Dream with AHI Noyon

Dream with AHI Noyon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream with AHI Noyon, Digital creator, Gazipur.

"স্বপ্ন দেখা শুরু করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই! 🚀
স্বপ্ন তা নয়,যা আমরা ঘুমিয়ে দেখি।
স্বপ্ন হলো যা, আমাদের ঘুমোতে দেয় না।
"অনুপ্রেরণা দিন, স্বপ্ন দেখুন, এগিয়ে যান! 🚀✨ "

তুমি ভালোভাবে বাঁচতে চাইবে।তবে তোমার শাস্তি হবে।ভাবছো তুমি বিচার চাবে।এবার বোকা সব হারাবো।বললে কত আসতে বল।কিংবা রাজার কথ...
18/07/2024

তুমি ভালোভাবে বাঁচতে চাইবে।
তবে তোমার শাস্তি হবে।
ভাবছো তুমি বিচার চাবে।
এবার বোকা সব হারাবো।
বললে কত আসতে বল।
কিংবা রাজার কথায় চলো।
এদিক সেদিক পা বাড়ালে।
তবেও তুমি সব হারালে।
এ কেমন রাজ্য বলো।
কে খারাপ কে বা ভালো।
ভালো মানুষ অন্ধকারে।
অমানুষ এই আলোক দ্বারে।
এ কেমন হচ্ছে খেলা।
চারিদিকে কষ্ট মেলা।
কে কোথায় যাচ্ছি ভেসে।
থামবো কোথায় অবশেষে।
রাজার রাজ্যে সবাই গোলাম।
করতে হবে রাজার সোনাম।
না হয় তোমার কল্লা যাবে।
বিরাট কঠিন শাস্তি পাবে।

03/02/2024

জাহাজ বিদ্যুৎ পায় কিভাবে, সেখানে কি PDB/REB/DESCO এর পাওয়ার লাইন যায়?


জাহাজে কিভাবে পাওয়ার সাপ্লাই দেয়া হয়?

জাহাজের/ মেরিন পাওয়ার সিস্টেমকে চারভাগে ভাগ করা হয়। যথাঃ

🧡পাওয়ার জেনারেশন
💜মেইন সুইচইয়ার্ড
💚ডিস্ট্রিবিউশন প্যানেল
❤️ইমার্জেন্সি বা অক্সিলারি প্যানেল
💙পাওয়ার জেনারেশন

চলুন ধাপে ধাপে সাবলীল ভাষায় আলোচনা করা যাকঃ

🧡পাওয়ার জেনারেশন

জাহাজে মূলত একটি ডিজেল বা বাষ্পচালিত জেনারেটর থাকে। এই জেনারেটরের প্রাইম মুভার ৩.৩, ৬.৬ কিংবা ১১ কিলোভোল্ট ভোল্টেজ জেনারেট করতে পারে।

💜মেইন সুইচইয়ার্ড

অতঃপর জেনারেটেড ভোল্টেজকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে কমিয়ে আনা হয়। অনেকে ভাবতে পারেন, সাধারণত জেনারেটর থেকে প্রাপ্ত ভোল্টেজকে স্টেপ আপ করা হয় কিন্তু এখানে স্টেপ ডাউন করার কারণ কি?

যখন জেনারেটেড পাওয়ার জাতীয়ভাবে ব্যবহার করা হবে তখন তা স্টেপ আপ করে জাতীয় গ্রীডে বিশাল আকৃতির ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে দূর দূরান্তে সঞ্চালন করা হয়। কিন্তু যখন কোন অল্প পরিসরে ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবহার হবে তখন তাকে স্টেপ আপ করার কোন মানে হয়না। তাকে স্টেপ ডাউন করে ৪৪০ ভোল্ট এবং পরবর্তীতে পুনরায় স্টেপ ডাউন করে ২২০ ভোল্ট করে নেয়া হয়। জেনারেটর থেকে প্রাপ্ত ১১ কিলোভোল্টকে ৪৪০ ভোল্ট করা হয় এবং বাসবার ব্যবহার করে তাকে মেইন সুইচইয়ার্ডে পাঠানো হয়। উল্লেখ্য যে, জাহাজে কনসীলড ওয়্যারিং ব্যবহৃত হয়না।

