
29/05/2025
@1%🪫🪄:পাসপোর্ট জটিলতার কারণে লোকটিকে (হজ্জযাত্রী) নিরাপত্তা বাহিনী আটকে দেয়া।পরবর্তীতে জটিলতার দূর হয় কিন্তু দেখা যায় বিমানে সব যাত্রী উঠে যায়। তারপর লোকটি বিমানের উঠতে গেলে পাইলট জানান এখন যাওয়া যাবে না সব সেট করা।তারপর বিমানটি উড়াল দেয়।লোকটি কান্না করতে থাকে, তখন নিরাপত্তা বাহিনী শান্তনা দেয় যে কিছু করার নাই হয়তো আপনার ভাগ্যে লিখা ছিলো না। তখন লোকটি ঈমানের সাথে বিশ্বাস নিয়ে বলেন আমি হজ্ব করবই।কিছুক্ষণ পড়ে খবর আসে বিমানে নাকি যান্ত্রিক সমস্যা দেখ দিয়েছে।তারপর বিমানটি আগের জায়গায় এসে ল্যান্ড করে এবং যান্ত্রিক সমস্যা দূর করে।এরপর লোকটি আবার বিমানে উঠতে গেলে পাইলট আবার বাঁধা দেয়।এবং বিমানটি আবার উড়ে যায়। নিরাপত্তা কমিটি আবার শান্তনা দিতে থাকে কিন্তু তিনি হাল ছাড়েন নি তিনি বলেন আমও হজ্জ করবোই। এর কিছুক্ষণ পড়ে আবার খবর আসে যে বিমানটি অতিরিক্ত জড়ের কারণে যেতে পারতেছে না। এবং আবার সেই একই জায়গায় ল্যান্ড করে। এরপর পাইলট কছম কেরে বললেন যদি তিনি বিমানে না উঠেন তাহলে তিনি বিমান উড়াবেন না। এরপর তাকে সহ বিমানটি উড়াল দিলো এবং সবাই সহিহ্ সালামতে সৌদি আরবে পৌঁছালো।
বিদ্র:তিনি লিবিয়ার বাসিন্দা।
আলহামদুল্লিাহ শুনে কতই না ভালো লাগতেছে।☺️