15/01/2025
জীবনের কঠিন সময় গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো,,,,,
জীবনে কখনো যদি খুব খারাপ সময় আসে,, তাহলে নিজের দুঃখ কষ্ট গুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেসে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙ্গে গেছো খুব,, পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন,,আকস্মিক ঝড়ে,,ঝরে গেছে জীবনের বৃক্ষের সবকয়টি পাতা,,শক্ত হও,,নিজেকে নিজে বোঝাও যে সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে।।।।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো,, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না,, মনে রেখো,, যে নিজের জন্য আলো হতে পারে না,, পৃথিবীর সমস্ত আলো মিলে ও তাকে পথ দেখাতে পারেনা। মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়,,ভেঙ্গে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরো
বেশি ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।।।।