💚ডিস্ট্রিবিউশন প্যানেল

অতঃপর এই মেইন সুইচইয়ার্ড থেকে প্রয়োজন অনুসারে সিংগেল ফেজ এবং থ্রি-ফেজ লাইন বিভিন্ন কেবিনে যায়। সাধারণত লাইটিং, ফ্যান, রেডিও ইকুইপমেন্টের জন্য ২২০ ভোল্ট ব্যবহার করা হয়। আর বড় বড় থ্রি-ফেজ মোটরের জন্য ৪৪০ ভোল্টের লাইন ব্যবহার করা হয়। আর সাপ্লাই ফ্রিকুয়েন্সি সাধারণত ৬০ হার্জ হয়ে থাকে। এখন অনেকে বলতে পারেন যে, কেন ৫০ হার্জ নয়? সাধারণত জাহাজে খুব অল্পমানের টর্কবিশিষ্ট হাই স্পীডের মোটর ব্যবহার করা হয়। সেইজন্য ফ্রিকুয়েন্সি ৬০ হার্জ ব্যবহার করা হয়।

❤️ব্যাক আপ বা অক্সিলারি প্যানেল

এছাড়াও জাহাজে জরুরি প্রয়োজনে একটি ব্যাক আপ বা অক্সিলারি প্যানেল থাকে যেখানে একটি ব্যাক আপ অল্টারনেটর থাকে। মেইন অল্টারনেটর ফেল করলে অটোমেটিকভাবে ব্যাক আপ অল্টারনেটর চালু হয়ে যাবে এবং অক্সিলারি সুইচগিয়ার থেকে পাওয়ার সাপ্লাই যাবে।

এছাড়াও জাহাজে সেইফটি ডিভাইস হিসেবে রিলে, সেন্সর, সার্কিট ব্রেকার ইত্যাদি ত রয়েছেই। এভাবেই মূলত একটি মেরিন পাওয়ার সিস্টেম ডিজাইন করা হয়।

আজকের আর্টিকেলটি নিশ্চয়ই অনেক ইউনিক লেগেছে।

এরখম ইউনিক তথ্য পেতে আমাদের পেজটি #লাইক দিয়ে #ফলো করে রাখুন।

Electrician application start 06-12-23 10:00amEnd date 10-01-2024Visit  www.ocei.gov.bd for pdf view
05/12/2023

Electrician application start 06-12-23 10:00am
End date 10-01-2024
Visit www.ocei.gov.bd for pdf view

Electrician application start 06-12-23 10:00am
End date 10-01-2024
Visit www.ocei.gov.bd for pdf view
posted by Md. Saiful Alam Sujon

