤️

বেইলি রোডের আগুনে প্রাণ হারানো ৪৪ জনের মধ্যে একই পরিবারের ৫ জন....আল্লাহ তুমি রহম করো
01/03/2024

বেইলি রোডের আগুনে প্রাণ হারানো ৪৪ জনের মধ্যে একই পরিবারের ৫ জন....আল্লাহ তুমি রহম করো

উম্ম সেই স্বাদ 🤤🤤
02/02/2024

উম্ম সেই স্বাদ 🤤🤤

এক প্লেট ভালোবাসা 🥰
01/02/2024

এক প্লেট ভালোবাসা 🥰

শুভ সকাল 🥰🥰🥰
29/01/2024

শুভ সকাল 🥰🥰🥰

Address

Sreepur
Gazipur

Telephone

+8801943058948

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিরবতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিরবতা:

Share