Mredul Hasan

Mredul Hasan Hey Everyone �
(1)

জেলা পুলিশ ঢাকা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের দ্বিতীয়  দিনের মাঠ সম্পন্ন👮😍
14/08/2025

জেলা পুলিশ ঢাকা ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের দ্বিতীয় দিনের মাঠ সম্পন্ন👮😍

13/08/2025

তো কে দৌড় বাদ পরছেন হাত তুলেন..🤚😅

11/08/2025

পুলিশকে কেউ পছন্দ করে না অথচ সার্কুলার দিলে দেখা যায় পুলিশ ভক্তের অভাব নাই this is বাঙালি হা হা হা এটাই বাস্তব

জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের দ্বিতীয়  দিনের মাঠ সম্পন্ন👮😍
11/08/2025

জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের দ্বিতীয় দিনের মাঠ সম্পন্ন👮😍

11/08/2025

বলে যাও সবাই..!👮😍

10/08/2025

জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন👮😍

আজ জামালপুর জেলায় অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার মাঠের চিত্রহাজার হাজার প্রার্থী অংশগ্রহণ করেছেন এই নি...
10/08/2025

আজ জামালপুর জেলায় অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষার মাঠের চিত্র
হাজার হাজার প্রার্থী অংশগ্রহণ করেছেন এই নিয়োগ প্রক্রিয়ায়।

10/08/2025

জামাল পুর পুলিশ লাইন্স..👮🫂
প্রথম দিনের কার্যক্রম শেষ..!❤️

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (জুন ২০২৫খ্রি.) এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিন” [Police Media Cell, Khagrach...
10/08/2025

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা (জুন ২০২৫খ্রি.) এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিন”

[Police Media Cell, Khagrachari]
[10/08/2025]

"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে আজ ১০ই আগস্ট ২০২৫ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে Physical Endurance Test (PET)-এর ১ম দিনের ইভেন্টের জন্য প্রাথমিক ভাবে আবেদনকারী প্রার্থীদের সকাল ৮.০০ টা হতে খাগড়াছড়ি পুলিশ লাইন্স্ প্রবেশদ্বারে প্রাথমিক উচ্চতা পরিমাপ করা হয় এবং বাছাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই এর জন্য পুলিশ লাইন্স মাঠে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক বাছাই পর্বের ১ম দিনের ইভেন্টে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল বিপিএম মহোদয়।

আজকের নিয়োগ পরীক্ষায় জনাব মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), খাগড়াছড়ি পার্বত্য জেলা, পুলিশ হেডকোয়ার্টার এর প্রতিনিধি হিসেবে একজন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার উপস্থিত ছিলেন। এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), রাঙ্গামাটি পার্বত্য জেলা; জনাব তাসলিম হুসাইন, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী জেলা, ডাঃ দীপ্ত বিশ্বাস, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, খাগড়াছড়ি পার্বত্য জেলা সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ১ম দিনের ইভেন্টের কৃতকার্য প্রার্থীদের মাঝে ২য় দিনের পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদান করা হয়। ২য় দিনের ইভেন্ট শুরু হবে আগামীকাল ১১ই আগস্ট ২০২৫ খ্রি. সোমবার সকাল ০৮:০০ ঘটিকা হতে।

ভাই সেনাবাহিনীর মেজর আর বোন পুলিশের এএসপি। মাঝে দুই ভাইবোনের গর্বিত মা।❤️
07/08/2025

ভাই সেনাবাহিনীর মেজর আর বোন পুলিশের এএসপি। মাঝে দুই ভাইবোনের গর্বিত মা।❤️

📌 যদি সাহস টা হয় সূর্যের মতো প্রখর,তবে সীমানা পেরিয়ে সীমানা গড়ো আরেকবার...💥
07/08/2025

📌 যদি সাহস টা হয় সূর্যের মতো প্রখর,তবে সীমানা পেরিয়ে সীমানা গড়ো আরেকবার...💥

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Mredul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mredul Hasan:

Share