02/12/2023

আজকে প্রয়োজনীয় কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব 🥰🥰
যা আপনার চাকরি ইন্টারভিউ ভাইভা পরীক্ষার কাজে লাগবে ❤️❤️
(১) RM,SM,RE এগুলো দ্বারা কি বুঝায়?
উত্তরঃ RM,SM,RE এগুলো দ্বারা মূলত ক্যাবলের ইউনিট বোঝানো হয়।
RM বলতে বুঝায় অনেক খেই বিশিষ্ট তার যার প্রস্থচ্ছেদ গোলাকার।
SM বলতে বোঝায় অনেক খেই বিশিষ্ট তার যার সেক্টর আকৃতি।
RE বলতে বোঝায় সিঙ্গেল নিরেট তার যা প্রস্থচ্ছেদ গোলাকার।
(২) ট্রান্সফরমার কি ধরনের ডিভাইস?
উত্তরঃ ট্রান্সফরমার একটি ইলেকট্রিক্যাল স্ট্যাটিক ডিভাইস।
(৩) ট্রান্সফরমার গরম হওয়ার কারণ কি?
উত্তরঃ ট্রান্সফরমার গরম হওয়ার কারণ হলো-
* ওভার লোডের জন্য গরম হতে পারে।
* ওভার ভোল্টেজ এর জন্য গরম হতে পারে।
* ইনসুলেশন দুর্বল হয়ে গেলে।
* কোথাও আর্থ হয়ে গেলে।
(৪) ট্রান্সফরমার তৈলের কাজ কি?
উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো- * ইহা ট্রান্সফরমার কে ঠান্ডা রাখে।
* ইহা ইনসুলেশনের কাজ করে।
(৫) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি?
উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।
(৬) এক কিলোওয়াট = কত হর্স পাওয়ার?
উত্তরঃ ১ কিলোওয়াট = ১.৩৪ হর্স পাওয়ার।
(৭) ১ হর্স পাওয়ার = কত কিলোওয়াট?
উত্তরঃ ১ হর্স পাওয়ার = ০.৭৪৬ কিলোওয়াট।
(৮) RMS এর পূর্ণ অর্থ কি? আর এম এস এর মান কত ধরা হয়?
উত্তরঃ RMS এর পূর্ণ অর্থ হলো Root Mean Square.
আর এম এস এর ভেলু= ০.৭০৭ মেক্স
(৯) DC এর ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কি থাকে?
উত্তরঃ DC এর ক্ষেত্রে কোন পাওয়ার ফ্যাক্টর থাকে না।
কারণ এর ফ্রিকোয়েন্সি নেই,
এর মান শুন্য।
(১০) RTD এর পূর্ণ অর্থ কী?
উত্তরঃ RTD এর পূর্ণ অর্থ হলো Resistive Temperature Detector,
(১১) ইলেকট্রনিক্স কাজে কোন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ ইলেকট্রনিক্স কাজে কার্বন রেজিস্টর বেশি ব্যবহৃত হয়।
(১২) ডায়নামো কি ?
উত্তরঃ ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।
(১৩) মেগার কি?
উত্তরঃ মেগার হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র।
(১৪) কোন ট্রান্সফরমারের একটি মাত্র কয়েল থাকে?
উত্তরঃ অটো ট্রান্সফরমারের একটি মাত্র কয়েল থাকে?
(১৫) বুখল্জ রিলে কোথায় থাকে?
উত্তরঃ ট্রান্সফরমারের এর ট্যাংক ও কনজারভেটরের সংযোগকারী পাইপের মধ্যে লাগানো থাকে।
(১৬) বাংলাদেশের জেনারেটিং ভোল্টেজ কত?
উত্তরঃ ১১ কেভি
(১৭) আর এম এস এর মান কত ধরা হয়?
উত্তরঃ আর এম এস ভেলু=০.৭০৭ মেক্স
(১৮) ট্রান্সফরমার মূলত কি কি জিনিস দিয়ে তৈরি?
উত্তরঃ ট্রান্সফরমার মূলত
* প্রাইমারি কয়েল
* সেকেন্ডারি কয়েল
* ম্যাগনেটিক কোর ইত্যাদি দ্বারা তৈরি।
(১৯) ট্রান্সফরমার তৈলের কাজ কি?
উত্তরঃ ট্রান্সফরমার তৈলের কাজ হলো
* ইহা ট্রান্সফরমাকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
* ইহা ইনসুলেশনের কাজ করে।
(২০) এক ফেজ ট্রান্সফরমার কে তিন ফেজ সাপ্লাই দেওয়া যায় কি?
উত্তরঃ হ্যাঁ যায়, ভি ভি বা ওপেন ডেল্টা কানেকশন করে।
(২১) গার্ড ওয়্যার কি?
উত্তরঃ গার্ড ওয়্যার হচ্ছে ট্রান্সমিশন লাইনের নিচের ব্যবহার করা তার যা আর্থের সঙ্গে লাগানো থাকে।
(২২) পাওয়ার ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার কার্যকালের সর্বক্ষণ লোড অবস্থায় থাকে তাকে পাওয়ার ট্রান্সফরমার বলে।
যেমনঃ মেইন সাব স্টেশন
(২৩) ডিস্টিবিউশন ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার কার্যকালের উল্লেখযোগ্য সময় লোড অবস্থায় থাকে তাকে ডিস্টিবিউশন ট্রান্সফরমার বলে।
যেমনঃ ডিস্টিবিউশন সাব স্টেশন।
(২৪) ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার কাকে বলে?
উত্তরঃ যে ট্রান্সফরমার হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার বলে।
(২৫) ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
উত্তরঃ দুই ভাগে-
* কারেন্ট ট্রান্সফরমার
* ভোল্টেজ অথবা পটেনশিয়াল ট্রান্সফরমার।
(২৬) পাওয়ার ফ্যাক্টর কাকে বলে?
উত্তরঃ পাওয়ার ফ্যাক্টর হলো সাধারণত ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোসাইন কোণ।
অন্য ভাবে বলতে গেলে একটিভ ও এপারেন্ট পাওয়ারের অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
অথবা, রেসিস্টেন্স ও ইম্পিডেন্স এর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে।
(২৭) পাওয়ার ফ্যাক্টরকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ কস থিটা(cos থিটা),
ইহার কোন একক নেই। ইহাকে শতকরা হিসেবে প্রকাশ করা হয়।
(২৮) MCB কি?
উত্তরঃ MCB এর পূর্ণ অর্থ হলো Miniature Circuit Breaker,
যে সকল সার্কিট ব্রেকার আকার ছোট এবং অনেক কম কারেন্টের জন্য ব্যবহার করা হয় তাকে Miniature Circuit Breaker বলে।
(২৯) পাওয়া ফ্যাক্টরের মান কত পর্যন্ত হতে পারে?
উত্তরঃ (০-১) পর্যন্ত হয়ে থাকে।
(৩০) কি কারনে আমরা MCB ব্যবহার করে থাকি?
উত্তরঃ MCB ব্যবহারের কারণ-
* ওভারলোড প্রোটেকশনের জন্য।
* শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য।
* As s hand operated on/off switch.

