21/09/2024
🔰🔰বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ১০৩ তম জিডি সিপাহি পদে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ এ যোগ দিন✅
🛡️ডিজিটাল পদ্ধতিতে ১০৩ তম ব্যাচে সিপাহী (জিডি পদে পুরুষ ও মহিলা উভয় এর জন্য)
♻️আবেদন এর সময়
আবেদন শুরু ১০ সেপ্টেম্বর ২০২৪
আবেদন শেষ ১৯ সেপ্টেম্বর ২০২৪
🛡️ শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল ও বয়স।
♻️শিক্ষাগত যোগ্যতা
❇️এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।
♻️বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ ২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।
♻️ বয়স
২৬-১-২০২৫ তারিখে বয়স ১৮ হতে ২৩ বছর (জন্ম তারিখ ২৭-১-২০০২ হতে ২৬-১-২০০৭ এর মধ্যে হতে হবে)। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণ যোগ্য নয় (পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য)।
এখন
🛡️শারীরিক যোগ্যতা।
❇️ উচ্চতা
✳️পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে
১.৬৭৬ মিটার (৫-র্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৬২৫ মিটার (৫-৪)
✳️মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
১.৫৭৪ মিটার (৫-২) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ১.৫২৪ মিটার (৫-০০)
♻️ওজন
✳️ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে
৪৯.৮৯৫ কেজি (১১০ পাউন্ড) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি (১০৪ পাউন্ড)
❇️মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
সম্প্রদায়ের ক্ষেত্রে ৪৩.৫৪৪ কেজি (১৯৬ পাউন্ড)
♻️বুকের মাপ
❇️পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে
স্বাভাবিক ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
স্ফীত ৮৬.৩৪ সেঃ মিঃ (৩৪ ইঞ্চি)
❇️ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি) স্ফীত ৮১.২৮ সেঃ মিঃ (৩২ ইঞ্চি)
❇️মহিলা প্রার্থীদের ক্ষেত্রে
স্বাভাবিক ৭১.১২ সেঃ মিঃ (২৮ ইঞ্চি)
স্ফীত ৭৬.২০ সেঃ মিঃ (৩০ ইঞ্চি)
♻️ দৃষ্টি শক্তি,৬/৬♻️
♻️বৈবাহিক অবস্থা।
অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নহে)।
♻️সবার আগে নিয়োগের আপডেট খবর পেতে ও নিত্যনতুন এমন ভিডিও পেতে এখনই ফলো দিয়ে রাখুন Bd Defence