28/11/2023

*আজকে আমরা জানবো সোলার ক্যালকুলেশন*
Soller calculate


‌বাংলাদেশের প্রতিটা ইন্ডাস্ট্রি এবং এপান্টমেন্টে এখন সোলার প্যানেল বাধ্যতামূলক করে দিয়েছেন বাংলাদেশ গভমেন্ট ।

নির্দিষ্ট সোলার প্যানেল এখন স্থাপন করতে হয়, সেই সাথে এবার গরমের সিজনে কারেন্ট যেভাবে আমাদের সাথে লুকোচুরি খেলেছে তার মাঝে সোলার প্যানেলের একটা জোয়ার হয়ে গেছে ।

সোলার প্যানেলকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি,,,

এক সোলার থেকে সরাসরি ডিসি লোড অর্থাৎ আলাদা কিছু ডিসি হোম এপ্রিয়েন্স ব্যবহার করতে পারি,,,,,

দ্বিতীয়তঃ সোলার সিস্টেম থেকে আইপিএস (ইনভার্টার) মাধ্যমে এসি লোড সরাসরি ব্যবহার করতে পারি।

এখন আসল আলোচনায় আসা যাক,,,,

সোলার সিস্টেম আপনার অফিস অ্যাপার্টমেন্ট বা বাসায় স্থাপন করতে হলে পাঁচটি বিষয়ে বিবেচনা করে সোলার প্যানেল নির্বাচন করতে হবে,,,,,

1. Total Load calculation
2. Inverter size calculation
3. Battery size calculation
4. Solar panel size calculation &
5. Solar panel charge controller size calculation.

1. :-
এখন আমার বাড়ি বা অফিসে বা ইন্ডাস্ট্রিতে কি পরিমাণ লোড আছে তার টোটাল জানতে হবে।
অর্থাৎ

1. Celling fan 2pcs * 80w =160w
2. LED bulb 4pcs * 20w = 80w
3. WiFi router 1p *20w = 20w
4. Desktop 1p * 50w = 50w
5. TV 1p * 20 w = 20w
6. M charger 1p * 15w = 10w
7. Tube light 1p* 30w = 30w
8. Table fan 1p *20w. = 20w
_________________________________________
Total Load = 390 Watt

2. :-

Total load * sefty factor ÷ efficiency
= 390w*1.25/0.8
= 610 watt
এখানে system loss আছে, যেমন switching loss, cable loss & নিম্নমানের প্রোডাক্ট ইত্যাদি। Bi no

ByBiআমাদের Inverter প্রয়োজন 600 VA
কিন্তু আমার Recommend 800-1000VA inverter.
ভালো পারফরম্যান্সের জন্য
parallel connection করে লাগিয়ে নিন।
কারন parallel এ voltage same থাকে এবং Ampere বাড়ে অর্থাৎ যোগ হয়।

4. :-
Total Load = 390 watt.
Battery voltage = 12V
So,
DC current (I). = Total load (P)/voltage (V)
= 390e/12
= 33A



এখন battery standard size = 300A
এখন এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য charging current প্রয়োজন হবে total battery capacity এর 10%
এখন,
Battery charging current 300A *10/100
= 30A
মনে রাখতে হবে এটাও কিন্তু একটি লোড

সুতরাং 390 w AC current এর জন্য DC 30A current প্রয়োজন হবে।

So, solar panel current
= Battery charging current+ home load current
= 33+30
= 63A
সুতরাং solar plate (panel) Power
= Voltage × current
= 12V × 63A
= 756 watt
= 750 Watt
অর্থাৎ 390 Watt home load এর জন্য 750 watt solar panel প্রয়োজন।

এখন আপনি বাজারে একটি 750 Watt solar panel নাও পেতে পারেন। তাই কয়েকটি প্যানেল কিনে আপনি parallel করে আপনার চাহিদা অনুসারে লাগিয়ে দিতে পারেন।

বাজারে বিভিন্ন সাইজের সোলার প্যানেল পাওয়া যায়, যেমন 5w,10w,20w,40w,50w,80w,100w,120w,150w

27/11/2023

#চিলার

চিলার কাকে বলে ?
যে মেশিনের সাহায্যে পানিকে তার সাধারণ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় রুপান্তরিত করা হয় রিসাইক্লিং এর মাধ্যমে তাকে চিলার বলে।
চিলারের প্রকারভেদ
চিলার সাধারনত দুই প্রকার।
V***r compression type chiller.
V***r Absorption type chiller.
V***r compression chiller অনেক যায়গায় ব্যবহার হয় mechanical type compressor এর সাহায্যে refrigerant কে কাজে লাগিয়ে পানির তাপমাত্রা কমায়। এই চিলার তিন টাইপের হয়ে থাকে।
Air cooling chiller
Water cooling chiller
Screw chiller
V***r absorption: V***r absorption chiller এ হিট সোর্স হিসেবে ব্যবহার হয় steam ও hot water এই চিলার তিন টাইপের হয়।
Steam fired chiller.
Hot water fired chiller.
Direct fired chiller.
V***r absorption chiller মূলত thermodynamic cycle এ কাজ করে মানে তাপমাত্রা আদান প্রদান করে। Steam fired chiller এ হিট সোর্স হিসেবে ব্যবহার হয় steam, Hot water fired chiller এ ব্যাবহার হয় Hot water এবং direct fired chiller ডাইরেক্ট সে নিজেই steam তৈরি করে। direct fired chiller costing একটু বেশি হয়ে থাকে।
Lithium bromide, distilled water, hot water, cooling water, ammonia এছাড়াও দুই তিন টাইপের কেমিক্যাল ব্যাবহার হয় cooling efficiency ঠিক রাখার জন্য। তবে ammonia সব চিলার ব্যাপারে হয় না। চিলার chilled water এর 5°c তাপমাত্রা কমাতে পারে।
চিলারের প্রধান অংশ সমুহঃ
Absorber
Evaporator
Condenser
High Temperature Generator
Low Temperature Generator.
এই পাঁচটা পার্টে কপার টিউব থাকে। এছাড়াও Refrigerant pump, absorbent pump, purge pump, manometer এবং U type একটা পাইপ থাকে। চিলার এর মূল কাজটা কিন্তু চীকন U type pipe করে থাকে।
চিলার যেভাবে কাজ করে:
যেহেতু পানির তাপমাত্রা চাপের সাথে সম্পর্কযুক্ত। সুতারাং চাপ বাড়লে তাপমাত্রাও বাড়ে।
বায়ুমন্ডলীয় 760 mm Hg চাপে পানির তাপমাত্রা
100°C এবং 6 mm Hg চাপে পানির তাপমাত্রা
3.7°C ইভাপোরেটরে 6 mm Hg চাপ থাকার কারনে অল্প তাপমাত্রায় পানি বাষ্প হয়ে যায়। বাস্প হওয়ার জন্যে যে তাপমাত্রার প্রয়োজন হয় তা chilled water হতে শোষন করে ফলে chilled water ঠান্ডা হয়। এখানে 3_4°C তাপমাত্রা করে ঐই সরু বা চিকন U আকৃতির পাইপে। refrigerant এ যে পানি স্প্রে হয়ে chilled water আরও ঠান্ডা হয় তা ঐই U type চিকন পাইপ থেকে আসে।
V***r absorption chiller এ সাধারণত বায়ুশুন্য রাখা হয়। ফলে ইভাপোরেটরের টিউবের মধ্য দিয়ে প্রবাহিত chilled water প্রবাহিত হয়। Chilled water এর পানি টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় refrigerant পাম্পের মাধ্যমে refrigerant কে টিউবের উপরে স্প্রে করে। স্প্রে করার সময় chilled Water থেকে প্রয়োজনীয় তাপ গ্রহন করে refrigerant বাষ্প হয়ে যায়। উক্ত বাষ্পকে শোষন করার জন্য লিথিয়াম ব্রোমাইড ব্যবহার করা হয়। লিথিয়াম ব্রোমাইড বাষ্পকে শোষন করে পানির সাথে মিশে যায়। এই মিক্সারকে আলাদা করার জন্য HTG- High Temperature Generator সরবরাহ করা হয়। HTG এ উচ্চ তাপমাত্রা (150_ 155)°C থাকার কারনে লিথিয়াম ব্রোমাইড থেকে refrigerant আলাদা হয়ে যায়।condenser এ চলে আসে। condenser এ ভিতরে কুলিং ওয়াটার টিউবের সাথে তাপ বিনিময় করে Refrigerant তরলে পরিনত হয়ে refrigerant Sump এ জমা হয়। আবার পুনরায় refrigerant পাম্পের মাধ্যমে চিল্ড ওয়াটার টিভবের উপর স্প্রে করা হয়।অপর দিকে absorber & condenser এর তাপমাত্রা কমানোর জন্য absorber & condenser টিউবের ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবেশ করানো হয়। এই thermodynamic প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে।

19/11/2023

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য #গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর......😱😱😱
যা আপনাদের বাস্তব জীবনে এবং চাকরি জীবনে কাজে আসবে।
এবিসি লাইসেন্স ভাইবা পরীক্ষা। বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির ইন্টারভিউ এর কাজে আসবে ❤️❤️

প্রশ্ন: কাকে বলে??🤔🤔👇👇

উওর: VCB অর্থ Vacuum circuit breaker.11kv লাইন অন অফ করার জন্য যে সার্কিট ব্রেকার সাধারণত ব্যবহার করা হয় তাকে ভ্যাকুয়াম সার্কিট বেকার বা VCB বলে .
(অবশ্যই 500 এম্পিয়ার এর উপরে হতে হবে)

প্রশ্নঃ কোন ধরনের #সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?
উওরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।

প্রশ্নঃ সার্কিট #ব্রেকার কত প্রকার এবং কি কি?

উওরঃ সাব-স্টেশন লাইনে মূলত চার প্রকার সার্কিট ব্রেকার ব্যভার করা হয়,
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB

প্রশ্নঃ HT/LT #সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB ব্যবহার করা হয়।

প্রশ্নঃ 500 KVA #ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের #সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।

#প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?

উওরঃ LBS (Load break switch)
MCB (Miniature circuit breaker)
MCCB (Moulded case circuit breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)

প্রশ্নঃ #বাস-বার কি?

উওরঃ মোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম(Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন করে।

প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে #বাসবার সিলেকশন করা হয়?

উওরঃ লাইনের #কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।

প্রশ্নঃ কেন #বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়?

উওরঃ কারন কপারের ইফিসিয়েন্সি অনেক বেশি এজন্য।

প্রশ্নঃ সাব-স্টেশন লাইনে CT & PT কিভাবে #কানেকশন করা হয়?

উওরঃ CT #সিরিজে কানেকশন দেয়া হয় ও
PT #প্যারালালে কানেকশন দেয়া হয়।

প্রশ্নঃ কত প্রকার ও কি কি?

উওরঃ কারেন্ট ট্রান্সফরমার ৩ ধরনের,
Wound Current Transformer
Toroidal Current Transformer
Bar-type Current Transformer

প্রশ্নঃ CT 5P 20 30VA #রেটিং মানে কি বোঝায়?

উওরঃ5= % of Error
P= Protection Class
20=Multiply by 20 line current
30VA= Barden of circuit breaker

প্রশ্নঃ CT & PT কোন ধরনের #ট্রান্সফরমার?

উওরঃ CT & PT হচ্ছে ইন্সট্রোমেন ট্রান্সফরমার।

প্রশ্নঃ CT & PT #পার্থক্য কি?

উওরঃ
CT হলো হাই কারেন্ট পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে।

PT হলো হাই ভোল্টেজ পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে রক্ষা করে।

প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের #রিলে ব্যবহার করা হয়?

উওরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc..

প্রশ্ন- . ট্রান্সফরমারের কর্মদক্ষতা বেশি হয়ে থাকে কেন?

উত্তরঃ ট্রান্সফরমার একটি স্ট্যাটিক ডিভাইস অর্থাৎ স্থির যন্ত্র। এতে কোন ঘূর্ণায়মান অংশ নেই, ফলে ঘর্ষণজনিত কোন ক্ষয় বা লস এতে নেই। অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারে লস অনেক কম। তাই ট্রান্সফরমারের কর্মদক্ষতা সবচাইতে বেশি। ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% পর্যন্ত হয়ে থাকে।

প্রশ্ন- . ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে কেন?

উত্তরঃ ট্রান্সফরমারের মোট লস= কোর লস + কপার লস। কোর লস নির্ভর করে ভোল্টেজ এর উপর এবং কপার লস নির্ভর করে কারেন্টের উপর, কিন্তু ট্রান্সফরমারের মোট লস কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ কোণের উপর নির্ভর করেনা। kW এর সাথে পাওয়ার ফ্যাক্টর বা কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ এঙ্গেল জড়িত কিন্ত kVA এর সাথে পাওয়ার ফ্যাক্টর থাকেনা। এজন্য ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে।

প্রশ্ন- ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে?
ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্ত কি কি?

উত্তরঃ অনেক সময় ৩ ফেজ ট্রান্সফরমার ব্যবহার না করে তিনটি ১ ফেজ ট্রান্সফরমার এর সাহায্যে ৩ ফেজ সাপ্লাই দেয়া হয়, এই ব্যবস্থাকে ট্রান্সফরমার ব্যাংকিং বলে।
ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্তঃ
১) প্রতিটি ট্রান্সফরমার এর kVA রেটিং একই হতে হবে।
২) প্রতিটি ট্রান্সফরমার এর ভোল্টেজ রেটিং একই হতে হবে।
৩) সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে।

প্রশ্ন- অটো ট্রান্সফরমার সম্পর্কে লেখ। এর ব্যবহার লিখ।

উত্তরঃ অটো ট্রান্সফরমার এমন এক ব্যাতিক্রমি ট্রান্সফরমার যার মধ্যে কেবল একটি ওয়াইন্ডিং থাকে। ইহার কিছু অংশ প্রাইমারি আর কিছু অংশ সেকেন্ডারি, উভয় কয়েল ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। তারপরও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ ইহার কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর মতই।
এর ব্যবহারঃ
১) ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ঘাটতি পুরনে ইহা ব্যবহার করা হয়।
২) ৩-ফেজ ইন্ডাকশন মোটর চালু করার কাজে ব্যবহার হয়।
৩) রাজপথ আলোকিত করার কাজে ইহা ব্যবহার হয়।
৪) রেডিও ইলেক্ত্রনিক্সে ইহা ব্যবহার করা হয়।

প্রশ্নঃ সাবস্টেশন কি?

উওরঃ সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ।

প্রশ্নঃ ১১কেভি সাবস্টেশনের কি কি ইকুপমেন্ট থাকে?
Ø ট্রান্সফরমার
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার
Ø PFI প্লান্ট

প্রশ্নঃ সুইচগিয়ার কি?

উওরঃ সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি,যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে।( রিলে,সার্কিট ব্রেকার,ম্যাগনেটিক কন্টাক্টর ইত্যাদি)
প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার

প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?

উওরঃ LT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।
উওরঃ HT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।

প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার LT & HT ব্যবহার করা হয়?

উওরঃLT সুইচগিয়ারঃ
MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার
HT সুইচগিয়ারঃ
VCB সার্কিট ব্রেকার

প্রশ্নঃ সার্কিট ব্রেকার কি?

উওরঃ সার্কিট ব্রেকার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস, যা দ্বারা বৈদ্যুতিক সার্কিটকে সাপ্লাই এর সাথে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায়। তবে সার্কিট ব্রেকারের সবচেয়ে বড় কাজ হল,যখন অতিরিক্ত কারেন্ট বা ত্রুটিপুর্ন কারেন্ট লাইনে প্রবাহিত হয়,তা থেকে সার্কিটকে অটোমেটিক রক্ষা করা।

প্রশ্নঃ কি ধরনের সার্কিট ব্রেকার সাবস্টেশনে ব্যবহার করা হয়?

উওরঃ MCB, MCCB, ACB সার্কিট ব্রেকার, VCB সার্কিট ব্রেকার।

প্রশ্নঃ LT & HT সাইডের মেইন কাজ কি?

উওরঃ
HT সুইচগিয়ার মূলত ট্রান্সফরমার কে সাট-ডাউন করানো
LT সুইচগিয়ার মূলত লোড কে কন্ট্রোল করে অথবা রক্ষা করে।

প্রশ্নঃ PFI কি?

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট যা পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট করে।MA Engineering Solution

প্রশ্নঃ কেন PFI ব্যবহার করা হয়?

উওরঃ কারন আমাদের ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ এবং কারেন্ট এর কারনে একটি এঙ্গেল সৃস্টি হয় যা লস হিসাবে ধরা হয়।এই লস কে কমানোর জন্য পাওয়ার ফ্যাক্টর ইম্প্রোভমেন্ট ব্যবহার করা হয়।

প্রশ্নঃ PFI রেটিং কিভাবে নিতে হয়?

উওরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৬০% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ PFI স্টেপ কি এবং কিভাবে স্টপ সিলেকশন করতে হয়?

উওরঃ
ট্রান্সফরমারের রেটিং যদি ১০০কেভি থেকে ২৫০কেভি পর্যন্ত তাহলে ৬ স্টেপের ১টা
ট্রান্সফরমারের রেটিং যদি ৩১৫কেভি থেকে ২০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ১টা
ট্রান্সফরমারের রেটিং যদি ২৫০০কেভি থেকে ৪০০০কেভি পর্যন্ত তাহলে ১২ স্টেপের ২টা

প্রশ্নঃ সাবস্টেশনে কিভাবে লোড বের করতে হয়?

উওরঃ ট্রান্সফরমারের রেটিং এর ৮০% হিসাবে নিতে হয়।

প্রশ্নঃ সাবস্টেশনে LT & HT সাইড কোন অংশ কে বলে?

উওরঃ ৩৩কেভি থেকে ১১কেভি পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় HT সাইড এবং ১১ কেভি থেকে ০.৪কেভি (৪০০ভোল্ট) পর্যন্ত ট্রান্সমিশন লাইন কে বলা হয় LT সাইড।MA Engineering Solution

প্রশ্নঃ জেনারেশন পাওয়ার এবং ডিস্ট্রিবিউশন পাওয়ারের রেটিং দেখাও?

উওরঃ
জেনারেশন পাওয়ারঃ ১১কেভি,৩৩কেভি,১
৩২কেভি,২৩০কেভি,৪০০কেভি
ডিস্ট্রিবিউশন পাওয়ারঃ ৪০০কেভি,২৩০কেভি
,১৩২কেভি,৩৩কেভি,১১কেভি।

প্রশ্নঃ কেন ডিস্ট্রিবিউশন লাইনে ৪০০০কেভির বেশি ট্রান্সফরমার ব্যবহার করা হয় না?

উওরঃ কারন ৪০০০কেভি উপরের ট্রান্সফরমারের জন্য সার্কিট ব্রেকার নেই তাই ব্যবহার করা হয় না।

17/10/2023

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream with AHI Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share